নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ধূসর ছবি

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

ডিনামাইটের ভিতরে হল গ্রাম আবিষ্কার

যে গড়ে তার! যে ছোঁড়ে তার? যে জননী মরে পড়ে থাকে তার! আমাদের বাড়ির উঠানে

ময়নাদীঘির ঘাটে, পিঠ উঁচিয়ে মাকে বাঁচাতে

কিছু ঝিনুকের খোলা, কিছু কান্না

কিছু মাছ

মাছেরও হয়

ধূসর শিকারীর গলায় কাঁটার শেষ যুদ্ধ

যেন

চোখের ভেনিসে আঁখিপাতা হলো

চিমনিতে পোড়া এসিড ঝরলো

ননীভৌমিকের গল্পের সুরম্য ফ্লাপ পুড়লো

অনেক রঙা ধনু,

পাইপঅর্গান

লজ্জা,

একটা আধোয়া টিনের বাস

যেন নেমে না যাওয়া বাসের ভেতর স্বদেশ,

সাদা শ্বেদ পাঁজরের কথায় ডাঁসা পিপড়ের মত ছুটে যাচ্ছে

ঝরা দিনের সব কথা ছুটতে ছুটতে করোটির বিষে,

থাকে শস্যশ্যামল বদ্বীপের ছবি,

আমাদের পূর্বমানুষের তারার আখর শেষটুকু বলে যায়

এভাবে মুখোসে ঢেকে জাতিস্মর হয়?

সন্তরণে নতুন মাছেরা কাঁটাসহ রাত জাগে

পালাবেন?



শ্যাওলার ভিতরে গুহায় লুকালো সবুজ

শ্যাওলাকে হত্যা করে

কীটাক্রান্ত শামুকের মত ফ্লুক সর্বস্ব ছিনতাই তনুটুকু ছাড়া

মায়াবী রোদের জঙ্ঘায় - দারুচিনির

ঘ্রাণের মত সুস্বাদু চিনির জলছবি রাখা,

তাকে খুন করে

প্রকাশ্য উপকারীর পালক ছড়াও

কাঁথার ভেতর হত্যা করে রাখে তাকে

ছবির হুক থেকে সুশার্প ছবির ধারালো ব্লেডে

রুপপড়ার ছোট বালকটিকে

স্কুলব্যাগের ছেলেটিকে



জলমতি হননের পর ঝিনুকের ভাঙা ডানা

অভিশাপ দেয় সুকণ্ঠীকে

ইতিহাসের সামান্য ফ্যাদম নিমজ্জিত সান্তামারিয়া

অশ্লীল শেডের নিচে কলম্বাস!

শতবর্ষপূর্তি কি সে সব কথা বলে

পূন্যস্নানের সঙ্গে আলো থাকে সুচিপাঠ

অনল বেয়ে উঠে যায় স্ফুলিঙ্গের ফোঁটা,

লাল গালিচার অন্য ক্যাকটাসে মিশে থাকে

প্রণাশী অক্ষর,

অভিশাপ বৃষ্টিতে ধুয়ে একদিন সব ছারখার হয়ে যাবেন

যেতে যেতে পুড়বেন,

যাবেন যে পলায়ন যাত্রায়, পরিমিত গা বাঁচাতে সর্বস্বত্ব পুড়ে যাবেন



-

ড্রাফট ০.৫ / চেয়েছিলাম মিলাতে। কিন্তু থাকুক এরকমই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.