নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

একজন নিশাদ › বিস্তারিত পোস্টঃ

সেই তুই এই তুই

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

তোর ব্লাউজের চওড়া কিনার
স্পর্ধা বাড়িয়েছে বারংবার।
ইচ্ছে হতো দর্জি হয়ে ওপর থেকেই মেপে দেই অবাধ্য যৌবন।
পাশাপাশি দুটি বৃত্ত দেখার শখ বহু বছরের,
অধীর আগ্রহে তাকিয়ে থেকেছি,
অপেক্ষা করেছি, ভেবেছি
রক্তে জোয়ার এলে আপনাআপনি খুলে দিবি-
কিংবা অমৃতসংকেতে ছিড়ে নেব গিট ফিতে
তারপর তুইও হারিয়েছিস, সবাই যেমন হারায়।

অনেক দিন পর আবার এখানেই দেখা
শুনেছি বিয়েথা করেছিস
প্রবঞ্চক দেহখানা দুমড়ে মুচড়ে গেছে
সাংসারিক চাপে,
সবকিছু বদলেছে
হয়ত কেন্দ্রদুটোও সরে গেছে অবস্থান হতে।

বিশ্বাস কর
বনানীর কৃষ্ণে সর্বদাই রাজত্ব করে চাঁদ,
চৈতালি পূর্ণিমা কখনো আলোহীন হয়না,
আমার কাছে এখনো তুই তাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.