নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চেংকু প্যাঁক

চেংকু প্যাঁক › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক গবেষণা মতে, আজকের মিশরের পিরামিড অঞ্চলকে আমরা যেরকম মরুভূমিময় দেখছি, প্রাচীনকালে এই অঞ্চল এমন ছিলো না।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৫

বর্তমান মিশরের পিরামিড কেন্দ্রিক যে অঞ্চল, তার পুরোটাই মরুভূমি। একটা সময়, প্রাচীন মিশরে এই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠে একটি বৃহৎ সভ্যতা। এই অঞ্চলের লোকদের স্থাপত্যশিল্প, রন্ধনশিল্প, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি বিষয়ে পারদর্শিতার জন্য জগৎজোড়া খ্যাতি ছিলো।

এটি আজকের কথা নয়। আজ থেকে পাঁচ হাজার বছর আগেকার কথা। প্রাচীন মিশরে তখন 'ফারাও' (ফেরাঊন) গোষ্ঠীর রাজত্ব।
ইতিহাসবিদরা সকলে একমত যে- বর্তমানে আমরা যে পিরামিড দেখি, তা প্রাচীন মিশরের প্রাচীন সভ্যতার প্রাচীন শাসক ফারাওদের হাতেই নির্মিত....

শুধু পিরামিডই নয়, প্রাচীন এই সভ্যতার জনগোষ্ঠীর হাতে নির্মিত হয়েছে আরো বহু স্থাপত্যশিল্প যার অনেককিছু সময়ের বিবর্তনে হারিয়ে গেছে।

আজ থেকে পাঁচ হাজার বছর আগে নির্মিত পিরামিডের স্থাপত্যশৈলী দেখলে বর্তমান দুনিয়ার সু-উন্নত টেকনোলোজিকে আপনার নেহাৎ 'শিশু' মনে হবে। তাহলে চিন্তা করুন ৫০০০ বছর আগে তারা আমাদের চেয়ে কতোটা এগিয়ে ছিলো।

প্রত্নতত্ত্ববিদরা (Archaeologist) বিশ্বাস করতেন, এই যে, পিরামিডের মতো এসব চোখ ধাঁধানো স্থাপত্যশিল্প, এসব মরুভূমির বালুর বুকেই নির্মিত হওয়া। অর্থাৎ, তাদের ধারণা ছিলো, বর্তমান মিশরের পিরামিড অঞ্চলকে আমরা যেরকম দেখছি (মরূভূমির উপরে), আজ থেকে ৫০০০ বছর আগে নির্মিত হওয়ার সময়টাতেও (অর্থাৎ, ফেরাঊনদের সময়টাতে) এই পরিবেশ ঠিক এরকমই ছিলো। অর্থাৎ, এখন যেমন আমরা মরুভূমি দেখছি, তখনও এরকম মরুভূমিই ছিলো এই অঞ্চল।

কিন্তু প্রত্নতত্ত্ববিদদের খুব সাম্প্রতিক গবেষণা তাদের সুদীর্ঘকালের বিশ্বাসে জল ঢেলে দিলো।

সাম্প্রতিক গবেষণা মতে, আজকের মিশরের পিরামিড অঞ্চলকে আমরা যেরকম মরুভূমিময় দেখছি, প্রাচীনকালে এই অঞ্চল এমন ছিলো না।

অর্থাৎ, আজ থেকে ৫০০০ বছর আগে যখন পিরামিডের মতো এসব স্থাপত্যশিল্প নির্মিত হচ্ছিলো, তখন সে অঞ্চল মরুভূমি, বালুময় ছিলো না।

তাহলে কেমন ছিলো তখন এসব অঞ্চল?

ব্রিটিশ পত্রিকা 'ডেইলি মেইল' ২০১২ সালে 'Climate change wiped out one of the world's first, great civilisations more than 4,000 years ago' নামে একটি সংবাদ কাভার করে। সেখানে প্রত্নতত্ত্ববিদরা তাদের গবেষণার ফসল হিসেবে জানিয়েছেন- আজ থেকে ৪৫০০-৫০০০ বছর আগে মিশরের এই অঞ্চলগুলো ছিলো সুজলা-সুফলা, শস্য-শ্যামলা। এখানে নদী ছিলো, ঝর্ণা ছিলো, পাহাড় ছিলো। এই নদী,পাহাড়, ঝর্ণার পাশেই গড়ে উঠেছে তখনকার সেই সভ্যতা।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদ, প্রফেসর Michael Petragliaof বলেছেন,- ''that beneath these sands, there’s an enormous network of rivers which once fed the Egyptian civilization and which enabled the pharaohs to establish a great kingdom almost five thousand years ago''

অর্থাৎ, তারা এই মরুভূমির বালুকণা পরীক্ষা-নিরীক্ষা করে, স্যাটেলাইট ডাটার মাধ্যমে দেখেছেন যে, এইসব অঞ্চলে একসময় নদীর অস্তিত্ব ছিলো, এবং এই নদীগুলো ফারাওদের তাদের রাজত্ব নির্মাণে সহায়তা করেছে।

তাহলে এইসব নদী, পাহাড়, ঝর্ণা সহ এরকম সবুজাভ প্রকৃতি কোথায় মিলিয়ে গেলো? কেনোই বা সেখানে এখন দৃষ্টির দূরতম সীমানা পর্যন্ত শুধু মরুভূমির বালুকণা?

প্রত্নতত্ত্ববিদরা বলেছেন- এর কারণ জলবায়ুর পরিবর্তন।

অর্থাৎ, জলবায়ুর ব্যাপক পরিবর্তনের সাথে সাথে একসময়কার এরকম সবুজাভ প্রকৃতি মিলিয়ে গিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে।
ফারাও, তাদের রাজত্ব এবং তাদের সভ্যতা নিয়ে প্রত্নতত্ত্ববিদগণ তাদের ধারণা পাল্টেছেন।

তারা উপসংহারে এসেছেন যে- এখন যে মরুভূমিময় অঞ্চল আমরা দেখছি, একটা সময় এটি এরকম ছিলো না। ৫০০০ বছর আগে এটি একটি সবুজাভ সভ্যতা ছিলো।সেখানে ছিলো প্রাণের উৎস। ছিলো পাখ-পাখালির কোলাহল।

ফারাওদের(ফেরাঊনদের) ঘটনা আমরা পবিত্র আল কোরআনেও দেখতে পাই।

আল্লাহ তা'লা ফেরাঊনের ঘটনা বর্ণনা করেছেন কোরআনের বেশকিছু জায়গায়।

কয়েকটি জায়গায় আছে-
“And Pharaoh proclaimed among his people, saying: "O my people! does not the dominion of Egypt belong to me, (witness) these streams flowing underneath my (palace)? What! See ye not then?”
[ “ফেরাউন তার সম্প্রদায়ের মাঝে ঘোষণা দিল। বলল- হে আমার সম্প্রদায়! মিসরের রাজত্ব কী আমার নয়? আর এ সব নদনদী (যা আমার প্রাসাদের) নীচ দিয়ে বয়ে যাচ্ছে, তোমরা কি তা দেখ না? ” - সূরা যুখরুফ, ৫১]

এই আয়াতে প্রাচীন মিশরের ফারাওদের রাজত্বকালে তাদের অঞ্চলের আশপাশে নদ-নদীর যে অস্তিত্ব ছিলো, তার একটি সুস্পষ্ট ইঙ্গিত।
এতোদিন ধরে মনে করা হতো, ৫০০০ বছর আগ থেকেই তাদের অঞ্চল আজকের মতো মরুভূমিময় ছিলো। কিন্তু কোরআন সেই সময়কার ঘটনা উল্লেখ করতে গিয়ে তাদের অঞ্চলে নদ-নদীর অস্তিত্বের ইঙ্গিত দিচ্ছে।

ফেরাঊনের ঘটনা বলতে গিয়ে আরেকটি জায়গায় বলা হচ্ছে-
“And we removed them from gardens & springs” - Ash-Shuara 57
অর্থাৎ- [ “এবং আমি তাদেরকে বিতাড়িত করলাম উদ্যানরাজি এবং ঝর্ণাসমূহ থেকে ”]

এখানেও ফেরাঊনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তার সময়কার উদ্যান (যা মরুভূমিতে অসম্ভব) এবং ঝর্ণারাজির কথা বলছে।

আরো একটি আয়াতে বলা হচ্ছে-
“How many were the gardens and springs they left behind, And corn-fields and noble buildings,”- Dukhan 25-26
“ [ তারা পশ্চাতে রেখে গিয়েছিলো কতো উদ্যান এবং ঝর্ণাধারা। কতো শস্যক্ষেত এবং অভিজাত অট্টালিকা ”]

এই আয়াতেও, ফেরাঊন (ফারাওদের) এবং তাদের শেষ পরিণতি সম্পর্কে বলতে গিয়ে এমন কিছু (উদ্যান, ঝর্ণাধারা, শস্যক্ষেত এবং অভিজাত অট্টালিকা) ইঙ্গিত দিচ্ছে, যা প্রত্নতত্ত্ববিদরা আমাদের নিশ্চিত করেছেন কেবল সেদিন।

প্রত্নতত্ত্ববিদরা এতোদিন ভাবতেন যে- প্রাচীন ফারাওদের রাজত্ব ছিলো মরুভূমিতেই। এই সভ্যতা টিকেই ছিলো মরুভূমির উপরে।কিন্তু মাত্র সেদিন তারা জানালেন যে- তারা এতোদিন যা ধারণা করেছে, তা ভুল। প্রাচীন ফারাওরা কখনোই মরুভূমির লোক ছিলো না। তারা শস্য-শ্যামল, সবুজাভ প্রকৃতির মধ্যে বাস করতো। তাদের অভিজাত অট্টালিকা (পিরামিড, ইত্যাদি....) মরুভূমিতে নির্মিত হয়নি। তা হয়েছে নদীর পাড়ে, নদীর অববাহিকায়....

ঠিক একই তথ্যগুলো, একই চিত্রপট আজ থেকে সাড়ে চৌদ্দ শ বছর আগে আল কোরআন আমাদের জানাচ্ছে, আলহামদুলিল্লাহ্‌।

এই যে এই ব্যাপারগুলো, এই নিদর্শনগুলো অবিশ্বাসীদের দেখানোর জন্য লিখি না।

এগুলো লিখি নিজেদের জন্য। কোরআন নিয়ে ভাবতে ভালো লাগে। কারণ, আল্লাহ কোরআন নিয়ে ভাবতে বলেছেন।

'নিদর্শনের সন্ধানে'/ আরিফ আজাদ

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৫৯

জাহিদ হাসান বলেছেন: ফারাও শাসনামলে ইজিপ্ট শস্য-শ্যামল ও উন্নত এলাকা ছিল এটা আমি কিশোর বয়সেই অনুমান করেছিলাম।
এই গবেষনার আগেই আমি বিশ্বাস করতাম ইজিপ্ট খুব উন্নত এলাকা ছিল।
হ্যা, এটাই সঠিক । ইজিপ্ট এর চিত্র ছিল নিম্নরুপ-

এ বিষয়ে কুরআনের অলৌকিকত্বের ব্যাপারটি বাদ দিতে চাই। কারন কুরআনে ব্যাপারটি আছে বলেই এটি অলৌকিকত্ব এমনটি প্রমানিত হয়না। কারন ইজিপ্টের ফারাওদের বিলাসবহুল জীবন। ইজিপ্টের ধনসম্পদ ও শস্যসম্ভারের কথা বাইবেলেও আছে। বাইবেল কুরআনের চেয়ে বেশি পুরনো। বাইবেল দুই হাজার বছরের পুরনো, আর কুরআন চৌদ্দশত বছর পূর্বের।
বাইবেল যখন এসেছে তখনও ইজিপ্টের অবস্থা তেমনই ছিল, যেমনটা ফারাও এর সময়ে ছিল। রোমানরা একারনেই ইজিপ্ট জয় করেছিল। বাইবেল নাযিলের এর সময়ে রোমান সম্রাজ্য ইজিপ্ট শাসন করত। ইজিপ্ট রোমান সম্রাজ্যের অংশ ছিল।
যদি দুই হাজার পূর্বের বাইবেলে ইজিপ্টের শস্য-শ্যামল উর্বরতার কথা বর্ননা হয়ে থাকে তবে এর ঠিক ছয়শ বছর পরে কুরআনে এমনটা বর্ননা থাকা অলৌকিকত্ব নয়। এটা লৌকিক। এটা স্বাভাবিক।
আমাকে ভুল বুঝবেন না।আমি বলছিনা কুরআনের সবকিছুই লৌকিক। শুধু এটা বলছি এই ব্যাপারে কুরআনের বর্ননা হচ্ছে স্বাভাবিক। এবং লৌকিক বিষয়।

২| ১৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:১৪

মোঃ শরিফুজ্জামান সুজন বলেছেন: চেংকু প্যাঁক সুন্দর লিখেছেন, শুভকামনা রইলো।

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২০

chondrobhuk বলেছেন: পাদগাজীর ইসলামবিদ্বেষকে সামুতে বেশ ভালই প্রশ্রয় দেয়া হয়।

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭

চেংকু প্যাঁক বলেছেন: চাঁণ্দুগাজীর কমেন্ট ডিলিট করে দিলাম

৪| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১২

মিঃ আতিক বলেছেন: মন্তব্য মুছার প্রয়োজন আছে বলে মনে করিনা,কারন কেউ খারাপ মন্তব্য কেউ করলে এতে তার নোংরামিটাই প্রকাশ পায়।

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৭

চেংকু প্যাঁক বলেছেন: চাঁন্দুগাজীর ক্ষেত্রে কথাটা খাটে না, তার পিছলামির/নোোংরামির বিষয়টা এতই বিখ্যাত যে এইটাকে নতুন করে প্রমান করার কিছু নাই। যেমন সূর্য উঠছে কিনা সেইটা হারিকেন জ্বালিয়ে দেখার দরকার নাই।

৫| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১২

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপনি গাজী সাহেবের কমেন্ট ডিলিট করে দিলেন কেন?? ওনি কি মন্তব্য করেছে একটু পড়তাম, তার কাউন্টার হবে, তাহলে তো জমবে খেলা???

১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৮

চেংকু প্যাঁক বলেছেন: নোংরা ঘাটতে ইচ্ছা করে না, সেইজন্য পরিষ্কার করে দিছি।

৬| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিবেশ ধ্বংস করায় অতীতে বহু সমৃদ্ধ জাতী নিশ্চিহ্ন হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.