নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক চিলতে রোদ, ধুলোজির্ণ এই কনক্রিট এর শহরে জানালার কার্নিশ গলে আমার ঘরে অবশিষ্ট প্রাণ বলতে এই এতটুকুই ।

এক চিলতে রোদ

আমায় তোরা সপ্নরোগী বলিস, আমায় বলিস অভিমানী ছেলে, আমায় তোরা গান পাগলা বলে যাবি চলে একলা রাতে ফেলে ..

এক চিলতে রোদ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প : চকলেট

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১২

অফিসে ঢোকার আগে ফিরোজ মামার টং দোকানে ১টা চা-বিড়ি খাওয়া আমার বহুদিনের অভ্যাস। আজও সিগারেটটা ধরিয়ে আস্তে করে যখন চায়ে একটু একটু করে চুমুক দিচ্ছিলাম, তখন দোকানে ৫-৬ বছরের ২টা ছেলে আসলো। একজনের বেশভুষা দেখে যা বুঝলাম মুটামুটি অবস্থা সম্পন্ন ঘরের ছেলে। ১টা মিমি চকলেট কিনলো সে। তারপর দোকানে দাড়িয়েই প্যাকেট খুলে চারকোনা একটা অংশ ভেঙ্গে মুখে দিল। আরেকজন দেখি হা করে তার মুখের দিকে তাকিয়ে আছে। তার ছেড়া ফাটা পোশাক'ই বলে দিচ্ছে তার জরাজীর্ণ দির্ণতার কথা। দোকানদার তারে ধমকিয়ে বলল "ওই তুই কি লইবি?"
- চক্কেট
- কোন চকলেট?
সে এক টাকার একটা কয়েন বাড়িয়ে দিল। কিন্তু তার চোখ আরেকজনের মিনি চকলেটের দিকে। আরেকজন দেখি সেটা খেয়ালও করেছে। সে তার মিমি চকলেট চাটতে চাটতে বলল,
"আমি তরে চক্কেট দিবার পারি, কিন্তু আমার লগে কুত্তা কুত্তা খেলন লাগব! খেলবি?"
সে মাথা ঝুকিয়ে বলল খেলবে।

তারপর দেখি ভালো পোশাক পরা ছেলেটা মিমি চকলেটের একটা করে টুকরা সিলভার রঙের কাগজ দিয়ে মুড়ে দূরে ছুড়ে মারছে আর অন্যজন সেটা দৌড়ে দৌড়ে খুঁজে বের প্যাকেট খুলে মুখে দিচ্ছে।

পাশে এক মুরুব্বি বসে ছিলেন।
বললেন, "দেখেন, আমরা ওই ছেলেটাকে শিখাইতে পারিনি যে কাউকে এরকম ছোটো করতে হয়না, আর এই ছেলেটাকেও শিখাইতে পারিনি যে নিজেও ওপর একটা সন্মানবোধ রাখা উচিত।
ক্যামনে শিখাবো বলেন, আমরা নিজেরাও যে এরকমই।"

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭

ম েনা েন শ দাস বলেছেন: ভালো লেগেছে । ধন্যবাদ ।

২| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

আমিনুর রহমান বলেছেন:




আমরা নিজেরাই আসলে খারাপ ... তাই সামগ্রিকভাবে আমাদের নৈতিকতার অবক্ষয় হচ্ছে দিন দিন।

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর একটা ম্যাসেজ আছে গল্পে । ভালো লেগেছে । বানানে হ্রস্ব উকার-দীর্ঘ উকার এবং হ্রস্ব ই-দীর্ঘ ই তে কিছু ভুল আছে, আশাকরি শুধরে নিবেন ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

খুব খুব খুবই মর্মাহত আর হতাশ হলাম ।

ভালো থাকবেন ভাই ।

৫| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

কলমের কালি শেষ বলেছেন: কাউকে কিছু শিখাতে হলে আগে অনুভব করা শিখাতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.