নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চেংকু প্যাঁক

চেংকু প্যাঁক › বিস্তারিত পোস্টঃ

নামাজ আদায় করতে গিয়ে মানুষ ৫ শ্রেণীতে বিভক্ত হয়

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

নামাজ আদায় করতে গিয়ে মানুষ ৫ শ্রেণীতে বিভক্ত হয়:

১- معاقب (আল্লাহর ভর্ৎসনাপ্রাপ্ত) যার নামাজের কারণে সে আল্লাহর ভর্ৎসনা ও সাজার উপযোগী হয়।
২- محاسب (আল্লাহর জবাবদিহিতার মুখোমুখি) যার নামাজের ব্যপারে তাকে জবাবদিহি করতে হবে।
৩- مكفر عنه (ক্ষমাপ্রাপ্ত) যার নামাজের বিনিময়ে আল্লাহ তার পাপরাশী ক্ষমা করে দেন।
৪- مثاب (সাওয়াব অর্জনকারী) যে তার নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সওয়াব বা পুণ্য অর্জন করে।
৫- مقرب (আল্লাহর নৈকট্যপ্রাপ্ত) যে তার নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে।

✅আল্লাহর ভর্ৎসনাপ্রাপ্ত মুসুল্লী হলেন তিনি, যে নামাজের বিষয়ে গুরুত্বারোপ করেন না। ওজু এবং নামাজের রোকন, ওয়াজিব ও শর্তসমূহ যথানিয়মে পালন করেন না। তিনি নামাজের মাধ্যমে ভর্ৎসনা ও সাজার উপযুক্ত হন।

✅ আল্লাহর জবাবদিহিতার মুখোমুখি হবেন সে মুসুল্লী, যিনি নামাজের রোকন, ওয়াজিব এবং শর্তসমূহ যথাভাবে পালন করেন ঠিক; কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে যা বলেন বা করেন তিনি সবই অবচেতন মনে। সালাম ফিরানো পর্যন্ত পুরো সময়জুড়ে তিনি অন্য জগতে বিচরণ করে বেড়ান। বরং কোন কাজের তাগাদায় সালাত থেকে নিষ্কৃতি লাভের জন্য ছটফট করতে থাকেন।

✅সেই মুসুল্লী তার নামাজের মাধ্যমে ক্ষমাপ্রাপ্ত হন, যার নামাজের রোকন ওয়াজিব ও শর্ত সবই ঠিক থাকে। নামাজ শুরুর পর থেকে তিনি প্রবৃত্তি ও শয়তানের সাথে লড়াই করে মনযোগ ধরে রাখার চেষ্টা করেন। আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখেন যেন শয়তান তার নামাজ নষ্ট করতে না পারে। এক কথায় তিনি নামাজের মান সুন্দর রাখার জন্য নফসের সঙ্গে জিহাদে অবতীর্ণ হন। এ ধরণের মুসুল্লী নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হন।

✅সালাতের বিনিময়ে ক্ষমার পাশাপাশি বিশেষ সওয়াব অর্জনকারী মুসুল্লী হলেন তিনি, যে আরকান, ওয়াজিবাত ও শর্তসমূহ এবং মনযোগের সাথে নামাজ আদায় করতে সক্ষম হন।

✅সর্বোচ্চ শ্রেণীর মুসুল্লী হলেন, যার নামাজের মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হন। এই শ্রেণীর মুসুল্লীরা নামাজের রোকন ওয়াজিব এবং শর্ত ও খুশু (মনযোগ) পূর্ণরূপে পালনের পাশাপাশি আল্লাহকে হাজির জেনে ইবাদত করেন। চতূর্থ প্রকার মুসুল্লীর সাথে এই প্রকার মুসুল্লীর ব্যবধান এখানে। তাদের খুশু থাকে কিন্তু ‘যেন আল্লাহকে দেখছেন’ সেই ধ্যান ও কল্পনা নিয়ে নামাজ আদায় করতে পারেন না। পক্ষান্তরে শেষ প্রকারের মুসুল্লী অন্যসব যথাযথভাবে পালনের সাথে সাথে আল্লাহকে ‘সম্মুখে জেনে’ ইবাদত করেন। আর সে কারণে তাদের নামাজ আল্লাহর নৈকট্য এনে দেয়।

সূত্র: ইবনে ক্বাইয়িম আল জাওযিয়া রচিত আল ওয়াবিলুস ছায়্যিব

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের সবাইকে উক্ত কারণগুলো মনোযোগ সহকারে ভেবে্ দেখতে হবে
যাতে আমরা আল্লাহর ভৎসনার শিকার না হই। আমিন-

২| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫

আমি চির-দুরন্ত বলেছেন: অসাধারন পোস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মুল্যবান পোস্ট দেয়ার জন্য।

৩| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬

সনেট কবি বলেছেন: অসাধারন পোস্ট।

৪| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫২

কানিজ রিনা বলেছেন: খুব ভাল একটা পোষ্ট,আল্লাহর নিশিদ্ধ ঘোসিত
কাজ থেকে বিরত থেকে নামাজ আদাই করা
প্রতিটি মুসলমানদের দায়ীত্ব্য কর্তব্য। সুদখোর
ঘুসখোর হাড়ামখোর চোগলখোর জেনাখোর
শিরক চুরি ডাকাতী খুন। সকল প্রকার কবীরা
গুনাহ বিরত রেখেই নামাজে হাজির হওয়া
জরুরী কর্তব্য,এসব কাজ থেকে বিরত নাহয়ে
নামাজে দাড়ানো কবীরা গুনাহ্।
সমস্ত পাপাচার ছেড়ে তওবা করে আল্লাহর
সামনে দাড়ালেই আল্লাহ্ খুশি হবেন নচেৎ না।
আজকাল দুর্নীতি গ্রস্তরাই বেশী বেশী বেশী
নামাজে হাজির হয়। দুর্নীনির টাকায় বাড়িগাড়ি
সম্পদ আহরন করে শেষ বয়সে আল্লাহর
দরবারে হাজির হওয়া হজ করা কতটা কার্জকর হবে আল্লাহ্ মালুম। জেনে বুঝে
যৌবন কাল গেল রসাতল শেষ বয়সে ধর্মে
কর্মে পার হবে কি পরোকাল। গাছ যদি হয়
বীজের জোড়ে ফল ধরবেনা তাতে।

দৈহিক পবিত্রতায় নামাজ আত্ব্যায় পৌছায়
আত্ব্যীক নামাজ হোল রুহানী নামাজ।
আমাদেস দেশে একটা হাদীস আলেমগন সব মাহফিলে জাহেরী করেন যত রকম অন্যায়
করো আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হয়ে
যায়। আর মানুষ প্রত্যেহ অন্যায় করে পত্যেহ
মসজিদে বসিয়া মাফ চায়। জেনে বুঝে
আল্লাহর নিশিদ্ধ কাজ কবীরা গুনা এটা
কখনও মাফ হবেনা। মসজিদের ইমামদের
দক্ষতার সাথে এই হাদীস বাতলাতে হবে।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.