নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

একজন নিশাদ › বিস্তারিত পোস্টঃ

ভ্রম

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২২

ভারাক্রান্ত আকাশটাকে নীল হারাতে দেখি বারংবার,
আমি জানি,
আকাশ কখনো অন্ধ নয়।

নিষ্প্রভ এ প্রানে আলোর তৃষ্ণা
হাটুগেড়ে পড়ে থাকে কৃষ্ণপক্ষে,
গন্তব্য ভেবে আবিরের ভৈরবী মালঞ্চ-
দুর্বোধ্য ত্রাসের কবলে পড়ে শেষ অবধি
বিচ্ছেদের দখলেই থাকে,
অবশেষে পণ করে উবে যায় আঁধারের নিবেদনে।
ঘনিষ্ঠ প্রহরের পাশ ঘেষে পায়চারী করা বুনো মেঘগুলো
এতটাই দক্ষ যে-
আমাকে ভুলে যেতে হয় আলো আধারির পার্থক্য।

আমি এখনো অন্ধ নই,
একদিন আধারের অঞ্জলিতে
উতল হবে আলোর সুর।

এ শুধুই আভ্যন্তরীণ ভ্রম।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪

নীলাঞ্জনানীলা বলেছেন: "আকাশ কখনো অন্ধ নয়"---তাই তো!

বেশ লাগলো।

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৩

একজন নিশাদ বলেছেন: ভাললাগায় ধন্যবাদ জানুন

২| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৪

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ঘনিষ্ঠ প্রহরের পাশ ঘেষে পায়চারী করা বুনো মেঘগুলো
এতটাই দক্ষ যে-
আমাকে ভুলে যেতে হয় আলো আধারির পার্থক্য
অসাধারন :)

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৪

একজন নিশাদ বলেছেন: ধন্যবাদ শরীফ ভাই।

৩| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর +

২০ শে জুলাই, ২০১৬ রাত ২:২২

একজন নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২২

সিগনেচার নসিব বলেছেন: আমি এখনো অন্ধ নই,
একদিন আধারের অঞ্জলিতে
উতল হবে আলোর সুর


ভাল লাগা প্রিয় কবি

২০ শে জুলাই, ২০১৬ রাত ২:২৩

একজন নিশাদ বলেছেন: ভাললাগায় ধন্যবাদ প্রিয়

৫| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

ইমরান আল হাদী বলেছেন: শুরুটা দারুন ভাল হয়েছে
তার রেশ টা রয়ে গেছে পুরো
কবিতায়।

২০ শে জুলাই, ২০১৬ রাত ২:২৪

একজন নিশাদ বলেছেন: চেষ্টা করেছি ভাল কিছু দেবার, সফল হলেই ভাললাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.