নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক চিলতে রোদ, ধুলোজির্ণ এই কনক্রিট এর শহরে জানালার কার্নিশ গলে আমার ঘরে অবশিষ্ট প্রাণ বলতে এই এতটুকুই ।

এক চিলতে রোদ

আমায় তোরা সপ্নরোগী বলিস, আমায় বলিস অভিমানী ছেলে, আমায় তোরা গান পাগলা বলে যাবি চলে একলা রাতে ফেলে ..

এক চিলতে রোদ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: ক্ষমা

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩

ঢাকায় বায়তুল মুকাররমের গেটের পাশে বাচ্চাদের খেলনা বিক্রি করত একজন বৃদ্ধ। বয়স সত্তরের কোঠায়। বয়সের ভারে নুজ্হ শরীরে দৃষ্টিশক্তিও এখন বেশ ক্ষীণ। তার ক্রেতারা দোকানে কিছু কিনতে এসে তার সাথে অল্প একটু কথা বললেই তার ক্ষিণ দৃষ্টি'র বাপারটা ধরতে পারত। ফলে যা হত, অনেকেই টাকা কম দিত, অচল নোট দিত, অথবা হয়ত দিতই না।

বৃদ্ধ যে ব্যাপারটা একদমই বুঝত না তা নয়, বুঝত। সে প্রার্থনায় বলত, "হে সৃষ্টিকর্তা, তুমি তাদের কে ক্ষমা করে দিও। সবারই প্রিয়জন থাকে, ছোটোছোটো ছেলেমেয়ে থাকে, কিন্তু তাদের জন্যে সুখ কেনার পয়সা সবার থাকেনা, হাড়ভাঙ্গা পরিস্স্রম করে বেচে থাকার রসদ উপার্জন করতে গিয়ে অনেকেই তাদের মূল্যবোধ হারিয়ে ফেলে, এমন হয়। আমি তাদের ওপর কোন ক্ষোভ রাখিনি সৃষ্টিকর্তা, তুমিও রেখো না। বরং তুমি তাদের জীবনকে আরো সহজ করে দাও।"

এভাবে সময় বয়ে যায়, দিন বয়ে যায়...একসময় দেহাবসান ঘটে বৃদ্ধের।

স্বর্গের দরজায় দাড়ালে তার সামনে অতীত ভেসে ওঠে, তার কৈশোর, তার যৌবন, তার জীবনের পড়ন্ত বিকেল। সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, সে নুয়ে পরে ভেঙ্গে।
"হে সৃষ্টিকর্তা, আমি পাপী......
কত খারাপ কাজ করেছি, কত পাপ করেছি, আমার জীবন সেই অচল নোটের চেয়েও মূল্যহীন, তুমি আমাকে ক্ষমা কর!"

ঠিক সেই মুহুর্তে স্বর্গের দরজা খুলে যায় এবং অপূর্ব মহিমায় চারদিক ধ্বণিত হয়ে তার কানে একটি কন্ঠ ভেসে আসে...
"আমার কি ক্ষমা করার কিছু আছে? ...সেই মানুষটিকে যে সবাইকে ক্ষমা করেছে?"

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২

হেডস্যার বলেছেন:
চমৎকার লেখা। +++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০০

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ স্যার :)

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো +

শুভেচ্ছা নিবেন ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ :) শুভেচ্ছা নিবেন, ভাল থাকবেন !

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৬

ছাসা ডোনার বলেছেন: আসলেই খুব ভাল লাগল। ধন্যবাদ

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ ছাসা ডোনার, ভাল লেগেছে জেনে কৃতজ্ঞ বোধ করছি :)

শুভেচ্ছা নিবেন, ভাল থাকবেন !

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬

আমিনুর রহমান বলেছেন:




ক্ষমা মহৎ গুন :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

এক চিলতে রোদ বলেছেন: সবসময় !

ভাল থাকবেন। :)

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫

জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন!

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীন ভাই!

শুভেচ্ছা নিবেন, ভাল থাকবেন !

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২

আলম দীপ্র বলেছেন: চমৎকার!

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৮

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ দীপ্র ! ভাল থাকবেন !

৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১

আবু শাকিল বলেছেন: পোষ্টে +
ভাল লিখেছেন :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ ভাই! বিশাল অনুপ্রেরণা!!

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসাধারণ... ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ :) শুভেচ্ছা নিবেন !

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল ! টাইপে অারো একটু সচেতন হতে হবে। ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

এক চিলতে রোদ বলেছেন: হ্যাঁ, কথা সত্য ! আসলে আমি আগে গুগল ট্রান্সলেটর ব্যাবহার করতাম, এজন্য চাইলেও সব বানান সঠিক করে লিখতে পারতাম না, আজ থেকে অভ্র শুরু করলাম, এখন বেশ হোপফুল !

থাঙ্কক্যু !!

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ :) শুভেচ্ছা ও শুভকামনা !!

১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯

megher_kannaa বলেছেন: ছোট্ট কিন্তু সুন্দর.ভালো লাগলো

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

এক চিলতে রোদ বলেছেন: থাঙ্কইউ !!

১২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭

হামিদ আহসান বলেছেন: ভাল লেখা +++++++++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ :) ভাল থাকবেন !

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেখা । :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

এক চিলতে রোদ বলেছেন: থাঙ্কইউ !!

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৫

তুষার কাব্য বলেছেন: বাহ্ ..!

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩

অপলাপ বলেছেন: ছোট্ট, সুন্দর, heart touching story.

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২১

এক চিলতে রোদ বলেছেন: থাঙ্কইউ !!

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩১

ফারুক৭ বলেছেন: :) :)

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

জেরিফ বলেছেন: "হে সৃষ্টিকর্তা, আমি পাপী......
কত খারাপ কাজ করেছি, কত পাপ করেছি, আমার জীবন সেই অচল নোটের চেয়েও মূল্যহীন, তুমি আমাকে ক্ষমা কর!"

:( :(

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার অনুগল্প ।

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো লাগলো আপনার গল্পটি ! ++

শুভকামনা সব সময়ের ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন !

২০| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর!

মানুষ যদি বুঝতো...

গল্পে ++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

এক চিলতে রোদ বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকবেন !

২১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৩

সকাল রয় বলেছেন:

সবাই বুঝতে পারে তবে সেটা সময় শেষ হলে______
________________সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

এক চিলতে রোদ বলেছেন: অনেক ধন্যবাদ সকাল রয় ! ভাল থাকবেন !

২২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৯

বকুল০৮ বলেছেন:
চমৎকার ! অনেক ভালো লাগা- +

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

এক চিলতে রোদ বলেছেন: থ্যঙ্ক ইউ !!

২৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১০

ডি মুন বলেছেন: বাহ ! শিক্ষণীয় অনুগল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.