নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

দেবী সিনেমা নিয়ে কিছু কথা ।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২১





প্রথমেই আসি হুমায়ন আহমেদের " দেবী " উপন্যাস নিয়ে । হুমায়ন আহমেদের মিসির আলী যারা পড়েছেন তাদের কাছে ''দেবী'' উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় । রহস্যে ঘেরা এ উপন্যাস পাঠককে রহস্যের গভীরে নিয়ে যায় ,পাঠক সঙ্গী হয় রোমাঞ্চকর এক অদ্ভুদ ভ্রমনের ।
''দেবী'' উপন্যাসের ছোট করে একটু রিভিউ ---

রানু নববিবাহিতা। ঘরের বাইরে ও ভিতরে টের পায় কোনো একজনের অস্তিত্ব - সে এক কিশোরী। আগাম জানতে পারে কী ঘটতে পারে। আনিসের চোখে সে অপ্রকৃতিস্থ। সে যোগাযোগ করে মিশির আলির সঙ্গে। ঘটনাচক্রে আনিসও সন্দেহজনক শব্দ পায় - কিছু বুঝতে পারে না। সে রানুকে মিশির আলীর কাছে নিয়ে আসে। মিশির আলী রানুর কাছ থেকে তার অতীত জীবনের দুর্ঘটনা জানতে পারেন আর বুঝতে পারেন তার অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে। তিনি রানুদের দেশের বাড়ি গিয়ে খোজখবর শুরু করেন। নীলু রানুদের প্রতিবেশী এবং মিশির আলীর ছাত্রী, যে একাকীত্বকে কাটানোর জন্য পত্রবন্ধুর দ্বারস্থ হয়, রানু তা স্বপ্নের মাধ্যমে জানতে পারে আর কিশোরীটি তাকে জানায় নীলুর খুব বিপদ - তাকে অপহরণ করে মেরে ফেলা হবে। রানু তা আটকাতে চেষ্টা করে। পারে কী? রানু, মিশির আলী আর নীলু - তিনজনেই এমন এক জীবন-মৃত্যুর চক্রে পড়ে যায় যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। অতীন্দ্রিয়তা আর যুক্তির মাঝে এ এক রহস্য।



হুমায়ন আহমেদের ''দেবী'' উপন্যাসের আলোকে তৈরী করা হয়েছে দেবী মুভি । ইউটিউবে "দেবীর" ট্রেইলার বের হয়েছে ।

দেবী ট্রেইলার
আমি সব কিছু বলে দিতে পারি। আমি যা বলি, সব সত্য হয়" - রানু
এবার তাহলে শুরু হোক সত্য উদঘাটনের পালা।

ট্রেইলার দেখে মনে হচ্ছে আমরা একটা মাষ্টারপিস মুভি পেতে চলেছি ।

ছবিটির ডিরেক্টর 'আনাম বিশ্বাস " ।সিনেমাটিতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সরকারি অনুদানের এ সিনেমার সহ-প্রযোজনা করছে এ অভিনেত্রীর প্রতিষ্ঠান সি তে সিনেমা। রানুর হাজবেন্ড আনিসের চরিত্রে "অনিমেষ আইচ'' । মিসির আলীর চরিত্রে আছেন "চঞ্চল চৌধুরী " ।তাকে নিয়ে নতুন কিছুর বলা নেই । চঞ্চল চৌধুরীর অভিনয়ের ঝলক আরেকবার আমরা দেখতে যাচ্ছি ।

এছাড়াও আহমেদ সাবেত নামক চরিত্রে আছেন "ইরেশ যাকের '' আমার আরকেজন প্রিয় অভিনেতা ।নীলু চরিত্রে অভিনয় করবেন "শবনম ফারিহা " ।
ডিরেক্টর ও কাস্টিং আশানুরুপ নেয়া হয়েছে ।এখন হলে গিয়ে শুধু "দেবী'' দেখার অপেক্ষা । খুব শীঘ্রই আশা করি মুক্তি পাবে দেবী ।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮

অর্ক বলেছেন: আশা করছি একটি উপভোগ্য সিনেমা’র। এই ধরণের সিরিয়াস গল্প নিয়ে সিনেমা বানানো মোটেই সহজ নয়! জয়া আহসান’র এ উদ্যোগ ও সাহসের তারীফ করতেই হয়। চঞ্চল চৌধুরী’র আরেকটি অনবদ্য কাজ দেখার অপেক্ষায়...

পোস্টে ভালো লাগা। শুভেচ্ছা।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: সময় নিয়ে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ অর্কদা

২| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২

নাইট রাইটার বলেছেন: গল্পের কপিরাইট নিয়ে সৃষ্টি বির্তক ছিল অপ্রীতিকর। আশা করছি ছবিটি সুন্দর হবে। হলে মুক্তির প্রত্যাশায় আছি।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: অবশ্যই সুন্দর হবে ,সবাই তা আশা করি

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪

ইনাম আহমদ বলেছেন: রোগাপটকা চেহারা, আঙ্গুলগুলো অস্বাভাবিকরকম সরু ও লম্বা, ক্রমাগত সিগারেট ফুঁকছেন। এমন একটা মানুষের চেহারাই ফুটে ওঠে আমার চোখের সামনে মিসির আলী নামটা শুনলে। আশা করি সিনেমায় আমার কল্পনার সৌন্দর্য্যকে নষ্ট করা হবেনা।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০

শাহারিয়ার ইমন বলেছেন: একদম হুবুহু না হলেও চঞ্চল চৌধুরি হতাশ করবেনা আশা করছি

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

তারেক_মাহমুদ বলেছেন: আশাকরি খুবই উপভোগ্য হবে সিনেমাটি।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: আমারো একই আশা ভাই

৫| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কাওসার চৌধুরী বলেছেন:


সিনেমা দেখি না, তাই মন্তব্য করলাম না।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: ওকে ভাই

৬| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: দেবী বইটি পড়ে খুব ভাল লেগেছিল। তবে অনেক আগের পড়া তাই পুরো ভুলে গিয়েছি।

এরকম একটি কাহিনী নিয়ে সিনেমা তৈরী করাটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কঠিন। দেবী বইটি টান টান উত্তেজনায় পাঠকদের ধরে রাখতে পেরেছিল। সিনেমা কি তেমনটি পারবে? ট্রেইলার দেখে তো মনে হল না।

ছবিটিতে কিছুটা আধিভৌতিক গ্রাউন্ড তৈরী করা জরুরী ছিল। যা পরিচিত দুনিয়ার বাইরের কোন পৃথিবীকে মনে করিয়ে দেয়।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

শাহারিয়ার ইমন বলেছেন: বাংলাদেশে তো আপনি হলিউডের স্বাদ পাবেন না

৭| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আশা করি, উপন্যাসের ভাল প্রতিফলন ঘটবে, যদিও পড়ার সময় ভাবনার যে বিস্তার ঘটে, ক্যামেরার চারকোণা ফ্রেমে বন্দি হয় সামান্যই।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

শাহারিয়ার ইমন বলেছেন: তা তো অবশ্যই । সিনেমায় তো আমাদের কল্পনার জগত থাকেনা ।চোখের সামনেই সব দেখি

৮| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: মুভিটি ভালো হবে। অবশ্যই ভালো হবে।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩

শাহারিয়ার ইমন বলেছেন: আমিও চাই ভাল হোক ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

উম্মু আবদুল্লাহ বলেছেন: "বাংলাদেশে তো আপনি হলিউডের স্বাদ পাবেন না"

এইটা কি জাতীয় কথা? অতিরিক্ত এনিমেশন না হলেও কিছুটা তো আনা যায়। এছাড়া প্রায়ই শুনি যে ঐসব এনিমেশনের অনেক কিছুই কম্পিউটারে করা হয়ে থাকে।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৫

শাহারিয়ার ইমন বলেছেন: আমি এনিমেশন কথা বলিনি । দেখেন ,হলিউডের মুভির ধাচ একরকম ,বলিউডের একরম ,আমাদের ঢালিঊডের একটা স্বতন্ত্র বৈশিষ্ট আছে । আমি সেই বৈশিষ্টের কথা বলছি

১০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১

কাতিআশা বলেছেন: বইটি পড়ে অনেক ভয় পেয়েছিলাম, মনে আছে...মুভীর অপেক্ষায় আছি!

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: ভয় পাইনি তবে রোমাঞ্চকর ছিল

১১| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১১

বলেছেন: বই পড়ে তারপর মুভি দেখলে কেন যেন মজা পাই না |-)

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১

শাহারিয়ার ইমন বলেছেন: আমার বই পড়ে মুভি দেখলে বেশি মজা লাগে

১২| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৯

ক্স বলেছেন: কাস্টিং আমার কাছে নিয়ার টু পারফেক্ট মনে হয়েছে। আহমেদ সাবেত চরিত্রে ইরেশ জাকের চমৎকার। তবে আনিসের চরিত্রে অনিমেশ খুব বয়স্ক হয়ে গেল। আনিস ২৫/২৬ এর যুবক - তার চরিত্রে পঞ্চাশোর্ধ কাউকে দেখতে ভালো লাগবেনা।

হুমায়ূন আহমেদের নাটকে মুলধারার কোন অভিনেতা (খসরু, চ্যালেঞ্জার, এজাজুল, ফারুক, শাওন, শামীম) না থাকলে সেই নাটক উপভোগ্য হয়ে ওঠেনা।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: মুভিতেই দেখা যাবে কেমন হয়েছে । বয়স কোন ফ্যাক্ট না

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১

আরজু পনি বলেছেন: দর্শকরা কীভাবে নিয়েছে সিনেমাটি তা দেখতেই আপনার পোস্ট পড়া।
ভেবেছিলাম দেখে পোস্ট দিয়েছেন।
আশাকরি দেখার অনুভূতি জানাবেন।
ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

শাহারিয়ার ইমন বলেছেন: এ এখনো দেখার সুযোগ হয়নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.