নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহপাক বলেন \"ঐ ব্যক্তির কথার চেয়ে ভাল কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন।\"(আল-কোরআন)

ইলিয়াস বিডি

আমি এক মুসাফির

ইলিয়াস বিডি › বিস্তারিত পোস্টঃ

মুজাকারা ।।। প্রসঙ্গঃ জামাতে চলাকালিন জরুরী কিছু কাজ ।।। ২য় ধাপ

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:০৫



জরুরী কাজঃ তালিম প্রসঙ্গ


তালীম ৩ প্রকারঃ
ক) কোরানের তালিম,
খ) কিতাবী তালিম,
গ) ছয় নম্বরের মোজাকার।

তালিমের ৩ টি অংশঃ
ক) উদ্দেশ্য,
খ) ফাজায়েল,
গ) আদব।

ক) তালিমের উদ্দেশ্যঃ
আল্লাহতালার ওয়াদা ও ওয়া্ইদের একিন দিলে পয়দা করা।

খ) তালিমের লাভঃ
১) মুর্খতা, অজ্ঞতা , জেহালত দুর হয়, অজানাকে জানা যায়,
২) আমলের শক পয়দা হয়,
৩) আসমানী এলেমের ণূর হাসিল হয়,
৪) খারাপ আমলের প্রতি ঘৃনা হয়,
৫) ছকিনা অবতীর্ন হয়,
৬) ওহীর বরকত পাওয়া যায়,
৭) ফেরেশতারা উক্ত স্থান বেষ্টন করিয়া থাকে,
৮) আল্লাহ পাক ফেরেশতাদের মজলিশে আলোচনা করেন।

গ) তালিমে বসার আদবঃ
১) ওযু করে নেয়া,
২) সম্ভব হলে খুশবু লাগানো,
৩) জমিয়া বসা অর্থাৎ জড়ো হয়ে বসা,
৪) আত্তাহিয়াতুর সুরতে বসা,
৫) আমালের নিয়তে বসা,
৬) মোজাহাদার সঙ্গে বসা,
৭) দিলকে খালী করে বসা,
৮) বড় জরুরত থেকে ফারেগ হয়ে বসা
৯) ছোট জরুরতকে দাবিয়ে বসা।

ঘ) তালিম শুনার আদবঃ
দিলকে খালী করে শুনা,
মুতাকাল্লিমের দিকে তাকিয়ে শুনা,
দিলের কানে শুনা,
আমলের নিয়তে শুনা,
অন্যের নিকট পৌঁছানোর নিয়তে শুনা,

ঙ) তালিম শুনার হকঃ
আল্লাহ পাকের নাম আসলে (আজমত প্রকাশ করা ) আল্লাহ তা'লা, আল্লাহ তাবারাক তা'লা,আল্লাহ জাল্লা শানুহু বলা,
আমাদের প্রিয় নবীজির নাম শুনলে ﷺ বলা,
নবীগন ও ফেরেশতাদের নাম আসলে আলাইহিস সালাম বলা,
পুরুষ সাহাবাগনের নাম শুনলে রাযিআল্লাহু তায়’লা আনহু বলা,
মহিলা সাহাবীয়াগনের নাম আসলে রাযিআল্লাহু তায়’লা আনহা বলা,
একের অধিক পুরুষ সাহাবাগনের নাম আসলে পুরুষের বেলায় রাযিআল্লাহু তায়’লা আনহুমা বলা,
একের অধিক মহিলা সাহাবীয়াগনের নাম আসলে রাযিআল্লাহু তায়’লা আনহুন্না বলা,
তাবেঈন/তাবে - তাবেঈনদের/ পীর বুজুর্গদের নাম আসলে রহমাতুল্লাহি আলাইহে বলা,
আর জীবিত পীর বুজুর্গদের নাম আসলে দামাত বারাকাতুহু,মাদ্দাজিল্লুহুল আলি বলা।
খোশ খবরি আসলে সুবহান আল্লাহ বলা,
খারাপ খবর হলে আসতাগফেরুল্লাহ,নাউজুবিল্লাহ বলা।


সারা বছরে মোট ৩ টি কিতাবের ভলিয়াম পড়াঃ

এজতেমায়ি ভাবে

১) ফাজায়েলে আ'মালঃ
ক) ফাজায়েলে তাবলীগ,
খ) ফাজায়েলে নামাজ,
গ) ফাজায়েলে কুরআন,
ঘ) ফাজায়েলে জিকির,
ঙ) ফাজায়েলে রমজান ( সুধু রমজানে পড়া ),
চ) হেকায়েতে সাহাবা,
ছ) পুস্তিকা ওয়াহেদ এলাজ,

২) ফাজায়েলে সাদাকাতঃ
ক) ১ম খন্ড,
খ) ২য় খন্ড,
গ) ফাজায়েলে হজ্জ্ব (সুধু হজ্জ্বের মউসুমে পড়া )।

৩) মুন্তাখাব হাদিসঃ
ক) কালেমায়ে ত্যইয়েবা,
খ) নামায,
গ) এলেম ও জিকির,
ঘ) একরামে মুসলিম,
ঙ) এখলাসে নিয়ত,
চ) দাওয়াত ও তাবলীগ,
ছ) লা ইয়ানি কথা বা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা।

ইনফেরাদি ভাবে

১) হায়াতুস সাহাবা (রাজিঃ),
২) হিসনে হাসিন,
৩) কাসাসুল আম্বিয়া ( আঃ),

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৪৪

পাউডার বলেছেন:
ইলিয়াস সাহেবের স্বপ্নে প্রাপ্ত ভং-চং-পিকনিক বাদ দিয়া কোরান পড়লে এবং মানলে হয় না?

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

ইলিয়াস বিডি বলেছেন: কমসে কম ৩ দিন গেয়ে তার পর না হয় বলবেন "আঙ্গুর ফল টক" (ভং চং পিকনিক)।
না চেখে শিয়ালের মত "আঙ্গুর ফল টক" (ভং চং পিকনিক) বললে ই তো হল না।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:১৮

মহা সমন্বয় বলেছেন: মাশআল্লাহ অনেক কিছু জানা হল। :)

৩| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

ইলিয়াস বিডি বলেছেন: আরো পড়ুন <<< মুজাকারা ।।। প্রসঙ্গঃ জামাতে চলাকালিন জরুরী কিছু কাজ ।।। ৩য় ধাপ

৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:২৩

পাউডার বলেছেন: ফাজায়েলে আমল বাদ দিয়ে কোরআনের পথে আসুন।

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৮

ইলিয়াস বিডি বলেছেন: কোরানের পথ !!! আশ্চর্য মুর্খতা!!!
আরে নবীজি সঃ এর জীবন আদর্শই কোরানের পথ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.