নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

আসুন জেনে নেই কুখ্যাত সিরিয়াল কিলারদের । (দুর্বল হার্ট যাদের তারা এড়িয়ে চলুন) ।(পর্ব-১)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩

১) জোডিয়াক কিলার (The zodiac killer)

খুনী নিজেই জোডায়িক নামটি দিয়েছিলেন । তিনি ১৯৬০-১৯৭০ সালের মধ্যে ক্যালিফোর্নিয়াতে সিরিয়াল কিলিং করছিল ।তিনি বে এরিয়া প্রেসে বিদ্রূপাত্মক চিঠি পাঠাত জোডিয়াক নামে । তিনি ৪ টা চিঠিতে বিশেষ কোড পাঠিয়েছিল (সাইফার) ডিকোড করার জন্য ,তার নিজের সম্পর্কে । কিন্তু পুলিশ মাত্র একটা চিঠি ডিকোড করতে পারছিল । তার সর্বশেষ চিঠিতে তিনি উল্লেখ করেন মোট ৩৭ টি খুন করেছেন ।এই চিঠিটি সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল । কিন্তু সংবাদপত্রে তার ৭ টি খুনের কথা প্রমানিত হয়েছে ।তার এই কেসটি এখনো ওপেন আছে ।


২) টেড বান্ডি (উন্মাদ নেক্রোফিল)



লাশের সাথে সেক্সের কথা কখনো শুনেছেন জীবনে ? না শুনে থাকলে টেড বান্ডির কাহিনী শুনে অবাক হবেন । তিনি ৩০ জন মহিলাকে হত্যা করেছেন জীবনে এবং হত্যার পর তাদের সাথে সেক্সুয়াল কাজ করতেন (যাকে ইংরেজীতে নেক্রোফিল বলে) । কত বড় মস্তিষ্ক বিকৃত জানোয়ার ছিল সে । সেও আমেরিকার সিরিয়াল কিলার ছিল । বান্ডি কমপক্ষে ১২ জনকে হত্যা করার পর তাদের শিরচ্ছেদ করছিল এবং তাদের মাথার ঘুলি তার আপ্যার্টমেন্টে সাজিয়ে রাখছিল (পিশাচ !) ।


৩)জ্যাক দ্যা রিপার ( হোয়াইট চ্যাপেল খুনী ) ।


সিরিয়াল কিলার নিয়ে কথা বলতে আসলে প্রথমে সবাই বলবে জ্যাক দ্যা রিপারের কথা। সাধারণভাবে মনে করা হয়, ১৮৮৮ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের হোয়াইটচ্যাপেল ডিস্ট্রিক্ট ও তৎসংলগ্ন এলাকায় এই খুনি সক্রিয় ছিল। জনৈক ব্যক্তি একটি চিঠিতে নিজেকে হত্যাকারী বলে দাবি করেছিল। গণমাধ্যমে প্রচারিত এই চিঠিটিতেই "জ্যাক দ্য রিপার" নামটি প্রথম পাওয়া যায়।

সংবাদপত্রে জ্যাক দ্য রিপারকে নিয়ে প্রচুর লেখালিখি হয়। রিপার আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে এবং সেই সঙ্গে কিংবদন্তিটিও দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। ১৮৯১ সাল পর্যন্ত হোয়াইটচ্যাপেলের ১১টি নৃশংস হত্যাকাণ্ড নিয়ে পুলিশ তদন্ত করে। কিন্তু সেগুলির সঙ্গে ১৮৮৮ সালের হত্যাকাণ্ডগুলির কোনো যোগসূত্র খুঁজে পেতে ব্যর্থ হয়। পাঁচ জন নিহত—মেরি অ্যান নিকোলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথরিন এডোয়েস ও মেরি জেন কেলি—"প্রধান পাঁচ" ("ক্যাননিক্যাল ফাইভ") নামে পরিচিত। এরা খুন হয়েছিল ১৮৮৮ সালের ৩১ অগস্ট থেকে ৯ নভেম্বরের মধ্যে।

হোয়াইট চ্যাপেলের বাকস রো এলাকায় ১৮৮৮ সালের ৩১ শে আগস্ট রাত ৩ টার পর নিকলসের লাশ পাওয়া যায়। ধারালো চাকুর সাহায্যে গলায় দুটি আঘাত করা হয়েছে যার ফলে তা ফেড়ে গেছে। তলপেটের নিচের অংশ নিখুঁতভাবে কেটে নিয়েছিল খুনি।

তার ঠিক এক সপ্তাহ পরে হ্যানব্যারি স্ট্রিটের একটি বাড়ির পিছনের দরজায় ১৮৮৮ সালের ৮ই সেপ্টেম্বর সকাল ৬ টার দিকে অ্যানি চ্যাপম্যানের লাশ পাওয়া যায়। তার গলাটিও ঠিক আগের হত্যাকাণ্ডের মতই একইভাবে দুটি আঘাত করে ফেড়ে ফেলা হয়েছিল। তার তলপেট কেটে উন্মুক্ত করা ছিল। পরে দেখা যায় তার জরায়ু পুরোটাই কেটে ফেলে দিয়েছিল খুনি।

এর প্রায় তিন সপ্তাহ পর, ১৮৮৮ সালের ৩০শে সেপ্টেম্বর এলিজাবেথ স্ট্রাইড ও ক্যাথরিন এডোসের লাশ পাওয়া যায়। স্ট্রাইডের লাশ পাওয়া যায় দ্যূত-ফিল্ডস ইয়ার্ডে রাত একটায়। তার কাঁধে প্রধান ধমনীর বাম পাশ থেকে কেটে ফেলা হয়েছিল।

এর পরে মিট্রে স্কয়ারে এডোসের লাশ পাওয়া যায়। বরাবরের মতই গলা কাটা এবং তলপেটে বাম কিডনি ও জরায়ু কেটে নেওয়া হয়েছে।

৯ই সেপ্টেম্বর সকালে নিজের রুমে মেরি ক্যালির লাশ পাওয়া যায়। গলা থেকে মেরুদণ্ড পর্যন্ত কাটা ছিল। তলপেটের কোন অঙ্গই ছিলনা, হৃদপিণ্ডটাও খুঁজে পাওয়া যায়নি।
এই হত্যাকাণ্ডগুলোর পর লন্ডনে কোন খুন হলেই সবাই ধরে নিত যে এটা জ্যাক দ্যা রিপারের কাজ। পুলিশ আদাজল খেয়ে মাঠে নামে। একটি বর দল এই খুনের তদন্তে নামে। প্রায় ২০০০ ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, ৩০০ জন লোকের উপর তদন্ত করা হয় এবং ৮০ জনকে গ্রেফতার করা হয় এই হত্যাকাণ্ডের সুরাহা করার জন্য। হোয়াইট চ্যাপেলের সিআইডি পুলিশ, লন্ডন সিটি পুলিশ আর নামকরা স্কটল্যান্ড ইয়ার্ডও এর কূল কিনারা করে উঠতে পারেনি।

কে এই জ্যাক দ্যা রিপার তা নিয়ে এখন পর্যন্ত সন্দিহান-ভাবে জানা যায়নি। এর জন্যই এই সিরিয়াল কিলার বিখ্যাত হয়ে উঠেছে।

সোর্স ; স্কুপহুপ,উইকি ,ইন্টারনেট ।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২

রাকু হাসান বলেছেন: খুব ভয়ংকর সব ব্যাপার :|| । জানতাম না । ধন্যবাদ ইমন ভাই । :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

শাহারিয়ার ইমন বলেছেন: এখন ত জানলেন ।এর চেয়েও ভয়ংকর সব খুনী ছিল

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হায় মানুষ। মরা মানুষের সাথে সেক্স?

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আচ্ছা শেষের ব্যক্তি কি মানুষের দেহ খেত নাকি? না হলে বডি পার্টস যেতো কোথায়?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

শাহারিয়ার ইমন বলেছেন: বডি পার্টস নিয়ে কি করত তা জানা জায়নি ,তবে ধারনা করা হয় তিনি কোন গবেষনা করত হিউম্যান বডি নিয়ে ।
ধন্যবাদ আপনাকে ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮

বলেছেন: জানলাম ---ধন্যবাদ

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:



ভয়ানক সব জল্লাদ! বাংলাদেশে জন্ম নিলে এরা জামাতের রাজনীতি করতো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: তাই নাকি ?

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১২

কাওসার চৌধুরী বলেছেন:



এদের সম্বন্ধে জানতাম না; বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ ইমন ভাই ৷

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

শাহারিয়ার ইমন বলেছেন: না জানাই মনে হয় ভাল

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৭

সনেট কবি বলেছেন: জানলাম

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার কবিতা লেখা কেমন চলে ?

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ভয়াবহ।
এবার কয়েকজন মহৎ মানূষের গল্প লিখুন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: লিখব আস্তে আস্তে

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১

কামরুননাহার কলি বলেছেন: ভয়ংকর পিচাস ছিলো এই অমানুষগুলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

শাহারিয়ার ইমন বলেছেন: এরা তো মানুষ ছিলনা ,পিশাচ ছিল

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: ভয়ংকর সব মানুষ নাকি পিশাচ !! শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: পিশাচ

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২

লায়নহার্ট বলেছেন: {Zodiac movie টা দেখেছিলাম}

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

শাহারিয়ার ইমন বলেছেন: আমিও দেখেছি

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

অভীক অর্ণব বলেছেন: বাংলাদেশে রসু খাঁ নামে একজন ছিল। প্রায় ৮/১০ বছর আগে পত্রিকায় পড়েছিলাম।
প্রেমিকার ভাইদের মারধরের শিকার হয়ে সে জেদের বশে এই নারকীয় পথ বেছে নিয়েছিল। তার টার্গেট ছিল নিচু শ্রেণির নারী । প্রেমের অভিনয় করে , মেয়েদের সাথে সেক্স করে সুবিধাজনক সময়ে তাদের হত্যা করত।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: তাকে কি ধরতে পেরেছিল?

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

এ.এস বাশার বলেছেন: গা সিউরে উঠলো পড়ে। এতসব ঘটনা জানতাম না। জানা হল... ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.