নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহপাক বলেন \"ঐ ব্যক্তির কথার চেয়ে ভাল কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন।\"(আল-কোরআন)

ইলিয়াস বিডি

আমি এক মুসাফির

ইলিয়াস বিডি › বিস্তারিত পোস্টঃ

।।। কালেমায়ে ত্যইয়েবা ।।। মুন্তাখাব হাদিস ।।। পর্ব-১

২৪ শে জুন, ২০১৬ রাত ৮:০৯

অভিধানিক অর্থে ঈমান বলা হয় কাহারো উপর পূর্ণ আস্থার কারনে তাহার কথাকে নিশ্চিতরূপে মানিয়া লওয়া।

দ্বীনের বিশেষ পরিভাষায় ঈমান বলা হয়- রাসূলের খবর বা সংবাদকে না দেখিয়া একমাত্র রাসূলের উপর আস্থার কারণে নিশ্চিতরূপে মানিয়া লওয়া।



ঈমান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহঃ


আল্লহ তায়া’লা রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের প্রতি এরশাদ করিয়াছেন,
‘আমরা (আরবীতে সম্মানসূচক প্রকাশ করার জন্য বহু বচন ব্যবহার করা হয়) আপনার পূর্বে এমন কোন পয়গম্বর পাঠাই নাই যাহার নিকট এই ওহী প্রেরণ করি নাই যে, আমি ব্যতীত কোন মা’বুদ নাই সুতরাং আমারই বন্দেগী ’
(সুরা আম্বিয়া ২৫)

‘মুমিন তাহারাই যে, যখন আল্লহ তায়া’লার নাম লওয়া হয় তখন তাহাদের অন্তর কম্পিত হয় এবং যখন আল্লহ তায়া’লার আয়াতসমূহ তাহাদেরকে পড়িয়া শুনানো হয়, তখন ঐ আয়াত তাহাদের ঈমানকে দৃঢ়তর করিয়া দেয় এবং তাহারা আপন রবের উপরই ভরসা করে।’ (সুরা আনফাল ২)

‘যে সকল লোক আল্লহ তায়া’লার উপর ঈমান আনিয়াছে এবং উত্তমরূপে আল্লহ তায়া’লার সহিত সম্পর্ক পয়দা করিয়াছে, আল্লহ তায়া’লা অতি সত্বর এই সকল লোকদেরকে আপন রহমত ও দয়ার মধ্যে দাখিল করিবেন এবং তাহাদিগকে তাঁহার পর্যন্ত পৌঁছিবার সোজা রাস্তা দেখাইবেন।’ (যেখানে তাহাদের পথ প্রদর্শনের প্রয়োজন হইবে সেখানে তাহাদের সাহায্য করিবেন) (সুরা নিসা ১৭৫)

‘নিশ্চয় আমরা (আরবীতে সম্মানসূচক প্রকাশ করার জন্য বহু বচন ব্যবহার করা হয়) আপন রসূলদের ও ঈমানওয়ালা দেরকে দুনিয়ার জিন্দেগীতে সাহায্য করি এবং কেয়ামতের দিনও সাহায্য করিব। যেদিন আমালসমূহ লিপিবদ্ধকারী ফেরেশতাগন সাক্ষ্য দেয়ার জন্য দন্ডায়মান হইবে।’ (সুরা মু’মিন ৫১)

‘যাহারা ঈমান আনিয়াছে এবং নিজেদের ঈমানের মধ্যে শিরক মিশ্রিত করে নাই, তাহাদের জন্যই নিরাপত্তা, এবং তাহারাই হেদায়েতের উপর আছে।’ (সুরা আনআম ৮২)

‘এবং ঈমানওয়ালাদের তো আল্লহ তায়া’লার সহিতই অধিক মুহাব্বাত হয়।’ (সুরা বাকারা ১৬৫)

আল্লহ তায়া’লা রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের প্রতি এরশাদ করেন, ‘আপনি বলিয়া দিন যে, নিশ্চয়ই আমার নামায এবং আমার সকল ইবাদাত, আমার জীবন ও মৃত্যু, সবকিছু আল্লহ তায়া’লাই জন্য। যিনি সমগ্র জগতের পালনকর্তা।’ (সুরা আনআম ১৬২)

মুন্তাখাব হাদিস (জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ১৭-১৯

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:১৩

ইলিয়াস বিডি বলেছেন: আর জানতে পড়ুন ।।। একরামে মুসলিম ।।। মুন্তাখাব হাদিস । পর্ব-১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.