নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহপাক বলেন \"ঐ ব্যক্তির কথার চেয়ে ভাল কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন।\"(আল-কোরআন)

ইলিয়াস বিডি

আমি এক মুসাফির

ইলিয়াস বিডি › বিস্তারিত পোস্টঃ

মুজাকারা ।।। প্রসঙ্গঃ শয়তান সম্পর্কিত দূর্লভ তথ্যাবলী

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭



!!! ফেরেশতাদের শিক্ষক !!!

শয়তান ফেরেশতাদের শিক্ষক ছিল। তাকে "মুআল্লিমুল মালাইকা" বা ফেরেশতাদের শিক্ষক উপাধি দেওয়া হয়েছিল। সে আশি হাজার বছর পর্যন্ত ফেরেশতাদের সাথে ছিল। এর মধ্যে ৩০ হাজার বছর ফেরেশতাদের ওয়ায-নসীহত ও তাদের শিক্ষকতা করে। ৩০ হাজার বছর আরশ বহনকারী ফেরেশতাদের সর্দার নিযুক্ত ছিল এবং এক হাজার বছর ফেরেশতাদের সর্দার ছিল। (১)

!!! আরশের তওয়াফ !!!

শয়তান ১৪ হাজার বছর আরশের তওয়াফ করেছিল।(২)

!!! বেহেশতের কোষাধ্যক্ষ !!!

হযরত কা'ব আহবার (রহঃ) বলেন, 'শয়তান ৪০ বছর বেহেশতের কোষাধ্যক্ষ বা খাযাঞ্চি ছিল।' (৩)

!!! ৭ আকাশে শয়তানের উপাধী / ডিগ্রী !!!

আল্লামা সমরকন্দী (রহঃ) স্বীয় কাশফুল বয়ান গন্থে হযরত কা'ব আহবার (রহঃ) এর বর্ণনা উদ্ধৃত করেছেন,

প্রথম আকাশে শয়তানের উপাধী / ডিগ্রী ছিল আবেদ,

দ্বিতীয় আকাশে শয়তানের উপাধী / ডিগ্রী ছিল যাহেদ,

তৃতীয় আকাশে শয়তানের উপাধী / ডিগ্রী ছিল আরেফ,

চতুর্থ আকাশে শয়তানের উপাধী / ডিগ্রী ছিল অলী,

পঞ্চম আকাশে শয়তানের উপাধী / ডিগ্রী ছিল ত'ক্বী,

ষষ্ঠ আকাশে শয়তানের উপাধী / ডিগ্রী ছিল খাযেন,

সপ্তম আকাশে শয়তানের উপাধী / ডিগ্রী ছিল আযাযীল,

এবং লওহে মাহফুযে শয়তানের নাম লেখা ছিল ইবলিস।(৪)

শয়তানকে শেখ নজদী বলা হয়। এটা তার বিশেষ একটা উপাধী / ডিগ্রী (৫)

!!! শয়তানের বংশধারা বিস্তারের স্বরূপ !!!

হযরত মুজাহিদ (রহঃ) বলেন, আল্লাহ তা'আলা ইবলিসের ডান উরুতে পুরুষ লিঙ্গ এবং বাম উরুতে স্ত্রী লিঙ্গ দিয়ে রেখেছেন। শয়তান তার উভয় উরু মিলিয়ে সহবাস করে। প্রতিদিন সে দশটি করে ডিম দেয় এবং প্রতিটি ডিম হতে সত্তরটি নর শয়তান ও সত্তরটি নারী শয়তান সৃষ্টি হয়। এগুলো পাখির ছানার মত চি চি করতে করতে ঊড়ে চলে যায়। (৬)

!!! শয়তানের সন্তান সন্তোতি !!!

শয়তানের মোট সন্তান সংখ্যা কত তা জানা যায় নি। তবে শয়তানের কোন সন্তানের কি কাজ তার তথ্য পাওয়া যায়। হযরত মুজাহিদ (রহঃ) বলেছেন,

শয়তানের বংশধরের মধ্যে
২টি নাম হলো লাকেস ও ওয়ালাহান।
লাকেস ও ওয়ালাহানের কাজঃ
অযু, গোসুল, পাক-পবিত্রতা ও নামাযে ওয়াস্ওয়াসা সৃষ্টি করা।



তৃতীয় একটি নাম হলো মূররাহ।
এ কারনেই শয়তানের একটি উপনাম হলো মূররাহ।

চতুর্থ আরেকটির নাম যালাম্বুর।
যালাম্বুরের কাজঃ
সে মানুষের জন্য বাজারগুলোকে সৌন্দর্যমন্ডিত, পরিপাটি ও আকর্ষনীয় করে। মানুষকে দিয়ে মিথ্যা কসম করায়।বিক্রয়ের জিনিস পত্রের মিথ্যা প্রশংসা করায়।

পঞ্চম আরেকটি শয়তানের নাম বিতর।
বিতরের কাজঃ
মানুষ যখন কোন দুঃখ কষ্ট, বালা-মুসীবত ও রোগ-ব্যাধিতে পতিত হয়, তখন সে মানুষকে আহাজারী করা, মুখের উপর হাত মারা ও জামা কাপড় ছিড়ে ফেলতে উৎসাহিত করে।
ষষ্ঠ আরেকটি শয়তানের নাম আওয়ার।
আওয়ারের কাজঃ
সে মানুষকে ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে, এমনকি সে মানুষের যৌনাকাংখাকে উত্তেজিত করার জন্য নর-নারীর যোনীতে ফুঁ দিয়ে তাদের মধ্যে খায়েশ ও লালসা সৃষ্টি করে। উদাহরণ সরূপঃ পড়ুন>>>আল কোরানের গল্প ।।। বারসিসার কাহিনী ।।। যেভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয় ।।।

সপ্তম আরেকটি শয়তানের নাম মাতরোস।
মাতরোসের কাজঃ
সে মানুষকে ভিত্তিহীন গুজব রটানোর কাজে লাগিয়ে দেয়।

অষ্টম আরেকটি শয়তানের নাম দাসেম।
দাসেমের কাজঃ
যদি কোন লোক সালাম দেওয়া ব্যতীত নিজের ঘরে প্রবেশ করে, তবে সেও তার সাথে সাথে ঘরে প্রবেশ করে এবং তাকে রাগান্বিত করে ঘরের লোকজনদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিতে চেষ্টা করে।(৭)

তথ্যসূত্রঃ
(১) (২) (৩) তাফসীরে সাবীঃ খন্ডঃ১ পৃষ্ঠাঃ ২২,
(৪) জুমলাঃ খন্ডঃ১ পৃষ্ঠাঃ ৪১,
(৫) কারীমুল লুগাতঃ পৃষ্ঠাঃ ১০১,
(৬) সাবীঃ খন্ডঃ ৩ পৃষ্ঠাঃ ২৪,
(৭) সাবীঃ খন্ডঃ ৩ পৃষ্ঠাঃ ১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.