নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ভাঙতে হলে গড়ার যোগ্য হতে হবে

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

পরিবর্তনের শর্ত একটাই, নিয়মকে

রপ্ত করে নখদর্পনে এনে ফেলা,

তারপর নতুনের অধিকার..

তা না হলে ভাঙাভাঙি

যাচ্ছেতাই কিছু হবে,

বকচ্ছপ কিংবা অশ্ব-শকটের কাড়াকাড়ি

কে কার আগে যাবে,

কে কাকে সামলাবে সেই হট্টগোল!

কেয়ামতের বিউগল বাজাতে হলে

অন্তত একটা বিশ্ব বানিয়ে দেখাও



গোয়ের্নিকা ছবিতে বৃষের ভাঙন থাকে

ঘাম ঝরানো নবীশ সেই পিকাসো কে দেখি,

দেড়টি যুগ বন্দি হবার পর

শিক্ষানবীশ কাগজের স্কেচে

রপ্ত হয়েছে রেখার সেরিনেডো, টোনাল বাসস্টপ, ইমপ্রম্পটু ফর্ম,

অচলায়তন ভাঙতে জানতেই হবে সনাতন সংস্কার,

জ্ঞানের ফসল ঘরে উঠে এলে ভরা পেটে বিঘ্নকে মানা যাবে

সীমানা পেরিয়ে যাওয়া যাবে

ছন্দ ছেড়ে বেসুরে গাওয়াও ঠিক

ধ্রুপদী সুরের ক্ষমতাটা যদি থাকে।

-

ড্রাফট ২.০/ নিজের জন্য বাক্য

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

সুপ্ত আহমেদ বলেছেন: + +

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্ত আহমেদ

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০

সুপ্ত আহমেদ বলেছেন: ওয়েলকাম ভাইয়া :) ভালো থাকবেন

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.