নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

একজন নিশাদ › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তি

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

আগুন লেগেছে ভাই
লেগেছে আগুন-
এই যে মশায়
এবার ঘুম থেকে যাগুন,

চারিদিকে চিৎকার
আর হইচই-
আঁতকে উঠে বলি
কই ভাই কই?

ধরফর করে বসে
দেখি জানালায়-
নড়বড়ে টিনশেড
ঠাঁয় দাঁড়িয়ে সেথায়।

সিঁড়ি বেয়ে ছাদে যাই
দেখি ধোঁয়া নাই-
আগুন লেগেছে কই
সেটা জানতে চাই?

ঘর হতে বেরিয়ে
রাস্তায় এসে-
খুঁজে খুঁজে হয়রান
লোকজন শেষে,

আগুনের খোঁজে সব
করে হৈ-হল্লা-
সবখানে খুঁজে দেখে
সারা মহল্লা,

পায়নাকো খুঁজে কেউ
আগুনের ছাপ-
আগুন লাগার কথা
কে বলেছিলি বাপ,

এক ছেলে হেসে হেসে
সবারে জানায়-
আগুন লেগেছে সেথা
প্রজাপতির ডানায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.