নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

আপনি কতটুকু জানেন ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১



১)এক মিনিটের চুম্বনে আপনার ২৬ ক্যালরি খরচ হয় ।
২)আপেলের বীজ বিষাক্ত হয় ।
৩) জোরে জোরে হাসলে টিউমার সেল ধ্বংস হয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা ২৫% কমায় ।
৪) ব্ল্যাক হোলের আশেপাশে সময় ধীরে চলে ,ভিতরে একদম থেমে যায় ।


৫) গড়ে একজন মহিলা তার লাইফটাইমে ২.৭ কেজি (৬ পাউন্ড) লিপস্টিক ব্যাবহার করে ।
৬) প্রতিবছর ৯৬ বিলিয়ন পাউন্ড খাদ্য আমেরিকায় নষ্ট হয় ।
৭) যখন চাঁদ একদম আমাদের মাথার উপরে চলে আসে ,তখন কিছু ওজন কমে ।
৮)মানুষের মস্তিষ্ক ১৮ বছরের পর আর বাড়ে না ।


৯) বুদ্ধিমান মানুষের চুলে জিংক এবং কপার বেশি থাকে ।
১০) গড়ে একজন মহিলা তার লাইফটাইমে ১ বছর ভেবেই পার করে কি কাপড় পড়বে ।
১১) আদিকালে গাজরের রং কমলা ছিলনা , হালকা বেগুনি ছিল ।
১২) এক কসমিক বছর হল ২২৫ মিলিয়ন বছর যে সময়ে সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সি কক্ষপথে ঘোরে ।


১৩) প্রজাপতির শরীরের তাপমাত্রা ৮৬ ডিগ্রীর কম না হলে উড়তে পারেনা ।
১৪) ভেনাস/শুক্র একমাত্র গ্রহ সৌরজগতে যেটা পিছনদিকে ঘোরে ।
১৫) মঙ্গল গ্রহ লাল দেখায় কারন মঙ্গলগ্রহ ধূলায় আবৃত থাকে ।
১৬)প্রতিবছর প্রায় ৫০০ উল্কা পৃথিবীতে পতিত হয় ।


১৭) চোরাবালিতে আটকে গেলে যদি পা উপরের দিকে আস্তে আস্তে তুলে পিঠে ভর করে শুয়ে পড়েন আপনি চোরাবালিতে ডুববেন না ১৮) বিখ্যাত সাদা হাঙ্গরের প্রায় ৩০০০ দাঁত থাকে ।
১৯) তারমাছের কোন মস্তিষ্ক থাকেনা ।
২০) যখন আপনি চুমু দিবেন ,তখন প্রায় ২০০ মিলিয়ন ব্যাকটেরিয়া আদান প্রদান হয় মুখের মাধ্যমে ।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ এবং ২০ এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করিতেছি। ইহা গুজব

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: গুজব আগে ছড়ায় জানেন না ।।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

ফেনা বলেছেন: ভাল কিছু তথ্য দিলেন।
শুভকামনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

এ.এস বাশার বলেছেন: জানলাম....................আজ............
১ এবং ২০ এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করিতেছি। ইহা গুজব... ইহার সাথে আমিও একমত.....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

শাহারিয়ার ইমন বলেছেন: গুজবে কান দিতে নাই

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুম্বন মানুষের ব্যক্তি অনুভূতি প্রকাশের এক অসাধারণ মাধ্যম।
গবেষকরা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছেন চুম্বনের ফলে
মানুষের যেমন মানুষিক উপকার হচ্ছে, তেমনি হচ্ছে দৈহিক উপকারও।
চুম্বনে কুফল নেই, আছে সুফল; যেনে নিন চুম্বনের উপকারিতা যা
বৈজ্ঞানিকভাবে প্রমানিতঃ

শারীরিক ব্যথা প্রশমন
চুম্বন শারীরিক ব্যথা প্রশমন করে। মানুষের দেহে এন্ড্রোফিন নামক এক ধরনের হরমোনের কারণে শরীরে ব্যথার সৃষ্টি হয়, যা আমাদের মস্তিষ্ক থেকে নিঃসরিত হয়। নিয়মিত চুম্বনের ফলে ব্যথা সৃষ্টিকারী এ হরমোন আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ফলে শরীরে আর ব্যথা অনুভূত হয় না।

শরীরে রক্তচাপ কমায়
মানসিক চাপ থেকেই মূলত শরীরে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। আবার অনেক সময় বিভিন্ন কারণে শরীরে নিম্ন রক্তচাপেরও সৃষ্টি হয়। চুম্বন এক্ষেত্রে আপনাকে দিতে পারে কার্যকর সমাধান। এমনকি নিয়মিত চুম্বন আপনাকে এ্যান্টিপ্যারেন্টসিভ ওষুধ সেবন থেকে দূরে রাখতে পারে।

হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভাল করে
এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৪৫ ভাগ হৃৎপিণ্ড রোগ কমার পেছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে চুম্বন। মানসিক চাপ কমাতে কমপক্ষে মাসে একবার চুম্বন করা উচিত। নিয়মিত চুম্বন কার্ডিয়াক ওষুধ এসপিরিন, লোডডোজ ও ক্লপিডুগরাল থেকে আপনাকে দূরে রাখবে।

ইমিউন সিস্টেম ও এ্যালার্জি কমাতে সাহায্য করে
চুম্বন এলজিএ এন্টিবডির বিরুদ্ধে লড়াই করে। ফলে ইমিউন সেল ও এ্যালার্জি কমাতে এটি সাহায্য করে। এক্ষেত্রে নিয়মিত চুম্বন করলে আপনি এন্টিবায়োটিক থেকে দূরে থাকতে পারেন।

মুখের স্বাস্থ্য উন্নত করে
নিয়মিত চুম্বন মুখের ভেতর পরিষ্কার রাখে। চুম্বনের সময় মুখের ভেতর এক ধরনের এনজাইম উৎপন্ন হয়, যা মুখের ভেতরের ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে।

মেজাজ ভাল করে এবং চাপ কমায়
আপনার মেজাজ খারাপ হয় এমন হরমোন অর্থাৎ ডোপামিন ও সেরোটোনিনের মতো হরমোন প্রতিরোধ করতে চুম্বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া চুম্বন সব ধরনের মানসিক চাপ কমিয়ে আপনাকে করতে পারে প্রফুল্ল।

প্রিয়ডকালীন খিঁচুনি প্রতিরোধ
মহিলাদের প্রিয়ড চলাকালে খিঁচুনি প্রতিরোধে চুম্বন খুবই কার্যকর। এ সময় এটি ম্যাফিনামিক এ্যাসিড ও ডাইসাইক্লোমিন সেবন থেকে দূরে রাখতে সাহায্য করে।

মাথাব্যথা ও মাইগ্রেন উপশমে
চুম্বন মাথাব্যথা এবং মাইগ্রেন উপশমের জন্য অত্যন্ত কার্যকর। এটির দ্বারা আপনি বেদনানাশক ওষুধ থেকে দূরে থাকতে পারেন।

মুখের পেশীবর্ণ উন্নত করে
নিয়মিত চুম্বন আপনার মুখের পেশীবর্ণকে করতে পারে উন্নত। চুম্বন করলে পক্ষাঘাতগ্রস্ত মুখমণ্ডল দ্রুত সুস্থ হয়।

সুতরাং গুজবে কান দিবেন না
চুম্বন চলুক বিরতিহীন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: এত উপকার হয় জানতাম না তো

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট গুলো পড়তে ভালো। কিন্তু মনে থাকে না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: মনে রাখার কি দরকার

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

বনসাই বলেছেন: এই পোস্টগুলো কেবলই কপি পেস্ট হতে থাকে; হতেই থাকে। সত্য মিথ্যা কেউ জানে না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

শাহারিয়ার ইমন বলেছেন: এগুলো কপি পেষ্ট করিনি , অনুবাদ করেছি

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: স্পেস দিয়ে পোস্টের কিছু ফাইন টিউনিং করতে হবে...

১)এক মিনিটের চুম্বনে আপনার ২৬ ক্যালরি খরচ হয় ।
২)আপেলের বীজ বিষাক্ত হয় ।
৩) জোরে জোরে হাসলে টিউমার সেল ধ্বংস হয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা ২৫% কমায় ।
৪) ব্ল্যাক হোলের আশেপাশে সময় ধীরে চলে ,ভিতরে একদম থেমে যায় ।

৫) গড়ে একজন মহিলা তার লাইফটাইমে ২.৭ কেজি (৬ পাউন্ড) লিপস্টিক ব্যাবহার করে ।
৬) প্রতিবছর ৯৬ বিলিয়ন পাউন্ড খাদ্য আমেরিকায় নষ্ট হয় ।
৭) যখন চাঁদ একদম আমাদের মাথার উপরে চলে আসে ,তখনকিছু ওজন কমে ।
৮)মানুষের মস্তিষ্ক ১৮ বছরের পর আর বাড়ে না ।

৯) বুদ্ধিমান মানুষের চুলে জিংক এবং কপার বেশি থাকে ।
১০) গড়ে একজন মহিলা তার লাইফটাইমে ১ বছর ভেবেই পার করে কি কাপড় পড়বে ।
১১) আদিকালে গাজরের রং কমলা ছিলনা , হালকা বেগুনি ছিল ।
১২) এক কসমিক বছর হল ২২৫ মিলিয়ন বছর যে সময়ে সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সি কক্ষপথে ঘোরে ।

১৩) প্রজাপতির শরীরের তাপমাত্রা ৮৬ ডিগ্রীর কম না হলে উড়তে পারেনা ।
১৪) ভেনাস/শুক্র একমাত্র গ্রহ সৌরজগতে যেটা পিছনদিকে ঘোরে ।
১৫) মঙ্গল গ্রহ লাল দেখায় কারন মঙ্গলগ্রহ ধূলায় আবৃত থাকে ।
১৬)প্রতিবছর প্রায় ৫০০ উল্কা পৃথিবীতে পতিত হয়।
...




চোরাবালির টিপসটা কাজের। ওতে আটকে গেলে, হাত পা চারদিকে ছড়িয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, যাতে শরীরের ওজন ছড়িয়ে পড়ে...:)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

শাহারিয়ার ইমন বলেছেন: ডান , আপনার ফাইন টিউনিং টা ভাল লাগছে

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্যালরী ক্ষয় হোক আর ব্যাক্টেরিয়ার আদান প্রদান হোক, এই কাজ বন্ধ হবার নয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: বন্ধ করার কন দরকার নাইতো

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

লায়নহার্ট বলেছেন: {আপেলের বীজে সায়ানাইড থাকে না? অনেক খেলে মৃত্যু, এমন কিছু না?}

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

শাহারিয়ার ইমন বলেছেন: Apple seeds contain amygdalin, which is converted into cyanide when the seeds are chewed or crushed. Cyanide is highly poisonous and can be deadly in high doses.

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব তথ্য কিছুদিন পর পর পরিবর্তিত হয়। যেমন - কখনো বলে চা স্বাস্থ্যের জন্য ভাল, আবার কখনো বলে ক্ষতি। কখনো বলে মোবাইলের রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কখনো বলে ক্ষত্কির না...

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০

শাহারিয়ার ইমন বলেছেন: হতে পারে

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

নীল আকাশ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ এবং ২০ এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করিতেছি। আমি তার সাথে একমত। এতে রেডিয়েশন থাকলেও কিছু যায় আসে না। অনেকের এটার প্রয়োজন নাও থাকতে পারে :P তবে এটা ছাড়া বেঁচে থাকা অর্থহীন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

শাহারিয়ার ইমন বলেছেন: নিন্দা জানিয়ে কি লাভ ?

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: হুম, পড়তে ভালো লাগল। কিন্তু মনে থাকে না....

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

শাহারিয়ার ইমন বলেছেন: ভুলে গেলে আবার পোষ্ট টি পড়ে ফেলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.