নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

একজন নিশাদ › বিস্তারিত পোস্টঃ

খড়কুটোরা

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

(১)
আমার জাগা রাত্রিগুলো
কিংবা দিনের কল্পধুলো
তাতে, ছাই পড়েছে ছাই,
শপথ করে বলতে পারি
শুভ্রবসনা অবুঝ নারী
কোথাও তুমি নাই।

(২)
খুব মনে আছে ঠিক রোদ্দুর পাছে
মেঘ বৃষ্টির খেলা,
জল ভ্রমনের পরেই তোমার শুন্য ঘরেই
আমার বৃষ্টি বেলা।

(৩)
শ্রাবনের ডাকে ঘর ছেড়েছি।
ভুলে গেছি বাড়ি ফেরার পথ।

(৪)
উপচে পড়া জলের রোদন
ঠিক পৌছায় না জলাধার পর্যন্ত।
আবেগকেন্দ্রিক জলোচ্ছাসের অট্টরোল
বরাবরের মতন ব্যর্থ হয়,
পরাজয় মেনে নেয়ার গুণ কেউ শিখে নিক তার কাছ হতে।

(৫)
একজোড়া দুল
খোঁপা ভরা ফুল-
কাঁচা রঙ গায়,
রোজ রাতে আসে
টোল ফেলে হাসে
বল তারে ভোলা যায়?

(৬)
হাতখানি মেলে দাও
ছুঁয়ে দিয়ে বলি,
সপ্ন চাতক হয়ে তোমার
বিষাদ প্রেমেতে চলি।

(৭) আমি তোমার বাবুই হতে চাই,
বাবুই হয়ে বুনে দেবো তোমার নীড়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.