নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

একজন নিশাদ › বিস্তারিত পোস্টঃ

আষাঢ়ের কবিতা

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

আষাঢ়ের এ প্রভাতে
কবি যখন এ কবিতা লিখছেন,
ছাতি-ছিদ্র ভেদ করে দুর্বল দানারূপে রমণীর
শরীর চুমে যাচ্ছে বৃষ্টিবিন্দু।

হোক কবিতায় কিংবা রমণীর উষ্ণতায়,
ঢলেপড়ার বদভ্যাসটা বৃষ্টির আর গেলোনা।

মেঘলা মহুয়ার সতেজতা রমণীর ভাললাগা হতে পারে,
তথাপী দুশ্চরিত্র বাতাস যখন আঁচল টানে আপন মনে-
রমণী ভেবে পায় না

ছাতা না আঁচল
বাতাস না বৃষ্টি।

আষাঢ়ের এ প্রভাতে
কবি যখন এ কবিতা লিখছেন
ঠিক তখনি
জানালার ভাঙা অংশ দিয়ে ধেয়ে আসা প্রবল ঠান্ডা বাতাসেও
ঘেমে জবজবে সাধাসিধে যুবক,
একহাতে বর্ষজুড়ে এঁকে চলা পোট্রেট
অন্যহাতে দিয়াশলাই।

ঈর্ষায় পরপর তিনবার গর্জে উঠে ব্যর্থতার গুঞ্জন বাতাসে ভাসায় বারুদের ঘ্রাণ
খিলখিল শব্দে হেসে ওঠে কপাটগুলো,
ঝুল বারান্দার টবে জলের বুদবুদের মিশে যাওয়া দেখে
যুবক ভেবে পায় না

অগ্নি না প্রেম
জল না মায়া

আষাঢ়ের এ প্রভাতে
কবি যখন এ কবিতা লিখছেন,

প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির কবিতায়
নিজ নিজ অবস্থানে
সাঁতার কাটতে ব্যস্ত
কিছু তরুণ তরুণী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.