নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চেংকু প্যাঁক

চেংকু প্যাঁক › বিস্তারিত পোস্টঃ

মাত্র কিছুদিন আগে ন্যায়বিচারের প্রতীক থেমিসের পক্ষে- বিপক্ষে যারা তৃতীয় বিশ্বযুদ্ধ করেছেন তাদের কান পর্যন্ত এই বিচারহীনতার খবর পৌঁছেছে কি?

১১ ই জুন, ২০১৭ রাত ৮:৩২

মন খারাপ হয়ে গেল। ভীষণ রকম মন খারাপ।
কি অদ্ভূত দেশে বাস করছি আমরা!
হবিগঞ্জে ৩০ বছর বয়সী সুখিয়া রবিদাস নামে এক মহিলাকে হত্যা করা হয়েছে। মার্ডার প্রতিদিনই হচ্ছে। এজন্য মন খারাপ না।
মহিলাকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তাও না হয় বাদ দিলাম। ধরে নিলাম পিটিয়ে হত্যা করা নতুন কিছু না।
মহিলাকে পিটিয়ে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ চলাকালীন কোন এক পর্যায়ে মহিলা দৌড় দিয়ে ঘর থেকে বের হোন। বের হওয়ার সাথে সাথে ধর্ষক লাঠি নিয়ে বের হয়। তারপর রাস্তায় ফেলে দিয়ে একের পর এক মাথায় বাড়ি দিতে থাকে। মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত চলে আঘাত।
ঘটনা এখানে শেষ হলে তাও না হয় বলতাম থাক। দেশে ধর্ষণের পর হত্যা তো তনুকেও করা হয়েছে। এটা এমন কি নতুন ঘটনা। প্রকাশ্যে হত্যা না হয় কিঞ্চিৎ বাড়াবাড়ি।
ঘটনা শেষ না।
৮ বছর আগে একই ব্যক্তি এই মহিলার স্বামীকে হত্যা করে। তারপর থেকে মহিলা তার ৪ বছর বয়সী ছোট ভাইকে নিয়ে বাস করতে থাকে চাচার সাথে। চার বছর আগে একই ব্যক্তি হত্যা করে চাচাকেও।
দুইটা খুনের পরও এই লোকের কিছুই হয়নি। আই রিপিট কিছুই হয় নি!!
ভিক্টিমের ছোট ভাইয়ের বক্তব্য থেকে জানা যায় হত্যাকারী শাইলু মিয়া প্রায়ই তাদের ঘরে জোর করে ঢুকে পড়ত। এই বিচারও কোন দিন হয়নি।
দুইটা মার্ডার, তারপর আবার ধর্ষণের পর প্রকাশ্যে হত্যা। সম্ভবত তাও কিছুই হবে না। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ।
কি অদ্ভূত বিচারহীনতা, কি অদ্ভূত বিচারব্যবস্থা, কি উদ্ভট আইনের শাসন।
এসব সুখিয়া রবিদাসদের আত্মা ছাড় দেবে না। এগুলো ফিরে ফিরে আসবে। ইতিহাস কাউকেই ক্ষমা করে না।
সবশেষে একটাই প্রশ্ন। মাত্র কিছুদিন আগে ন্যায়বিচারের প্রতীক থেমিসের পক্ষে- বিপক্ষে যারা তৃতীয় বিশ্বযুদ্ধ করেছেন তাদের কান পর্যন্ত এই বিচারহীনতার খবর পৌঁছেছে কি? :-)
কার্টেসি- Joynal Abedin ভাই

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গ্রীক রূপকথার ন্যায় বিচারের প্রতীক থেমিস। আর বাংলাদেশে তো বিচারের বাণী নিভৃতে কাঁদে...

২| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩

হাদী কুষ্টিয়া বলেছেন: দুইটা মার্ডার, তারপর আবার ধর্ষণের পর প্রকাশ্যে হত্যা। সম্ভবত তাও কিছুই হবে না। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ।

৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:২১

আলপনা তালুকদার বলেছেন: বিশ্বাস করতে ইচ্ছা করেনা। করলে আমার সোনার বাংলা কলংকিত হয়। অপমান!! চরম অপমান!!!

ন্যায়বিচার একটা তামাশার নাম!! সত্যি বড় করুণ!!! মানুষ যাবে কোথায়? এর শেষ কোথায়???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.