নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

বইমেলার ছড়া

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

ডাক পারে প্রকাশক
আয় সব মুরগী
প্রচ্ছদে নাম দিয়ে
অভিজাত করে দেই

ভাঙাচোরা গদ্য
যত দুনো কাব্য
প্রকাশক হেসে বলে
ক্যাশ পেলে ছাপবো

এসেছে ফ্রেব্রুয়ারি
হও ছাপা বইধারী
নেটে লিখে হয় কি
ইতিহাসে রয় কি?

ছাপা মানে বিদ্যান
প্রকাশক দেয় জ্ঞান
মেলাতে স্টল আছে
এইটুকু দায় আছে

লেখকেরা খাবে কেচা
যদি হয় বই বেচা
লাভ খায় পাবলিশ
মুখোসের ইবলিশ

কত বই ঠোঙা হয়ে
ফেরিঅলা যায় বয়ে
তার চেয়ে নেটে যায়
কিছু তো পাঠক পায়

মুঠোফোন হাতে হাতে
বইঘর যা নিপাতে,
নেটে লিখে মুক্তি
একটাই যুক্তি!

-
ড্রাফট ১.০ / একটি বখাটে ছড়া, ছন্দমিল গণ্ডগোল ক্ষমাযোগ্য

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো ছড়া।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস হামা

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

হাহা
দারুন !

আপনিও তবে মুরগী লেখকদের নিয়ে লিখলেন ...
একেবারে সত্যি

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

স্বদেশ হাসনাইন বলেছেন: এটা শুনতে ভাললাগে না। কিন্তু বাস্তবে প্রকাশকদের দৃষ্টিভঙ্গী একই।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

নস্টালজিক বলেছেন: ছড়া উপাদেয় হয়েছে, স্বদেশ।

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

স্বদেশ হাসনাইন বলেছেন: উপাদেয় - হা হা । ভাল বলেছেন, গীতিকার।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা মাইচ্ছে রে মাইচ্ছে!!

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

স্বদেশ হাসনাইন বলেছেন: হাসতে হাসতে আঞ্চলিকেই চলে আসলেন!

৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

সুফিয়া বলেছেন: ভাল লাগল ?

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

স্বদেশ হাসনাইন বলেছেন: প্রশ্নবোধক ভাললাগা বুঝতে পারি নি

৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:

আমার বইয়ের পোস্টটাতে আপনার এই লেখার লিঙ্কটা যুক্ত করে দিলাম ।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

স্বদেশ হাসনাইন বলেছেন: সর্বনাশ, কিসের ভিতর কি ঢোকালেন...

৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

নূসরাত তানজীন লুবনা বলেছেন: ভালো লাগলো ছড়া
কিন্তু

তাহলে বই প্রকাশ থেকে দূরে থাকাই কি উচিত ?

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

স্বদেশ হাসনাইন বলেছেন: নূসরাত তানজীন লুবনা , "কিন্তু"র জবাবটা ভাবার ব্যাপার।
একজন লেখক বহু শ্রমের মাধ্যমে একটা বই লেখেন। প্রকাশকের কাজ প্রতিভাতে অর্থ লগ্নি করা। এর এর প্রচার ও প্রসারের মাধ্যমে ঘরে ঘরে বইটা পৌঁছার আয়োজন করা।
কিন্তু বইমেলায় অধিকাংশ প্রকাশকের অনৈতিকতা এই পর্যায়ে যে সেখানে পাঠকের কাছে যোগ্য বই যায় না। ফেব্রুয়ারীর সিজনে মাণের বাছ বিচার না করে ব্যাঙের ছাতার মত বই ওরা ছাপে শুধুই এককালীন মুনাফা ঘরে তোলার জন্য। আর লেখকেরাও মেলায় একখানি মলাটের গায়ে নিজের নাম দেখে তাতে আত্মতৃপ্তির ষোলকলা পূর্ণ করেন। যদি পুরো বিষয়টা যথা যথ হয়, তবে বেই ছাপানো যেতে পারে। তবে নেটের যুগে ছাপানো বইয়ের চাইতে অনেক সহজে ব্লগ ও সোশ্যাল মাধ্যমে বিশাল পাঠক পাওয়া সম্ভব তাতে বাড়তি খরচও নেই।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

সুফিয়া বলেছেন: প্রশ্নবোধক চিহ্নটা ভুলে পড়ে গেছে।

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

স্বদেশ হাসনাইন বলেছেন: ঠিক আছে।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫

জলমেঘ বলেছেন: দারুণ লাগলো ছড়াটা। শুভকামনা

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ জলমেঘ। আপনার লেখা পড়েছি, কমেণ্ট হয় নি। কিন্তু ভাল লেখেন।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১২

সায়েম মুন বলেছেন: ছড়া রসালো হয়েছে কবি।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.