নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

এজন্য থেমে

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

কিউবিকল মৌচাকের ভিতর কতগুলো মানুষ

হাটাচলা করে,বার্লিন পাঁচিল দিয়ে

কর্মকর্তারা ঘেরাও, উঠে দাঁড়ালেই দেখি টিভির মত -

কিন্তু সামনে কাজ, দেখি স'মিলের তক্তা

কিন্তু সামনে কি বোর্ড, ঘোড়শব্দে কাজ হয়,

দেখি একটা বড় পাতার উদ্যান, ওটা টব,

ওর আড়ালে কাজের নির্দেশ,



সামনে যে সহোদর লাগোয়া হাইরাইজার

গজমতির রঙ সাদা বাড়ি

তার পিছনেও সাদা বাড়ি, পলেস্তারে ইঁট বের হয়ে আছে।

তার ওপাশে একটু খাটো দালান,

তার ভিতর বৈশাখে কালবোশেখ ঝড় খেলার সুযোগ পায় না।

আকাশে উঠছে যাবতীয় কিছু

ঐ সব আকাশ ভর্তি কাজ,

কাজ শেষে আবারও নতুন করে কাজ



উঁচু থেকে দেখা যায় মাটি জুড়ে অনেক বোতাম,

হালকা সবুজ সরিয়ে ক্রেন তুলছে ঘর বাড়ি

বিপনী বিতান, স্টেডিয়াম, অনেক গাড়ি আটকে আছে উড়াল পথে,

তার ডানে এবং বায়ে অনেক কাজ হচ্ছে

হয়তো সে জন্য সব থেমে আছে

-

ড্রাফট ১.০

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

জলমেঘ বলেছেন: ভালো লাগলো

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের খাতা খোলার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.