নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চেংকু প্যাঁক

চেংকু প্যাঁক › বিস্তারিত পোস্টঃ

বাকের ভাই !

২৬ শে মে, ২০১৭ রাত ১১:২২

- বাকের ভাই !
- বল
- আপনি কি আমাকে পছন্দ করেন?
- না , এইসব আবার কি ধরনের কথা ?
জ্বর এ কি মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি ? ভাত শেষ করে একজন ডাক্তার নিয়ে আসতে হবে । ডিলে করা ঠিক হবে না ।
- কথা বলছেন না কেন ? আমাকে পছন্দ করেন ?
- কেন করবো না ?
- কতটুকু পছন্দ করেন অল্প না অনেকখানি
- অনেক
- কিন্তু আমি আপনাকে পছন্দ করি না বাকের ভাই
- জানি ।
- আপনি একজন অপদার্থ মানুষ । অকাজের মানুষ ।
- জানি
- জানেন তো নিজেকে বদলান না কেন ?
বাকের ভাই জবাব দিলেন না ।
- কয়েক দিন জ্বর এ খুব কষ্ট পেয়েছি । জ্বর এর সময় মনে হত আমার মত একলা এই পৃথিবীতে কেউ নেই । খুব কষ্ট হত ।
- কি যে কান্ড তোমার । একটা খবর দিলে চলে আসতাম না ? রাত দিন থাকতাম । খবর দিবেনা কিছুনা ।
- জ্বরের সময় আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আপনাকে আমি খুব পছন্দ করি।আপনার মত বাজে ধরনের একজন মানুষকে এতটা পছন্দ করি ভেবে নিজের উপর খুব রাগ হচ্ছিল ।
- রাগ হওয়ার কথা
- তারপর মনে হল ________ আপনার মত ভালো মানুষই বা কয়জন আছে । আপনি যে একজন ভাল মানুষ সেটা কি আপনি জানেন ?
- কি সব কথাবার্তা তুমি বলছো ?
- সবদিন কি এইসব কথা বলা যায় ? হঠাৎ এক আধদিন বলতে ইচ্ছা করে । বাকের ভাই আমি খুব একা হয়ে পড়েছি । আর পারছি না ।
মুনার চোখ দিয়ে জল পড়তে লাগল । বাকের কি বলবে কিছু বুঝতে পারল না । কি বললে মুনা খুশি হবে ? সে যা করতে বলবে তাই করবে । ছাদ থেকে লাফিয়ে পরতে বললে ________ লাফিয়ে পড়বে ।
- ঝড়বৃষ্টি আসবে বাসায় চলে যান । আপনার তো আবার বাসা নেই।কোন একটা দোকান টোকানে গিয়ে উঠে পড়ুন । ঐ কাঠের দোকানেই তো এখন থাকেন ?
- হ্যাঁ
- আপনাকে এই রকম আর আমি থাকতে দেবনা । সুন্দর একটা একতলা বাড়ি ভাড়া করব । সারাদিন যত ইচ্ছা গুন্ডামি করবেন সন্ধ্যারপর ফিরে আসবেন । রাতে দুজন মুখোমুখি বসে ভাত খাব ।
মুনার গলা ধরে এল । কথা শেষ করতে পারল না । বাকের একটা ঘোরের মধ্যে তার ঘরে ফিরে এল । বৃষ্টি হচ্ছিল সে পুরোপুরি ভিজে গেছে । কাদায় পানিতে মাখামাখি অথচ কিছুই বুঝতে পারছে না । ভেজা কাপড়েই সে তার বিছানায় বসে আছে । ঘোর কাটল রাত তিনটার দিকে । পুলিশের বাঁশি বাজছে । ওসি সাহেব দরজায় লাথি দিচ্ছেন । পুলিশ কর্কশ গলায় ডাকছে ________ বাকের ,,.. এই বাকের ।
পরিশিষ্ট : ১৯৮২ সনের ১২ ই জুন হত্যাপরাধে বাকেরের প্রানদন্ড দেয়া হয় । ১৯৮৩ সনের শেষ দিকে তার মার্সিপিটিশন অগ্রাহ্য হয় । বাকেরের মৃত্যুদন্ড কার্যকর হয় ঢাকা সেন্ট্রাল জেল এ ১৯৮৫ সনের ১২ জানুয়ারি বুধবার ভোর পাঁচটায় । তার ডেডবডি গ্রহন করবার জন্য রোগা , লম্বা , শ্যামলা মত যে মেয়েটি ভোর রাত থেকে দাড়িয়ে ছিল তাকে জেলার জিজ্ঞাস করেন ________ আপনি ডেডবডি নিতে এসেছেন , আপনি মৃতের কে? মেয়েটি শান্ত গলায় বলল , কেউ না । আমি ওর কেউ না________________________
---- হুমায়ুন আহমেদ --- কোথাও কেউ নেই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ রাত ১২:২২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি হয়ত দেখি নি সেই অমর ধারাবাহিক"কোথাও কেউ নেই"।
শুনেছি মায়ের কাছে,বাকের ভাই,মুনা,বদি আর কুত্তিওয়ালীর কথা।
জানার জন্য:এটা কি আপনি সরাসরি নাটকের সংলাপ তুলে ধরেছেন?নাকি মনের মাধুর্য নিয়ে নিজে লিখছেন?

২৭ শে মে, ২০১৭ রাত ১২:২৯

চেংকু প্যাঁক বলেছেন: আরেকজন লিখছে, আমি কপি মারছি B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.