নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

একজন নিশাদ › বিস্তারিত পোস্টঃ

বালিকার গল্পের শেষে

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮

আজ যা আমার প্রিয়
একসময় তাই ছিল তোমার।
নিজস্ব ভাললাগাগুলো আজ সাজাপ্রাপ্ত আসামী হয়ে
কারাবন্দী চোরকুঠুরিতে।
সেই প্রথম যেদিন হাটুজলে নেমে পদ্মফুল হাতে নিয়ে বলেছিলে ভালবাসি
সে থেকেই পদ্ম আমার প্রিয় ফুল।
হাত ধরে শেখানো ভালবাসা যা এখনো বয়ে বেড়াই আঁচলের গিটে
তা তোমাতে এখন মস্ত ভুলের নামে চিহ্নিত হয়।
আমি নিরব থাকি
অথচ একসময় তুমিই ছিলে তাই।
দেয়ালের দক্ষিণকোনের জানালাতেই তোমার প্রিয় সে জোছনা দেখা-
আজ এখানে জানালা নেই,
ক্যালেন্ডারের পাতাতেই এখন আটকে থাকে ভাললাগা।
জানে না কেউ
ভাবনাগুলোও এখন বন্দিথাকে তোমার বুকপকেটে।

বদলে দিয়েছো জীবন
বদলেছ নিজেকে
সাথে একবিঘত দুরত্বে আপন গৃহে আমায় করেছো পরবাসী।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৮

নীলসায়র বলেছেন: খুব ভালো লেগেছে

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৫

একজন নিশাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.