নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক চিলতে রোদ, ধুলোজির্ণ এই কনক্রিট এর শহরে জানালার কার্নিশ গলে আমার ঘরে অবশিষ্ট প্রাণ বলতে এই এতটুকুই ।

এক চিলতে রোদ

আমায় তোরা সপ্নরোগী বলিস, আমায় বলিস অভিমানী ছেলে, আমায় তোরা গান পাগলা বলে যাবি চলে একলা রাতে ফেলে ..

এক চিলতে রোদ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প : তৃষ্ণা

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪

সকাল পৌনে দশটা-



বুঝিনাই সে আমাকে চড় মারবে, ছোটবেলার খুব প্রিয় বন্ধু, অনেক দিন পর কাল রাতে হুট করে দেখা, রাতে আমার মেসে ছিল। বিভ্রান্ত হয়ে গেলাম, রেগে ছিল কিন্তু এইটা আশা করিনি। বিহ্বল হয়ে ওর চোখে তাকালাম, কঠোর !

"সুমন ! তুই অনেক বেশি ড্রিংক করিস, আর করবি না, কখনো করবি না !"



সন্ধা সাড়ে সাতটা-



ছবির হাট, সোনিয়ার দোকান । তমাল ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো, ঠোটে মৃদু হাসি, হাসিতে তাচ্ছিল্য..

"কিরে, পুরা লোড ! এতটুকুতেই ?"

তাচ্ছিল্যটুকু ভেতরে আগুন ধরিয়ে দিল, সিদ্ধান্তহীনতা, বন্ধুর কঠোর চোখ, ভেতর থেকে আত্মাতা গুমরে উঠলো - আর না, প্লিজ, আর না ! চোখ বন্ধ করলাম, চোখে মৃত্যু ভেসে উঠলো, একা, ধু ধু মরু প্রান্তর, গরম বাতাস, শুকনো বালি, তৃস্নার্ত, ভয়াবহ তৃস্নার্ত..

হাত বাড়ালাম .. "দে !"

হ্যা, অনেক তৃষ্ণা ! তৃস্নার্ত আত্মাটাকে একটু ভেজানো দরকার ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: গতিময় লেখা। ভালো লাগলো।

২| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২

এমএম মিন্টু বলেছেন: সুন্দর ++++

তবে একটি পোষ্ট দুবার এসেছে একটি ডিলিট করুন আরো ভালো হবে।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫

সজীব বলেছেন: গতিময় লেখা। ভালো লাগলো :)

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার

৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০

দীপংকর চন্দ বলেছেন: ভিন্ন ধরনের উপস্থাপনা!
ভালো লাগা রইলো।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০৭

কলমের কালি শেষ বলেছেন: ব্যতিক্রমী ভাব ।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: চারবার পড়লাম । তেমন ব্যাতিক্রমি কিছু পেলাম না ।
সঙ্গদোষে এতো দ্রুত এতো অধঃপতন !

ভালো থাকুন ।

৮| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৯

এক চিলতে রোদ বলেছেন: আমার আসলে লেখালিখি করার তেমন অভ্যাস নেই। লেখার পর পরার সময় নিজের কাছেই খুব ভালো লাগেনা, মনে হয় আরেকটু অন্যভাবে লিখলে ভালো হত। হয়ত ব্যাপারটা ধীরে ধীরে আয়ত্তে আসবে। তারপরেও অনেকে পছন্দ করসেন এটা অনেক বড় অনুপ্রেনা। এজন্যে সবাইকে অনেক ধন্যবাদ! :)

ভালো থাকবেন সবাই। @এমএম মিন্টু: মুছে দিয়েছি! ধন্যবাদ !

৯| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৪

সাইফুল ফরিদপুর বলেছেন: পুরা লোড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.