নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চেংকু প্যাঁক

চেংকু প্যাঁক › বিস্তারিত পোস্টঃ

ব্লগার চাঁদগাজির আসল ধর্ম কি?

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

নীচের স্ক্রীনশট দেখুন।



ব্লগার চাঁদগাজির আসল ধর্ম কি?

মন্তব্য ৭৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৪

কাউয়ার জাত বলেছেন: চুলকানি ধর্ম

২| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

জে আর সিকদার বলেছেন: সবার উপড় মানুষ সত্য তাহার উপড় নাই, ধর্ম দিয়ে কি হয়?

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২

চেংকু প্যাঁক বলেছেন: ধর্ম দিয়ে কি হয় সেইটা এখানে বিষয় না, বিষয় হল চাঁদগাজীর ভন্ডামির মুখোশ উম্মচন করা।

৩| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬

মানিজার বলেছেন: চাঁদগাজির ধর্ম দেখে আপনের কি লাভ হয় ?

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৩

চেংকু প্যাঁক বলেছেন: চাঁদগাজীর ধর্ম কি সেইটা নিয়ে আমার মাথা ব্যাথা নাই, কিন্তু সে ভন্ডামি করলে কিছুটা মাথা ব্যাথা আছে।

৪| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ভাই নিজের চড়কায় তেল দেন্না ক্যান?

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

চেংকু প্যাঁক বলেছেন: আপনি যদি নিজের চরকায় তেল - এ বিশ্বাসি হইতেন তাইলে এইখানে কমেন্ট করার দরকার হত না। নিজের উপদেশ নিজে মানেন, চাঁদগাজীর মত আরেকটা ভন্ড হিসাবে সবার সামনে নিজের লুংগি খুইলেন না।

৫| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

সিফটিপিন বলেছেন: আবার শুরু হোল!

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৭

চেংকু প্যাঁক বলেছেন: তাতে আপনার সমস্যা কী? সেফটিপিনের খোঁচা আপনার গায়ে লাগে কেন?

৬| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৮

সিফটিপিন বলেছেন: ভাই আপনি চাঁদগাজির ব্লগে যেয়ে আলোচনা করতে পারতেন, আমরা দেখতাম।



এভাবে পস্টু করা মানে নিজেকে হিট বনে নিয়ে যাওয়া ছাড়া কিছুই নয়।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৯

চেংকু প্যাঁক বলেছেন: চাঁদগাজির ব্লগে আলোচনা করতে চেষ্টা করি নাই, সেইটা আপনি কিভাবে বুঝলেন?

৭| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১১

সিফটিপিন বলেছেন: লেখক বলেছেন: তাতে আপনার সমস্যা কী? সেফটিপিনের খোঁচা আপনার গায়ে লাগে কেন?




কে কোন ধর্ম পালন করল তাতে আপনার গায়ে লাগে কেন?

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

চেংকু প্যাঁক বলেছেন: কে কোন ধর্ম পালন করল তাতে আমার গায়ে লাগে না, কিন্তু ভন্ডামী করলে গায়ে লাগে। আপনি মনে হয় এখনো এই পোষ্টের মূল বিষয়টা ধরতে পারেন নাই, চাঁদগাজির ধর্ম নিয়ে নয় বরং তার ভন্ডামি নিয়ে এখানে আলোচনা হচ্ছে।

তবে আপনি যদি বলেন কেউ ভন্ডামি করলে আপনার গায়ে খোঁচা লাগে না, সেইজন্য অন্যদের গায়েও খোঁচা লাগা উচিৎ না, তাইলে হয়ত আমি বলব "আমার গায়ের চামড়া এখনো গন্ডারের মত মোটা হয় নাই" :)

৮| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৯

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: মৌলবাদী, উগ্রবাদের আলামতও আছে তার কমেন্টে, কিন্তু ব্লগ্ল কর্তৃপক্ষের কাছে সে গুরুত্বপূর্ণ বলেই মনে হয়।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

চেংকু প্যাঁক বলেছেন: আপনার সাথে একমত

৯| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: তাকে ঘিরেই somewhereinblog নিয়ে আমার কাছে প্রশ্ন তৈরি হয়েছে। হুদাই তো একটা প্লাটফরম না, নিশ্চয়ই এটার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কী? মত প্রকাশের স্বাধীনতা অটুট রাখতে চাওয়া যদি হয়, তাহলে কোন মতকে তারা প্রাধান্য দিতে চায়?

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

চেংকু প্যাঁক বলেছেন: somewhereinblog এখন একটা অর্ধমৃত ব্লগ। এককালের হার্ডকোর নাস্তিক মুর্তাদদের জন্য এই ব্লগটা ছিল পাবলিক ইণ্টার‌্যাকশন প্লাটফরম। সেইসব সেক্যুলার নামধারী পুংগবরা তখন মুত্রমনা, আমু, নাগু, চগু ইত্যাদি ব্লগে "ইসলাম বিদ্বেষ" নামক অসুস্থ বুদ্ধির জীবানু চাষ করত এবং সামু ব্লগে এসে সেইসব জীবানুর ফিল্ড টেষ্ট করত। যে কোন জীবানুর আক্রমন হলে এন্টিবডি তৈরী হয়। সামূ ব্লগের সাধারণ ব্লগারদের মধ্যে তখন এন্টিবডি তৈরি হয়েছিল। এন্টিবডির প্রতিক্রিয়ায় জীবানু মরার সাথে সাথে জীবানুর কারিগরদের কয়েজনকে চাপাতির কোপ খেয়ে জাহান্নামে যেতে হয়েছিল এবং বাকিদের একটা অংশ ভাগ্য ভাল থাকায় জাহান্নামের বদলে জার্মানে যেতে সক্ষম হয়েছিল। এখন চাঁদগাজী নামের যেইসব বুদ্ধিপ্রতিবন্ধি (অথবা ভন্ড)দের ব্লগে পিছলামি করতে দেখা যায়, এরা সেই জীবানু আক্রমনের ফলে নষ্ট হয়ে যাওয়া ব্রেইন-সেল এর বাইপ্রোডাক্ট বলেই আমার ধারনা।

১০| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

দিব্যেন্দু দ্বীপ বলেছেন:

আমার একটি পোস্টে তার কমেন্ট এটি। ভাববেন না যে সে ব্যক্তি আক্রোশ থেকে এই কমেন্টটি করেছে, কারণ, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না। ক্রিকেট খেলা ইস্যু নিয়ে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করানোই তার আতে (আত্মায়) ঘা লেগেছে।

আমার লেখার লিংক-

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬

চেংকু প্যাঁক বলেছেন: লোকটা শুধু যে ভন্ড তা-ই না এর চারিত্রিক এবং বুদ্ধিবৃত্তিক সমস্যাও আছে।

১১| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আমাকে নতুন নকীব ( আপনারই অন্য মাল্টি নিক) জানিয়েছেন যে আল্লা নাকি কোরানে বলেছেন যে ইনসান এবং জ্বীন দেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লার দাসত্ব করার জন্য। এর মানে বোঝেন ? কেবল মাত্র দাসত্ব মানে কেবল মাত্র দাসত্ব । আপনি কি করছেন?? কেন আপনি নতুন নকীব ,কাউয়ার জাত ,চেংকু প্যাঁক ইত্যাদি বিভিন্ন মাল্টি নিক খুলে ইহুদী -নাছারাদের আবিষ্কার করা ব্লগ -ইন্টারনেটে প্যাঁক প্যাঁক আর কা কা করে সময় নষ্ট করছেন ?? আপনি আল্লার নির্দেশ পালন করছেন না কেন ? আপনার জান্নাত ক্যান্সেল হবে। ৭২ হুরীর বদলে ২৭ টাও পাবেন না , বাকিগুলো চাঁদগাজী কে দিতে হবে।

আগে নিজের অবস্থান পরিষ্কার করুন

আপনার দাবি অনুযায়ি আপনি মুসলমান, আর এইখানে কুরআনের আয়াত অস্বিকার করতেছেন। কুরআনের আয়াত অস্বিকার করা মানে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাওয়া

আপনি কেন "মুরতাদ" না - এইটা আমাকে আগে বুঝান, তার পরে অন্য কথা হবে।

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

চেংকু প্যাঁক বলেছেন: সকলের জ্ঞাতার্থে বলছি, এইরকম অপ্রাসংগিক এবং বালছিঁড়া টাইপের কমেন্ট এরপর থেকে ডিলিট করে দেয়া হবে।

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭

চেংকু প্যাঁক বলেছেন: "বাবুরাম সাপুড়ে১" নিক সম্ভবত "অসুস্থ চাঁদগাজীর" মাল্টি

১২| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৪

কাউয়ার জাত বলেছেন: বাবুরাম সাপুড়ের কৃমি বেড়ে গেছে।
তাই নিজ উদ্যোগে উস্কানি দিচ্ছে।
স্যাটায়ারের বড় একজন বরাহ শাবক হইছে। প্রতিদিন ইবাদাত করেন, হুর কমে যাবে ইত্যাকার একই কথা ল্যাদায়া বেড়াচ্ছে। কেরোসিন তেলের ব্যবস্থা করলে তখন নাঈমুর রহমান আকাশের মত ম্যাতকার করে ভদ্রতার সবক দিবে।

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

চেংকু প্যাঁক বলেছেন: হাহা

১৩| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

চেংকু প্যাঁক বলেছেন: চাঁদগাজীর তো মনেহয় অস্থির অবস্থা, বাবুরাম সাপুড়ের কৃমি ছাড়তে গিয়া দুইবার কমেন্ট ডিলিট খাইলো। B-)

১৪| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

চেংকু প্যাঁক বলেছেন: তিনবার

১৫| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৮

চেংকু প্যাঁক বলেছেন: চারবার X((

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯

চেংকু প্যাঁক বলেছেন: লোকটা চরম পিছলা টাইপের একটা বুদ্ধিপ্রতিবন্ধি

১৬| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনি ডিলিট করছেন ? যান আমার রাগ হয়েছে !....এর পর থেকে আমি আর কাফের ,নাস্তিক ,মুরতাদ দের পোস্টে কমেন্ট করবো না !

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

চেংকু প্যাঁক বলেছেন: আপনাকে স্বাগতম

১৭| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

পান-সুপারি বলেছেন: চাঁদগাজীর জন্য এই ব্লগে সাতখুন মাফ। সে সবাইকে মুখে যা আসে বললেও কোন সমস্যা নেই, অন্য কেউ তার দশ ভাগের একভাগ বললেও সঙ্গে সঙ্গে কমেন্ট ব্যান। চাঁদগাজী প্রধানমন্ত্রীকে দিনে দুইবার মগজহীন ডাকে, ব্লগে কতৃপক্ষ দেখেও কোন ব্যবস্হা নেয় না। সমালোচনার দোহাই দিয়ে সবাইকে ব্যক্তি আক্রমণ করে, ব্লগে কতৃপক্ষ তখন চোখ বন্ধ রাখে। এগুলোর প্রতিবাদের ব্লগে সবার পোস্টে গ্যাং এটাক করে সিন্ডিকেটগুলো, কোন প্রতিকার নেই।

আপনি নিশ্চিত থাকেন, এই পোস্টের জন্য আপনি জেনারেল হবেন। এমনিতেও অবশ্য আপনার মুরতাদ শব্দটা ব্যবহার করাটা খারাপ হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯

চেংকু প্যাঁক বলেছেন: জেনারেল হইলে তো খুবই ভাল, পাগলের সাথে সাথে পাগলা গরাদের রক্ষকদের পশ্চাতদেশে সেফটিপিনের খোঁচা লাগার বিষয়টাও প্রমানিত হবে।

"মুরতাদ" শব্দটা ব্যবহার করা আসলেই অনেক খারাপ হইছে, ছিঃ ছিঃ আমি এত খারাপ ! B-)

১৮| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

কানিজ রিনা বলেছেন: একজন অবিশ্বাসীকে বিশ্বাসে ফিরিয়ে আনাই
সত্যিকার মুসলমানের কাজ। তানা হলে তার
জন্য হেদায়াত চাওয়া চাঁপাতীবাজী কখনও
মুসলমান হওয়ার অধিকার রাখেনা।
হযরত মোহাঃ সঃ তরবারী ব্যবহার করতেন
নিজের জাতীগষ্ঠির জীবন বাঁচানোর ত্যাগীদে।
আর সে তরবারী ব্যবহার হত প্রতিটি যুদ্ধক্ষেত্রে
আর সবগুল যুদ্ধই চাপিয়ে দেওয়া হয়েছিল।
ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

চেংকু প্যাঁক বলেছেন: সাধারণ ঘা/ খোঁস-পাঁচড়ার জন্য ওষুধে কাজ হইলেও সেইটা যখন গ্যাংগ্রীনের আকার ধারণ করে তখন অপারেশন না করলে রোগি মারা যায় - এই সহজ সত্যটার বুঝ আপনাকে আল্লাহপাক দান করুন - আমিন।

১৯| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১০

এ আর ১৫ বলেছেন: চাদগাজী একটা ভুল অনুবাদের উপর ভিত্তি করে কমেন্ট করেছে , এই ব্লগের লেখক দাবি করছেন ওটা নাকি সঠিক অনুবাদ এবং এই অনুবাদকে অস্বীকার করা মানে কোরানকে অস্বীকার করা । সুতরাং ভুল অনুবাদকে যিনি সঠিক মনে করে ভুলটার উপর ঈমাণ এনেছেন তাহোলে তিনি নিজেই কোরানকে অস্বীকার কোরলেন । লেখক নিজে মুরতাদ হয়ে যেতে পারেন অন্যকে মুরতাদ ঘোষনা করতে পারেন না কারন এটা সম্ভব নহে ।
মূল শব্দটা হল ‘রাদ্’।- কোন কোন বিশেষজ্ঞ বলেন, এর সাথে সম্পর্কিত শব্দগুলো ইরতাদা, রিদ্দা এবং মুরতাদ সবই হল স্বকর্ম। নিজে থেকে না বললে বা না করলে বাইরে থেকে কেউ কাউকে স্বকর্ম করাতে পারে না। যেমন আত্মহত্যা। আত্মহত্যা যে করে সে- ই করতে পারে, অন্যেরা খুন করতে পারে কিন্তু কাউকে আত্মহত্যা করতে পারে না। ঠিক তেমনি মুরতাদও নিজে ঘোষণা করতে হয়, অন্য কেউ করিয়ে দিতে পারে না।
এবার দেখা যাক সুরা আত- তাকভীরের আয়াত ১ এবং ২ এর সঠিক অনুবাদটা কি ---
১) যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
২)যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
--- তার মানে হোল সূর্য আলোহীন হলে তখন সূর্য মলিন হয়ে যাবে --- এখান নক্ষত্র মানে শুধু সূর্যের কথা বলা হয়েছে নক্ষত্ররাজি মানে সকল তারার কথা বলা হয় নি ।
-------

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩০

চেংকু প্যাঁক বলেছেন: "এখান নক্ষত্র মানে শুধু সূর্যের কথা বলা হয়েছে নক্ষত্ররাজি মানে সকল তারার কথা বলা হয় নি" - এই কথা সুধু আপনি বুঝলে হবে নাকি অন্যদেরও এইটা মানতে হবে?

আত- তাকভীরের আয়াত ২ এর ইংরেজি অনূবাদ: And the stars shall dart down.
গুগলে অনুবাদ করলে আসে: And if the stars crumble

Definitions of crumble (verb)
"break or fall apart into small fragments, especially over a period of time as part of a process of deterioration."

২০| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

নতুন বিচারক বলেছেন: চাদগাজী ব্লগ অ্যাডমিনদের কিছু হয় সে কারনে তাকে নিয়ে না লেখাটাই ভালো ।আমি কাল লেখেছিলাম বলে আমায় জেনারেল
হতে হয়েছে ।

২১| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৯

আল হাবসি বলেছেন: উস্তাদ-- আজ কে আবার আপনি ???তাও আবার সরাস্ রি চাপাতির ভয় দেখিয়ে !!! অবশ্য ঠিক ই আছে--এই না হলে প্রকত মূমীন!! কিন্তু একটা কথা মাথার মধ্যে সারাক্ষন কিলবিল করে ?? সারা প্রিথীবির ৭০০ কোটির ১৮৫ ই বেশির ভাগই শান্তি প্রিয়। আপনাদের মত এ রকম দূ চার পিস বরাহ নন্দনের জন্যে খুব ই ভয়ে ভয়ে আছি উস্তাদ। দেওয়ালে পিঠ ঠেক তে ঠেক তে- এই ৫১৫ যদি এক যোট হয় -- (আপ্ নারা তো সুইসাইড ভেস্ট লাগিয়ে শহীদ হবেন অথবা ইদূরের মত গাজী হয়ে কোন গতে লূকাবেন ) তবে এই বউ বাচ্ছা সহ নিজের প্ররান ডা লইয়া কোই পালামূ।
কোন গায়েবী শক্তি তখন আমারে বাচাইবো--আমার কি হপে ??

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬

চেংকু প্যাঁক বলেছেন: চাপাতির ভয় পাইছেন? অভিজিত রায় কিন্তু ভয় পায় নাই, মাথায় চাপাতির কোপ নিয়া জাহান্নামে চলে গেছে (এখন তার সাথে কি হইতেছে আল্লাহই জানে) আপনাদের মত কাপুরুষদের জন্যই শাহবাগটা ফেল করে গেল, পুলিশি কর্ডন, বিরানি, গান্জা, মোবাইল টয়লেট, লাকি ম্যাডামদের উদ্দাম নৃত্যকলার মত টনিক দিয়েও আপনাদেরকে মাঠে ধরে রাখা গেল না, আহা...চুক চুক.....

২২| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১১

অর্ক বলেছেন: আপনার প্রতিমন্তব্যের ভাষা শালীন ও গঠনমূলক হতে পারতো। সেক্ষেত্রে পোস্টের গ্রহণযোগ্যতা থাকতো। কিন্তু আপনার ভাষা দেখে মনে হচ্ছে না, আপনার সাথে সুস্থ সুন্দর আলোচনা হতে পারে। প্রথমে নিজেকে সংশোধন করুন, তারপর আরেকজনের দোষত্রুটি নিয়ে সমালোচনা হতে পারে।
চাঁদগাজীর আমার নিজেরও বেশ কিছু তিক্ততা হয়েছিল ব্লগে। আমি নিজেও একটা অস্থায়ী পোস্ট দিয়েছিলাম ব্লগে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। পরে বুঝতে পারলাম ব্যাপারটা আসলে মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমরা যে যার মতো ব্লগিং করবো। কোনও সমস্যা হলে রিপোর্ট করার ব্যবস্থা তো রয়েছেই।
আপনার পোস্ট অত্যন্ত হাস্যকর ও ব্যক্তি বিদ্বেষমূলক। আপনার, আমার বা অন্য যে কারও চাঁদগাজী বা অন্য কাওকে আমরা তাকে উপেক্ষা করতে পারি। এসব নিয়ে কারও ওপর সংগঠিত বিদ্বেষ মূলক আক্রোশ ও আক্রমণাত্মক মনোভাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

চেংকু প্যাঁক বলেছেন: আপনাকে স্বাগতম

২৩| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

হয়ত তোমারই জন্য বলেছেন: @চেংকু প্যাঁক ,চাদ গাজীর পোষ্টে আপনার মন্তব্য দেখেছি কিন্তু, আপনি যে তার বিরুধ্বে কাউন্টার পোষ্ট ,মারবেন তা বুজতে পারিনী ৷আর একটা কথা না বল্লেই নয় ,বৈজ্ঞানিক ব্যাখা মানেই ধর্মের বা কোর আনের অপব্যাখা বা অবমাননা নয় কিন্তু ৷আর তিনি তার ধারনা বা বিশ্বাস ব্যাক্ত করছেন মাত্র আপনাদেরকে সে গুলো বিশ্বাস এবং পালন করার আহবান জানান হয়নী ৷ধর্ম হল যার যার একান্ত বিশ্বাস এব মননের ব্যাপার ৷আর সেটা নিয়ে লোকদেখানো আবেগের কিছুনেই ৷ভালথাকবেন ৷ =p~

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪০

চেংকু প্যাঁক বলেছেন: আবার ভুল করলেন, এখানে ধর্ম নিয়ে কথা আরম্ভ হয় নাই, চাঁদগাজীর ভন্ডামির মুখোশ উম্মোচন করা নিয়ে কথা হচ্ছিল।

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চেংকু প্যাঁক বলেছেন: এইটাও মনেহয় চাঁঙাজির মাল্টি

২৪| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২১

নিউ সিস্টেম বলেছেন: চাঁদগাজী অ্যাডমিনদের বাপ হয়। =p~

২৫| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১

হয়ত তোমারই জন্য বলেছেন: লেখক-চাঁদগাজীর ভন্ডামির মুখোশ উম্মোচন করা নিয়ে কথা হচ্ছিল।এবার হাসালেন কিন্তু =p~

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

চেংকু প্যাঁক বলেছেন: হাঁসেন, আপনেরে হাঁসতে মানা করছে কে?

২৬| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দেখছি চাঁদগাজির ব্যাপারে অনেকের মাঝে অনেক কৌতুহল। এটাই তিনি চেয়েছিলেন! এ ক্ষেত্রে তাকে সফল বলা যায়।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১

চেংকু প্যাঁক বলেছেন: সহমত

২৭| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

এ আর ১৫ বলেছেন: দেখুন আপনি যে অনুবাদটা দিলেন সেটা কিন্তু বিজ্ঞানের সাথে ম্যাচ করে না এবং আপনার দেওয়া অনুবাদের প্রেক্ষিতে চাঁদগাজী যে প্রশ্ন করেছে সেটা অবহেলার যোগ্য নহে। যারা কোরানকে বিজ্ঞানময় বলে দাবি করে তারা আপনার অনুবাদকে ভিত্তি করে কি জবাব দিবে? আমার দেওয়া অনুবাদ বিজ্ঞানের সাথে সাংঘর্সিক নহে কিন্তু আপনারটা সাংঘর্সিক। আমি নীচে কয়েক জনের অনুবাদ দিচ্ছি,,, কেউ বলছে আলো মলিন হবে, কেউ বলছে নক্ষত্র খসে পোড়ছে,,,,, সবাই নক্ষত্র বহু বচনে দিয়েছে,,, নক্ষত্ররাজী মলিন হয়ে আসবে।

Sahih International: And when the stars fall, dispersing,

Pickthall: And when the stars fall,

Yusuf Ali: When the stars fall, losing their lustre;

Shakir: And when the stars darken,

Muhammad Sarwar: the stars are made to fade away,

Mohsin Khan: And when the stars shall fall;

Arberry: when the stars shall be thrown down,

আপনি তো কাউকে মুরতাদ ঘোষনা করতে পারেন না কারন ওটা নিজকর্ম। কেউ নিজেকে না দাবি করা না পর্যন্ত তাকে মুরতাদ বলা যায় না। আত্মহত্যা নিজেকে করতে হয় অন্যে করাতে পারে না কারন সেটা খুন হয়ে যায়।

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চেংকু প্যাঁক বলেছেন: এইটা তোমার মাল্টিনিক, ধরা খাইয়া গেছ চাঁদগাজী, তোমার সব কমেন্ট ডিলিট করা হবে এখন থেকে।

২৮| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

রানার ব্লগ বলেছেন: শুরুতেই চাপাতির কোপের ভয় দেখালেন, এই ভাবে কি ভন্ডামির মুখোশ খোলা যায় ?

কারো এত দায় ঠেকেনাই ঘরের খেয়ে ত্যান্দর ছাগলের শিং ধরে নাড়াচাড়া করার ।

২৯| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৯

চেংকু প্যাঁক বলেছেন: সেইজন্য কি ভন্ডামির প্রতিবাদ বন্ধ রাখতে হবে?

৩০| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

রানার ব্লগ বলেছেন: তার ভন্ডামি নিয়ে সে ভাল থাকুক আপনি আপনাকে নিয়ে সুখী থাকুন অকারনে শিং নাড়ানাড়ি না করাই ভাল

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

চেংকু প্যাঁক বলেছেন: শিং নাড়ানাড়ি নিয়ে কোন কথা তো বলি নাই। ভন্ডামি যেই করুক সেইটাকে সমর্থন করার মাধ্যমে আপনি নিজেকেও ভন্ডদের কাতারে ফেলতেছেন। নিজের লুংগি আগে সামলান, তারপরে কে শিং নাড়ায় সেইটা দেখা যাবে।

৩১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: somewhereinblog এখন একটা অর্ধমৃত ব্লগ। এককালের হার্ডকোর নাস্তিক মুর্তাদদের জন্য এই ব্লগটা ছিল পাবলিক ইণ্টার‌্যাকশন প্লাটফরম। সেইসব সেক্যুলার নামধারী পুংগবরা তখন মুত্রমনা, আমু, নাগু, চগু ইত্যাদি ব্লগে "ইসলাম বিদ্বেষ" নামক অসুস্থ বুদ্ধির জীবানু চাষ করত এবং সামু ব্লগে এসে সেইসব জীবানুর ফিল্ড টেষ্ট করত। যে কোন জীবানুর আক্রমন হলে এন্টিবডি তৈরী হয়। সামূ ব্লগের সাধারণ ব্লগারদের মধ্যে তখন এন্টিবডি তৈরি হয়েছিল। এন্টিবডির প্রতিক্রিয়ায় জীবানু মরার সাথে সাথে জীবানুর কারিগরদের কয়েজনকে চাপাতির কোপ খেয়ে জাহান্নামে যেতে হয়েছিল এবং বাকিদের একটা অংশ ভাগ্য ভাল থাকায় জাহান্নামের বদলে জার্মানে যেতে সক্ষম হয়েছিল। এখন চাঁদগাজী নামের যেইসব বুদ্ধিপ্রতিবন্ধি (অথবা ভন্ড)দের ব্লগে পিছলামি করতে দেখা যায়, এরা সেই জীবানু আক্রমনের ফলে নষ্ট হয়ে যাওয়া ব্রেইন-সেল এর বাইপ্রোডাক্ট বলেই আমার ধারনা।

কি বাণী দিলেগো হেথা
প্রিয় ভায়া চেংকু;
ভাবি তা বাঁধিয়ে রাখি
বাণী তরে থ্যাংকু।

চাঁদকাকু লোক ভালা
কথা ক'ন সাবলীল;
আর বাকী ফাউল যথা
মুখ নয় অশ্লীল।

সমস্যা একখানি
হামেশা সে কয় ত্যাঁড়া;
ভীনমত হলে ব্যাস
দেবেই দেবে সে প্যাঁড়া।

যা-ই কও আছে তার
রসবোধ ভারি;
একাই একশো কাকু
কবেনা সে ছাড়ি।

ছোঁক ছোঁক পিছু লাগা
স্বভাবটা মজ্জা;
সকলেই দেয় গালি
নেই তবু লজ্জা।

এ-ও ঠিক কভু কথা
লাগে চোট, সয়না;
কি আজব মডুরা কেউ
কিছু তারে কয়না!!

লাগে যেনো তারে সয়া
সামু ব্লগে নিয়তি;
ভীনমত সয়া নাকি
এ ব্লগের বিউটি!!!

কিছু কইলেই ক'বে
জামাতি বা জঙ্গি;
ছাড়েনা কইতে পাকি
আইএসএর সঙ্গি!!

যাক করে রঙবাজি
কয়ে যাক আসরে;
কে হাছা কে মিছা হবে
ফয়সলা হাশরে।

বেশ আগে ক্বোরআনেই
পড়েছিনু ক্বালাম;
''অসাড় কথাতে কইয়ো
তোমাগোরে সালাম''।

অসাড় কথাতে তাই
থাকি দূরে মেনে বাণী;
তবু ভায়া কাকুতরে
লাগে মায়া ক্যান জানি।

খোদারে আরজ করি
পোষে কোন স্বার্থ না;
'কাকুরে কবুল করো'
এই মোর প্রার্থনা।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৪

চেংকু প্যাঁক বলেছেন: +++++++++++++++++++++

কবিতা অসাধারণ হয়েছে

৩২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০

নতুন বলেছেন: কার ধম` কি এটা নিয়ে এতো বড় আলোচনার কি দরকার?

মানুষের খেয়ে দেয়ে কাম না থাকলে অপরকে নিয়ে আলোচনা করে....

কে কাফের কে মুরদা`দ কে ঈমানদার সেটা ঠিক করার আপনি কেউ না।

বালছিঁড়া টাইপের কমেন্ট এরপর থেকে ডিলিট করে দেয়া হবে।

আর আপনি যেই ভাষায় কথা বলেন তাতে সেটা প্রকৃত ঈমানদারের লক্ষনও দেখা যায় না।

কেউ আপনার মতের বিরুদ্ধে বললেই সে কাফের/মুরদাদ হয়ে যায় না। ধম` এতো ঠুকনো না। যে কেউ আপনার কথার বিরোধিতা করে কোরানের ব্যক্ষা অন্য ভাবে করলে তাকে চাপাতি দিয়ে কোপানো রাসুল সা: বলে যায় নাই।

ব্লগিং করলে সবার সাথে সবার বিভিন্ন মতের সমালোচনা মেনে নিয়ে তাদের সাথে আলোচনা করার মন থাকা উচিত...

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:২১

চেংকু প্যাঁক বলেছেন: আমি নিজেরে প্রকৃত ঈমানদার দাবি করি নাই, আপনি করছেন, আর চাপাতি দিয়া কোপানোর বিষয়টাতো বাস্তবে ঘটছে, কেন ঘটছে সেইটাও আপনারা জানেন, সেইটা উল্লেখ করলে আপনাদের এত জ্বলে কেন? সমস্যা কি?

৩৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: @ চেংকু প্যাক,
অবশ্যি আপনি প্রতিবাদ করবেন, তবে সেটা সামাজিক এবং শালীনতার মানদন্ড বজায় রেখে। আপনি কমেন্ট এর প্রতি উত্তরে কিছু শ্রুতিকটু শব্দ ব্যবহার করেছেন যা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করিনা।

৩৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৭

গর্তে পরছি বলেছেন: আলোচিত ব্যক্তির কাছ থেকে কোনসময়ই আমি সোজাসুজি বা উস্কানিমূলক কথা ছাড়া কিছু দেখি নাই।এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ

৩৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি নিজেরে প্রকৃত ঈমানদার দাবি করি নাই, আপনি করছেন, আর চাপাতি দিয়া কোপানোর বিষয়টাতো বাস্তবে ঘটছে, কেন ঘটছে সেইটাও আপনারা জানেন, সেইটা উল্লেখ করলে আপনাদের এত জ্বলে কেন? সমস্যা কি?

আমি নিজেকে ঈমানদার দাবী করিনাই।

আর ধমে`র বিরুদ্ধে চাপাতির উত্তর দেওয়া অবশ্যই ইসলামের নীতি না। রাসুল সা: অবশ্যই এই সব চাপাতি ঈমানদারের মৃত্যুদন্ডই দিতেন।

কোন সভ্য মানুষ চাপাতির সমথ`ন করতে পারেনা। আপনি অবশ্যই চাদগাজী ভাইয়ের পোস্টের বিষয়ের বিরুদ্ধে আপনার যুক্তি দিতে পারেন কিন্তু তার ধম` নিয়ে প্রশ্ন করার আপনি কেউ না।

আরেকটা বাংলা প্রবাদ মনে হয় আপনিও জানেন... ব্যবহারেই মানুষের আসল পরিচয়...

৩৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৩

দেশী পোলা বলেছেন: জ্বালাময়ী পুস্ট হইছে, মুতিয়া নিভাইয়া দেওয়া হউক X(

৩৭| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৯

রিফাত হোসেন বলেছেন: উনার যুক্তি আলোচনা ভাল লাগে তবে কিছু আসলেই... .. উদ্রেক করে। তবে ঠান্ডা মাথায় ইতিবাচক যেগুলি মনে হয় বোঝার চেষ্টা করি। নেতিবাচক পরিহার করি।

কারণ একজন মানুষই ব্লগিং করে। হয় সে সমষ্টি বা একক কেউ। উনার মন্তব্যেই অবস্থান পরিষ্কার বুঝা যাচ্ছে। সুতরাং জল ঘোলা করে বাড়তি পোষ্ট দিয়ে ব্যক্তিগত আক্রোশ কাম্য নয়।

৩৮| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৮

স্বতু সাঁই বলেছেন: ধর্ম করেছে নেশা নিষিদ্ধ,
আমি ধর্মের নেশায় মত্ত!
ধর্মের ঘোরে হয়েছি অন্ধ,
দেখতে মানা ধর্মের সত্য!!

৩৯| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

সত্যজিৎ নন্দন বলেছেন: চাঁদগাজীকে বকাঝকা না করে নিজের দক্ষতা বাড়ান।যুক্তিতে লড়াই করেন।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৭

চেংকু প্যাঁক বলেছেন: চাঁদগাজীর সাথে যুক্তির লড়াই করা আর মোরগের সাথে দাবা খেলা -- একই রকম বিষয়।

৪০| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন:
স্কীনশট পড়ে যতটুকু বুঝলাম---------

যখন সূর্য আলোহীন হয়ে যাবে, আর নক্ষত্ররাজী খসে পড়বে।------সুরা তাকবীর : 12-আল কোরঅান
আল কোরআনের এই আয়াতের পরিপেক্ষিতে চাদগাজী বলেছেন -- “ সুর্য় আলোহীন হওয়ার সম্ভাবনা এখন থেকে 5 বিলিয়ন বছর পরে তখন পুথিবীর পৃষ্ঠ পোড়া পাথরে ভরে থাকবে, মানুষ তো দুরের কথা ভাইরাসও থাকবে না । নক্ষত্ররাজী এক সাথে খসে পড়ার সম্ভাবনা নেই, এমনকি দুইটি নক্ষতের একসাথে ধ্বংস হওয়ার সম্ভাবনো নেই।”
চাদগাজী সাহেব আল কোরআনের আয়াতের পরিপেক্ষিতে মন্তব্য করেছেন।


কিন্তু চাদগাজী সাহেব ধর্মকে বা ধর্মগ্রন্থকে এতটা আক্ষরিক অর্থে বোঝা ঠিক নয়? না বুঝে উপহাসের ভঙ্গিতে কথা বলবেন না।

এখানে কেয়ামত সম্পর্কে বলা হয়েছে। “যখন সূর্য আলোহীন হয়ে যাবে” আয়াতটিতে বোঝানো হয়েছে যখন সূর্য গ্রহন হবে। অথাৎ সুর্য কে দেখা যাবে না চারিদিকে অন্ধকার হয়ে যাবে সুর্য গ্রহণের কারনে। আবার লক্ষ্য করুন বলা হচ্ছে “যখন সূর্য ও চন্দ্র কে একই অবস্থায় একাকার করা হইবে। (৭৫:৮)” এই আয়াতে সুর্য গ্রহনের পক্ষে বলা হচ্ছে যে চাদ-সুর্য একাকার করা হইবে। অথাৎ চাঁদ এবং সুর্য একই রেখায় সমান্তরাল হওয়ার কারনে চাঁদ ঐ সময় সুর্যকে ঢেকে দিবে বা সুর্যগ্রহন হবে

পরবর্তী আয়াতে বলা হচ্ছে “আর নক্ষত্ররাজী খসে পড়বে” যার অর্থ হলো উল্কাপিন্ডের আঘাত। আসলে এ ক্ষেত্রে উল্কাপিন্ড না বলে গ্রহানু বলা যায়। এস্টিরয়েড বেল্ট থেকে খসে খসে পড়া গ্রহানুর আঘাত। আপনি হয়তো জানেন একটি বড়মাপের এস্টিরয়েড এর আঘাত পৃথিবীর ৫টি পারমানবিক বোমার মতো ধ্বংশলীলা চালাতে পারে। এস্টিরয়যের আঘাতে পৃথিবীর ধ্বংশের কথা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে। আর আল কোরআনে এ সংক্রান্ত ব্যপারে অনেক আয়াতে উল্লেখ আছে। যেমন “ হে মানুষ’ তোমরা কি নিশ্চিত যে আমি তোমাদের উপর প্রস্তরখন্ডের আঘাত করিব না - আল কোরআন : | (67:17,18,19 )”
লক্ষ্য করুন এই আয়াতে প্রকাশ্যে সহজ সরলভাবে উপস্থাপনা করা হয়েছে। “শপথ আকাশের এবং আঘাতকারীর। তুমি কি জান সেই আঘাতকারী বস্তুটি কি? উহা একটি প্রজ্জলমান জোতিষ্ক।” (৮৬:১-৩) এই আয়াতে সরাসরি একটি জোতিস্ক দ্বারা আঘাত করা হবে বলা হচ্ছে। আধুনিক বিজ্ঞান এসস্টিরয়েড এর আঘাত এর দ্বারা পৃথিবী ধ্বংশের বিষয়টি স্বীকার করে। আমি নিম্নের লিংকে নাসার একটি ভিডিও দিলাম END OF THE WORLD - NIBIRU ASTEROID ATTACK 2036 - NASA VIDEOS -- https://www.youtube.com/watch?v=UzxMbkrNbcg শুধু তাই নয় এস্টিরয়েড এর আঘাতে ডাইনোসর জাতির ধ্বংশের কথা আধুনিক বিজ্ঞান স্বীকার করে। https://www.youtube.com/watch?v=JqGphEaJvDE

আল কোরআন কে বোঝার চেষ্টা করুন। সমস্ত কিছু আক্ষরিক অর্থে নিবেন না। একটি গভীরে যান। লালন বলে ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবি না। চাদগাজী সাহেব এত ভেসে কি হবে একটু ডুবলে ভিতরের সৌন্দর্য দেখতে পাবেন।

৪১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩৪

শৈবাল আহম্মেদ বলেছেন: মানুষ সকলে যদি আদমও হাওয়া থেকে আসে তাহলে চাদগাজী কোন না কোন দিক থেকে আপনার আত্নীয়। তহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে সেটাকে দেখুন এবং যুক্তি দিয়ে তাকে বোঝান ও তার যুক্তিগুলোও বোঝার চেষ্টা করুন। তবে যুক্তিতে অলৌকিক কোন কিছুর আশ্রয় কেউ নিয়েন না,এটা আমার অনুরোধ।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৩

চেংকু প্যাঁক বলেছেন: সেই চেষ্টা আমি করি নাই, তা আপনি কিভাবে বুঝলেন?

৪২| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২

সাদা মনের মানুষ বলেছেন: (ব্লগে আশা হয় কম, তাই মন্তব্যের জবাবটা দেখলাম অনেক পরে)...............আপ্নারে চিন্তে আমার ড়কটুও কষ্ট হয় নাই, হে হে হে =p~

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪

চেংকু প্যাঁক বলেছেন: হে হে হে

৪৩| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৫

আমি ব্লগার হইছি! বলেছেন: তাতে আপনার কি?

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬

চেংকু প্যাঁক বলেছেন:

৪৪| ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উনি হলেন
গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!

৪৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

সেলিম৮৩ বলেছেন: সূর্য বিলিন হওয়ার সম্ভাবনা ৫ মলিয়িন বছর পর। (মি. চাঁদগাজী)
ধরুণ, চাদগাজীর বয়স ৩৭ বা ৩৮ বছর। উনার ধারণা, আরো ৩৫ বছর উনি বাঁচবেন।
কিন্তু এ ধারনা কতটুকু সত্য?
উনার কোন ধর্ম নাই। দুনিয়ায় অাসলুম অার গেলুম। কপাল পোড়ার দল। এগুলো এক ধরনের 'অচক' প্রতিবন্ধি।
অ=অন্তর অাছে অনুভব নাই। গোমরাহ টাইপের।
চ= চক্ষু অাছে কিন্তু দেখেনা। অন্ধ।
ক= কর্ন অাছে শোনেনা অর্থাৎ বধির।

৪৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.