নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি মজার গল্প ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭




১)একজন নেভি ক্যাপ্টেন তার ফার্ষ্ট মেইট থেকে সাবধানবানী পেল যে, তাদের জাহাজের দিকে একটা জলদস্যুদের জাহাজ আসছে ।
ক্যাপ্টেন একজন নাবিককে আদেশ দিল তার লাল শার্ট এনে দিতে ।
ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হল ,'' কেন তিনি লাল শার্ট পরিধান করবেন ?
তিনি উত্তর দিলেন ," যাতে যুদ্ধে আহত হয়ে আমার রক্তপাত হলেও তোমরা যেন বুঝতে না পার এবং স্পিরিট হারিয়ে না ফেল ।"
ভাগ্যভাল ,সেদিন তাদের জলদস্যুদের সাথে লড়াই করতে হয়নি ।
ঠিক পরের দিন ক্যাপ্টেনকে জানানো হল , তাদের দিকে ৭০ টা জলদস্যুদের জাহাজ তেড়ে আসছে ।
ক্যাপ্টেন চিৎকার করে বলল , "হারামজাদার দল , আমার বাদামি প্যান্টটা নিয়ে আয় জলদি ''।




২) বিয়ের আগের দিন শ্বশুর তার হবু জামাতাকে বলল ," বিয়েতে তুমি কি চাও "? জামাই লজ্জা পেয়ে শ্বশুড়ের কানে কানে বলল ।
পরের দিন বিয়ের পর ,জামাতা শ্বশুরের দেয়া গিফটের জন্য তাকে এদিক ওদিক খুঁজছিল । কিছুক্ষণপর তার শ্বশুর এসে একটা প্যাকেট তাকে দিল এবং লজ্জারত অবস্থায় বলল , " আমি বুঝিতেছিনা তুমি কেন এরকম গিফট চেয়েছ । যাইহোক ,আমি তোমার জন্য চারটা আন্ডারওয়্যার এনেছি ।

জামাই লোকটির প্রায় অজ্ঞান হওয়ার মত অবস্থা ।সে তার শ্বশুরকে বলল , আমি ফোর আন্ডারওয়্যার এর কথা বলিনি আমি বলছিলাম একটা ফোর্ড এনডেভার গিফট দেয়ার কথা । =p~


৩)মা তার ছেলেকে জিজ্ঞেস করল ," খোকা , কেন তুমি এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছ ?"
ছেলেটি জবাব দিল ," মা ,আমি শুধু আজকে ক্লাসে প্রশ্নের উত্তর দিতে পেরেছি তাই আমার ছুটি ।''
মা তার ছেলেকে আবার জিজ্ঞেস করল ," কি প্রশ্ন ছিল?"
ছেলে বলল , " কে প্রিন্সিপালের গায়ে রাবার ছুঁড়ে মেরেছে ? "


(সবগুলো অনুবাদকৃত )
ছবি ; গুগল



মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

স্রাঞ্জি সে বলেছেন:

=p~ =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

শাহারিয়ার ইমন বলেছেন: :)

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মজা পেয়েছি। অনুবাদ ভালো হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: মজা পাওয়ার জন্যই লেখা

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৯

কাওসার চৌধুরী বলেছেন: ভাল লেগেছে সবগুলো৷ ++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: অনুবাদ ভালো হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: চেষ্টা করেছি । যাইহোক ,আপনি ভাল আছেন তো ? এখনো কি ভয় টয় পান নাকি রাতে?

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: গল্পগুলো মজা লেগেছে বিশেষ করে ২ নং টা =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: তারপর কি খবর আপনার ?

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: ১, ৩ চরম ছিল

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: :)

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: ভালো শেয়ার।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.