নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহপাক বলেন \"ঐ ব্যক্তির কথার চেয়ে ভাল কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন।\"(আল-কোরআন)

ইলিয়াস বিডি

আমি এক মুসাফির

ইলিয়াস বিডি › বিস্তারিত পোস্টঃ

দাওয়াত ও তাবলীগের মেহনত ।।। চলমান সংকট ও আমাদের করণীয় ||| Exclusive

২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭



|||About problems in dawat e tabligh |||Exclusive|||About problems in dawat e tabligh |||

দাওয়াত ও তাবলীগের মেহনতের চলমান সংকটকে সামনে রেখে গতকাল ২৩শে এপ্রিল '১৭ তারিখে দেশের শীর্ষ ও প্রবীণ উলামায়ে কেরামগণের উদ্যোগে কেরানীগঞ্জ বাংলাওয়ালী মসজিদের (সবগুজারী পয়েন্টের) অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম ও তাবলীগের সাথীদের নিয়ে জোড় অনুষ্ঠিত হয়েছে।


জোড়ের স্থান ছিল- জামিয়া আশরফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কীনগর মাদ্রাসা, কেরানীগঞ্জ। (মধুপুর পীর সাহেবের মাদ্রাসা)

উক্ত জোড়ে দেশের প্রবীণ উলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন-
(১) মধুপুর পীর সাহেব হযরত,
(২) মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাহেব,
(৩) মুফতি নজরুল ইসলাম সাহেব,
(৪) মাওলানা মনিরুজ্জামান সাহেব।

আলোচ্য বিষয় ছিল-
(১) কাকরাইলে পাঠানো উলামায়ে কেরামগণের প্রস্তাবের জবাব না আসা।
(২) ইউনুস শিকদার সাহেবের মাফ চাওয়ার পরও হালকায় হালকায় সাধারণ সাথীদের মাঝে তার বিতর্কিত কথাগুলোর চর্চা হচ্ছে বলে পরিলক্ষিত হওয়া।
(৩) সাথীদেরকে জেলে পাঠানো, টঙ্গী ময়দানে এক সাথীকে হত্যা সহ ওয়াসিফুল ইসলাম গং-এর সেচ্ছাচারীতার ব্যাপারে আলোকপাত।
(৪) চলমান সংকটের ব্যাপারে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে অন্যান্য উলামায়ে কেরামগণের বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে পরিলক্ষিত হওয়া।

সিদ্ধান্ত হয়েছে-
(১) উলামায়ে কেরামগণের পাঠানো প্রস্তাবনাগুলোর জবাবের ব্যাপারে ওয়াসিফুল ইসলাম গং-এর ওপর চাপ সৃষ্টি করা, এজন্য বিভিন্ন হালকা থেকে চিঠি পাঠানো।
(২) সবগুজারী পয়েন্ট ভিত্তিক এই জোড়গুলোর সাথে সাথে জেলাভিত্তিক জোড়েরও ফিকির করা।

।।। দাওয়াত ও তাবলীগের বাংলাদেশের শুরা ।।। প্রঃ জনাব ইউনুস শিকদার সাহেবের বিতর্কিত বয়ান
প্রঃ জনাব ইউনুস শিকদার সাহেবের বিতর্কিত বয়নের>>>
অডিও লিংক

|||About problems in dawat e tabligh |||Exclusive|||About problems in dawat e tabligh |||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.