নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

একজন নিশাদ › বিস্তারিত পোস্টঃ

খুব ভালবেসে একটি কবিতা

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৮

তোমাদের এই শহরের প্রতিটি শব্দই উত্তপ্ত
এরা খুব সহজেই নির্বিকার জ্বলে,
অদক্ষ মস্তিষ্কে ঘোরপাকের পর।
ব্যক্তিগত বলপয়েন্টের মাথায় এসে ক্লান্ত হয়ে ফিরে যায় সময়ের গহ্বরে অনেকেই,
জেনেশুনে কেইবা আগুনে ঝাঁপাতে চায়?

তোমাদের এই লোকালয়ে
প্রতিদিন কতশত সরল শব্দ নিরুদ্দেশ হয়,
কবিতারা পরিণত হয় নিখোঁজ সংবাদে।

তবু ইচ্ছে জাগে একটি কবিতা লিখি-
খুব ভালবেসে একটি কবিতা
যেখানে শব্দ আর তুমি দুজনেই অমর।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: অসাধারণ লেখনী।

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯

একজন নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ ফয়েজ ভাই।

২| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩২

সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার কবিতা

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪১

একজন নিশাদ বলেছেন: শুভকামনা জানুন।

৩| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৩

শায়মা বলেছেন: বাহ!

আসলেই কবিতায় ধরে রাখতে ইচ্ছে হয় কত শত স্মৃতিময় ভালোবাসার দিন, ক্ষন, মুহুর্তগুলি....

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩

একজন নিশাদ বলেছেন: কেউ কেউ পারে, তবে অনেকেই পারেনা।

৪| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২২

ইমন তোফাজ্জল বলেছেন: সুন্দর !

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩১

একজন নিশাদ বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

শায়মা বলেছেন: সবাই কি আর সবকিছু পারে!!!!!

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩১

একজন নিশাদ বলেছেন: ইচ্ছে কি আর তা বোঝে?

৬| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৬

মিজভী বাপ্পা বলেছেন: দারুণ লিখেছেন :)

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

একজন নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ জানুন বাপ্পা ভাই।

৭| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৪

বিজন রয় বলেছেন: অনেক ভাল লিখেছেন।
ভাল লেগেছে।
++++

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

একজন নিশাদ বলেছেন: ভাললাগায় ধন্যবাদ প্রিয়।

৮| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

কেউবা আগুনে ঝাঁপাতে চায়? < এখানে কি ছাপাতে হবে?

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫২

একজন নিশাদ বলেছেন: শুধরে নিয়েছি, ধন্যবাদ প্রিয়।

৯| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নাইস কবিতা।++ :)

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৬

একজন নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আরে বাহ!! সুন্দর কবিতা।

০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০৫

একজন নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

১১| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০

মেহেদী হাসান (রনি) বলেছেন: বহুদিন পর কারো কবিতা হৃদয় ছুয়ে গেলো!
অতলস্পর্শী শিহরণ দিয়ে গেলো!
বলতে বাধ্য করলো 'বাহ! চমৎকার! '

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪০

একজন নিশাদ বলেছেন: রনি ভাই, কৃতজ্ঞতা জানুন।

১২| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০৯

শিস খন্দকার বলেছেন: তুমুল লিখেছেন।
আমার একটি ওয়েবম্যাগের জন্য লেখা পাঠাবেন প্লিজ। ইমেইল : [email protected]

০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৫

একজন নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আপনাকে লেখা পাঠাতে পারলে আমারো ভাললাগবে।

১৩| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৪

তাসলিমা মিতু বলেছেন: সহজ সাবলিল, ভাল্লাসে দোস্ত।

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২০

একজন নিশাদ বলেছেন: ধন্যবাদ দোস্ত।

১৪| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৮

এম দিদার হোসাইন বলেছেন: অসাধারণ লেখনী জনাব।

থামবেন না যেন।

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬

একজন নিশাদ বলেছেন: দোয়া দরখাস্ত।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২১

হাঁটুপানির জলদস্যু বলেছেন: :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

একজন নিশাদ বলেছেন: :)

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখেছেন।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.