নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চেংকু প্যাঁক

চেংকু প্যাঁক › বিস্তারিত পোস্টঃ

যখন ব্যবসায়িদেরকে থাপড়াইতে ইচ্ছা করে .............

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৫:২৭









বংশালে বাইক সার্ভিসিং করাতে গিয়েছিলাম আজ। সবাই জানেন সার্ভিসিং লং টাইম প্রসেস।। এইদিক ওইদিক ঘুরে টাইম পার করছিলাম।। চোখ পরলো এই শিশুর উপ্রে, বয়স ৩/৪ এর বেশি হবে না। আমি অবাক হয়ে চেয়ে রইলাম একটার পর একটা কাজ করেই যাচ্ছে।। বুকটা কেপে উঠলো, এই আমাদের সমাজ ব্যবস্থা!!! হয়তো চোখ দিয়ে পানি পরেনি, তবে মনে মনে অনেক কেঁদেছি।।

চেইন কাভার টা উঠানোর শক্তি নাই এই কোমল হাতে, দুইবারের প্রচেষ্টায় উঠায়ে আবার কাজ শুরু, ডানে বামে তাকানোর হুশ জ্ঞান নাই।। বাচ্চার মুখে কালি, গায়ে কালি, তার চেয়ে বেশি কালি হচ্ছে আমাদের মনে।। Curiosity থেকেই পুরো বংশাল ঘুরে বেড়ালাম, অনেক দোকান/গ্যারেজেই চোখে পরলো শিশু শ্রমিক।।

আমার মতো আমজনতার চোখে পরে, প্রশ্ন হলো প্রশাসন কি কানা- এসব চোখে পরে না?? অথচ প্রশাসন থেকে প্রতি মাসে একবার যদি তদারকি করা হয়, জেল জরিমানা করা হয়।। অনেকাংশেই কমে আসবে শিশু শ্রম নামক পাপ। এদের হাতে উঠবে বই, খাতা আর কলম।। (আজকের শিশু আগামীর ভবিষ্যৎ - যারা এসব বয়ান দেন উপরের মহলে বসে বসে, তাদের বলবো প্লিজ পথশিশু, অনাথ শিশু এদের জন্য কাজ করুন)।।

মনে আমার একটা ইচ্ছা আছে, কখনো অনেক টাকার মালিক হলে একটা অনাথ আশ্রম আর একটা বদ্রাশ্রম খুলবো।। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ইচ্ছা টা যেন পূরণ করতে পারি।। রোদ্রের মধ্যে বাচ্চাটার কষ্ট, সত্যি মনে খুব বাজে ভাবে দাগ কেটেছে।। আমি সুন্দর (সাজিয়ে-গুছিয়ে লিখতে পারি নাই, ভুল গুলো ক্ষমা করবেন।।।) Collected From FB

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


যাক, আপনার নতুন দিক দেখছি, ভালো। আপনি একা হয়তো পারবেন, বা পারবেন না; ঐক্যের দরকার।

২| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:১৬

মোশাররফ হোসেন সৈকত বলেছেন: বাঙালীর চেয়ে নিকৃষ্ট কোন জাতি পৃথিবীতে আছে বলে আমার জানা নেই।
নিজেদের লাভের জন্য এদেশের ব্যবসায়ীরা বাকি ১৬ কোটি মানুষকে মেরে ফেলতে দ্বিধা করবেনা।

৩| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩২

বজ্রকুমার বলেছেন: এসব দেখলে আমার চিৎকার করে কান্না আসে অথচ কত সহজে সে কান্না লুকিয়ে আমি মিশে যাই অন্ধ আমজনতার মাঝে.. ধিক্কার আমাকে কেন আমি কিছু করতে পারছিনা এই শিশু ও অসহায়দের জন্যে

৪| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪০

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে নিকৃস্ট অসভ্য লোভী পরশ্রীকাতর মহা দুর্ণীতিবাজ অশিক্ষিত চরিত্রহীন জাতি হল এই এদেশের বাংগালী।

৫| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪০

নিরাপদ দেশ চাই বলেছেন: ফেসবুক থেকে কালেক্ট করেছেন। লিংকটা দিলে ভাল হত। আজকাল ফেসবুকে কোন ইস্যূ ভাইরাল করতে পারলে জনমত তৈরী হয় এবং অনেক সমস্যার বিহিত হয়। লিংকটা দিন প্লিজ।

৬| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫১

দূর আকাশের নীল তারা বলেছেন: কে জানে, হয় তো শিশুটিকে পেটের দায়ে কাজ করতে হচ্ছে। কাজ না করলে হয় তো তার পেটের ভাত জুটবে না।

৭| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫০

নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This Link
An Ugly Face

পোস্ট পড়া লাগবে না আপনার, কমেন্টগুলো পড়ুন।

৮| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৯

ব্লগ মাস্টার বলেছেন: কষ্ট পেলাম পড়ে । |-)

৯| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৮

তানুন ইসলাম বলেছেন: ছবি টি দেখে খুব ই মর্মাহত হলাম,

১০| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে শিশু শ্রমিক নতুন কিছু নয়।

১১| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২১

বারিধারা বলেছেন: এরকম দেখলে আমি যা করি, দোকান মালিকের অনুমতি নিয়ে শিশুটিকে নিয়ে একটি মাঝারি মানের রেস্টুরেন্টে যাই। তারপর তার পছন্দের খাবারের অর্ডার দিয়ে মাথায় হাত বুলিয়ে খাওয়াই। তার সংগ্রামমুখর জীবনে আশা করি ওইটুকু একটু সুখ স্মৃতি হয়ে থাকে।

আমি খুব ক্ষুদ্র মানুষ। রাতারাতি এ অবস্থার পরিবর্তন তো করতে পারবনা, শিশুটিকে একবার যদি মমতা কি জিনিস বুঝিয়ে দেই, সেটাই তার জীবন পরিবর্তন করে ফেলতে সক্ষম হবে। শিশুটি যে গ্যারেজে কাজ করেন, তার ঠিকানাটা দিয়েন। আমার খুব মায়া লেগেছে - দেখি শিশুটির জন্য কিছু করতে পারি কিনা!

১২| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে খুব খারাপ লাগছে।
দুঃখজনক।

১৩| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬

মামুন ইসলাম বলেছেন: মর্মাহত

১৪| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

প্রশ্নবোধক (?) বলেছেন: আমি ব্যবসা করি। কোন শিশু শ্রমিক নাই। তারপরও বলছি, আপনার কথাগুলো কাজীর গরুর মত। আইনে আছে শিশু শ্রম নিষিদ্ধ। কিন্তু এই শিশু গুলোর ভরণপোষনের দায় কে নেবে? আপনি আইনের কথা বলছেন? সরকার এদের নিয়ে পূনর্বাসন করুক(!)। যে দোকান বা কারখানা গুলোতে শিশুরা শ্রম দেয়, সে দোকানদারদেরও লঙ্গরখানা খোলার সামর্থ্য নাই। যদিও শ্রমের বিনিময়ে তারপরও খেয়ে-পরে বেচে আছে। এটাই কে দেবে? সরকার?

[এদের উপযুক্ত পূনর্বাসনের ব্যবস্থা করুন। তারপর আইনের প্রয়োগ ঘটান]

বিঃদ্রঃ আমিও ব্যক্তিগতভাবে শিশুশ্রমের পূর্ণ বিরোধী।এদের কোমল মুখটা দেখলে বুকটা হুহু করে উঠে।

১৫| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৭

বর্ণিল হিমু বলেছেন: কি করবেন ভাই.... আমাদের মুখটাই আছে শুধু

১৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০২

অপু মল্লিক বলেছেন: আর কতদিন আমরা শারীরিক মানুষ থাকব...!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.