নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

\'\' নিরাপদ সড়ক চাই " আন্দোলন ফটো ব্লগ

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ছবি যখন কথা বলে ;-

ছবি ;১





ছবি ;২






ছবি ;৩



ছবি ;৪



ছবি ;৫




ছবি ;৬


ছবি ;৭


ছবি ;৮



ছবি ;৯


ছবি ;১০




ছবি ;১১



ছবি ;১২


ছবি ;১৩


ছবি ;১৪


ছবি ;১৫


ছবি ;১৬



ছবি ;১৭


ছবি ;১৮



ছবি ;১৯



ছবি ;২০


ছবি ;২১



ছবি ;২২

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


মাফিয়া শাহজাহান খান পুরোদেশকে বিশৃংখল করে দিয়েছে

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: বিকালে মিরপুর ১০ এ ছাত্রদের উপর পুলিস ও ছাত্রলীগ হামলা করচেহে।পুলিস রাবার গুলি ছুঁড়েছে

২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

গরল বলেছেন: এক কথায় অসাধারণ।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

নাহিদ০৯ বলেছেন: সকাল থেকে গুটিকয়েক ব্লগার পোষ্টার নিয়ে যেরকম শুরু করেছে তার মধ্যে সুন্দর একটা কালেকশান পোষ্ট। ওসব পোষ্ট এর কমেন্ট এ যেয়ে বলতে ইচ্ছে করছে কুরুচিপূর্ন কয়েকটা পোষ্টার আন্দোলন নয়। দেখুন আন্দোলনের আসল ছবি।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

শাহারিয়ার ইমন বলেছেন: যে কোন বিষয়কে দুইদিক থেকে দেখা যায় , আর ওরা তা শিশু কিশোর ,উত্তেজনা ,আবেগ বেশি ,তাই কাহারাপ কিছু স্লাং উইজ করে ভুল করেছে ।সেটাকে আমাদের ক্ষমার চোখে দেখা উচিত

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

ঢাবিয়ান বলেছেন: আন্দোলন পন্ড করার জন্য রাজাকার, জামাত, শিবির ট্যগিং এর সাথে সাথে এখন অশ্লীল ট্যগিং করা হচ্ছে। সব যুগেই বেইমান মীরজাফরের দল থাকবেই। এদের গুরুত্ব দেয়ার কিছু নাই। অশ্লীল প্ল্যকার্ডও এখন প্রতিবাদের ভাষা।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: পারফেক্ট জবাব

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বাকপ্রবাস বলেছেন: সামুতে কারো কারো চুলকানি ছিল, ছাত্রদের আন্দোলনটাকে নীতি কথায় আর প্রধানমন্ত্রীর ভয়ের কথায় দমাতে চেয়েছে, তাদের সেই দুমনা নীতি পোষ্টগুলোকে চুনকালি মাখিয়েছে এই পোষ্ট। ধন্যবাদ আপনাকে, ওরা বলতে চাইছিল লাইসেন্স কেন ছাত্ররা চেক করবে, আহারে নীতিবান আর নৈতিকতা। আমি বলেছিলাম এটা একটা অভিনব প্রতিবাদ রাষ্ট্র করছেনা তায় ছাত্ররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

শাহারিয়ার ইমন বলেছেন: চাটুকারিতা একদম আমার পছন্দ না ব্রাদার ,আমি সবসময় ন্যায়ের কথা বলতে চেষ্টা করি

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নিরাপদ সড়ক চাই ! সহমত ।

৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

নাহিদ০৯ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকার ধন্যবাদ পেতেই পারে

৮| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

জাবের তুহিন বলেছেন: আপনার পোস্টে ২০১২ সালের একটি আন্দোলনের পুলিশ ভূমিকার ছবি আছে(২০১২ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে এক নারী বিক্ষোভকারীর প্রতি মারমুখী পুলিশ) -
লিঙ্ক অপপ্রচারে কান না দিতে শিক্ষার্থীদের অনুরোধ পুলিশের

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: ওকে মুছে দিচ্ছি

৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: নিরাপদ সড়ক চাই।

১০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: ছবি নিয়েও তো বিপদ।
এডিট করা নাকি??

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি আসলে কোন পন্থী ? কমিউনিস্ট ? আওয়ামীলীগ নাকি বিএনপি? চীন না আমেরিকান না মানবতাবাদী ম্যাও প্যাও ? কোনটাই ত মনে হচ্ছেনা । নাকি সস্তা চাটুকার ?

১১| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

বিদ্যুৎ বলেছেন: খুব ভাল তবে এতগুলো ছবি এক সাথে পোস্ট করার কারণে অনেক বড় পোস্ট হয়েছে। যাতে করে অনেক বিশ্লেষণধর্মী বস্তুনিষ্ঠ ব্লগ হারিয়ে গেছে এই পাতা থেকে। আমি বলব কম কম ছবি দিয়ে পোস্ট করলে ভাল হয়।
এটা একটা পরামর্শ চাইলে গ্রহণ করতে পারেন না চাইলে ছুড়ে ফেলতে পারেন। তবে অনুগ্রহ করে প্রশ্ন করবেন না যেমনটা ব্লগার রাজীব নুর সাহেবকে করেছেন। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: দেশে গত ৬ দিনে যা হইছে তারপরো যদি কেউ বলে এগুলা এডিটেড কিনা ,তখন বিরক্তি লাগাটা স্বাভাবিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.