নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

হিউম্যান সাইকোলজি ; আমাদের অনেকেরই অজানা কিছু কথা ।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯



=> একজন মহিলা সর্বোচ্চ ৪৭ ঘণ্টা ১৫ মিনিট কোন সিক্রেট কথা গোপন রাখতে পারে ।
[প্রিয়তমাকে গোপন কথা বলা থেকে বিরত থাকুন ;) ] ।

=> মিথ্যা বলার সময়ে একজন ব্যক্তি সচারচর তার চেহরা স্পর্শ করে থাকে ।
[মিথ্যাবাদীকে এবার ধরে ফেলতে পারবেন ;) ]

=>একজন পুরুষের প্রেমে পরতে সচারচর ৩ দিন লাগে ,কিন্তু একজন মেয়ের প্রেমে পড়তে ১৩ টা ডেটিং লাগে ।
[ প্রেমে সফলতা পাওয়ার টিপস বলে দিলাম ,শুরু করে দিন প্রচেষ্টা B:-) ]

=> আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি সৃজনশীল থাকে যখন মস্তিষ্ক সবচেয়ে বেশি ক্লান্ত থাকে ।
[ আজকে থেকে আপনিও সৃজনশীল ব্যক্তি হতে পারবেন ,সিক্রেটটি বলে দিলুম :| ]

=> কাউকে আপনাকে পছন্দ করাতে চাইলে তার উপকার না করে ,এমনভাবে তাকে কনভিন্স করেন যেন সে আপনাকে উপকার করতে আসে।
[প্রেম করার আরেকটা টিপস দিয়ে দিলুম ;) ]

=> যখন আপনি কারো সাথে হ্যান্ডসেক কিংবা কোলাকুলি করবেন তখন ডোপামিন নিঃসৃত হয় ,এর ফলে আপনি আরো বেশি হাসিখুশি থাকবেন ।
[ বেশি করে হ্যান্ডশেক এবং কোলাকুলি করুন ,ভাল থাকবেন ;) ]

=> সম্প্রতি গবেষনায় দেখা গেছে যতবেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয় মানুষ ততবেশি সে নিজেকে সুখী বোধ করে । কারন , কোন কিছু অর্জনের অনুভূতির মত ভাল কিছু আর নেই ।
[ বেশি বেশি চ্যালেঞ্জ নিন লাইফে ,সুখী থাকুন B-) ]

=>যদি রাতে স্বপ্ন দেখেন আপনি নগ্ন হয়ে গেছেন , তাহলে মনে করবেন কোন কিছু নিয়ে খুব লজ্জিত আপনি কিংবা কোন কিছু আপনি গোপন করতে চাইছেন ।
[ নগ্ন স্বপ্ন দেখে ভয় পাবার কিছুই নেই :P ]

ছবি ; গুগল

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিরাট গো+এষনা।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল বুদ্ধি দিতে নেই

২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০১

অপ্‌সরা বলেছেন: গুড গুড গুড....:):):)

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২১

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ আপু

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০১

রুমি৯৯ বলেছেন: চেহার কি!!

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: চেহারা হবে ,ঠিক করে দিয়েছি

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
জেনে রাখলাম।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২০

শাহারিয়ার ইমন বলেছেন: বাস্তবে প্রয়োগ করে ধরা খেকে কিন্তু আমি দায়ী নই

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৩

বাকপ্রবাস বলেছেন: হুম পড়লাম। কোলাকোলিতে আমি স্বাচ্ছন্দ বোধ করিনা, ঈদে তায় আমি বেকায়দায় পড়ি, গণহারে কোলাকোলি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি মনে হয় গুরুগম্ভীর টাইপের

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৪

কাওসার চৌধুরী বলেছেন:




ভাল লাগলো৷অনেক বিষয় জানা হলো৷+++

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি এমনিতেই অনেক জ্ঞানী জ্ঞুনী লোক ।

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আহা চমৎকার।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: :)

৮| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২

রাকু হাসান বলেছেন: হাহা B-) B-)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: হাসি স্ব্যাস্থের জন্য ভাল ।

৯| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

মৌরি হক দোলা বলেছেন: চমৎকার পোস্ট :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: থ্যাংকু আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.