নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

মিসিং সামু ব্লগিং

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১২



গত মাস থেকে ব্লগে তেমন আসিনি , কারো লেখা পড়তেও পারিনি,মন্তব্যও করা হয়নি । সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য আসতে পারিনি ব্লগে ।

এই গত একমাস ধরে পড়ালেখার উপর ছিলাম । আজকে থিউরিটিক্যাল পরীক্ষা শেষ ,ল্যাব বাকি আছে তিনটা । এখনো প্রেসার বাকি বহুত । কার কি অবস্থা ? ব্লগে কি হালচাল জানতে আসলাম ? রাজীব নূর ভাইকে মিস করছি, তার লেখাও পড়া হয়না অনেকদিন ।
চাঁদ্গাজী ভাই এর কঠিন ক্রিটিসাইজ পোষ্ট পড়া মিস করছি ।

ল্যাব পরীক্ষার পর আবার ব্লগের আড্ডায় ফিরে আসব । সবাই কেমন আছেন , এই কদিন কেমন কাটছে ?

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৮

শাহিন-৯৯ বলেছেন:



ব্লগও আপনাকে হেবি মিস করেছে, কিন্তু ব্যাচারীর তো কথা বলার শক্তি নাই তাই নিরবে শুধুই কেঁদে গেছে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭

শাহারিয়ার ইমন বলেছেন: ব্লগ আমাকে মিস করে জানতাম নাতো

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯

আখেনাটেন বলেছেন: অাকাশ মেঘলা বৃষ্টি অাসলেও অাসতে পারে। জয় বাংলা।






ভক্তের উদ্দেশ্যে...নুর স্টাইল :P

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: বৃষ্টি আসলে আসুক ,আসতে দিন

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: ফিরে আসুন ফ্রি হয়ে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: অবশ্যই

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
........................................................................................................
এখানে ফিরে আসুন ।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

শাহারিয়ার ইমন বলেছেন: যি অবশ্যই আসব ।ভাল থাকবেন অনেক

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


খুবই ভালো কাজ করেছেন, পড়ালেখা সবকিছুর আগে।

আপনি কোন সাবজেক্ট পড়ছেন?

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

শাহারিয়ার ইমন বলেছেন: তড়িৎ ও যন্ত্র প্রকোশলী

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পড়ালেখা সবার আগে। বাংলাদেশের মানুষ পাস করতে চায় । পড়তে চায় না। আপনি প্রচুর পড়াশোনা করুন। কোন বিষয়ে আর কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন জানান। শুভ কামনা।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

শাহারিয়ার ইমন বলেছেন: পড়াশোনা পরীক্ষা ছাড়া এখন করা হয়না ।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে আসেন, আমরা চাই আপনি ভালো রেজাল্ট নিয়ে ফিরে আসেন।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

শাহারিয়ার ইমন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০

নজসু বলেছেন: ফেসবুকের চেয়ে টেক্সট বুক,
ব্লগের লেখা পড়ার চেয়ে নিজের ক্লাশের বইপত্র পড়ার অগ্রাধিকার আগে।

পরীক্ষা ভালোভাবে শেষ হোক এই কামনা করি।
তারপর জমিয়ে ব্লগিং করবেন করবেন।

শুভেচ্ছা।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: যি ,সেটাই ।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

গগণ আলো বলেছেন: আমি চার / পাচ বছর পর আসলাম আজ!

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: ওয়েলকাম ব্যাক

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: আমি ভাল আছি, খুব ব্যস্ত আছি।

আপনার খবর জানানোর জন্য অনেক ধন্যবাদ।

চলে আসুন আমাদের মাঝে।

ভাল থাকুন এই শুভকামনা।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১

শাহারিয়ার ইমন বলেছেন: আপনাকেও খুব মিস করি, এখন তো আপনি তেমন পোষ্ট করেন না । যেখানেই থাকুন ভাল থাকুন

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

শিখা রহমান বলেছেন: পরীক্ষা শেষ করে ফিরে আসুন কবিতাদের নিয়ে!! ব্লগ আপনার অপেক্ষায় থাকবে। শুভকামনা।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: অবশ্যই ফিরে আসব , আপনার দুদার্ন্ত গল্প গুলো নাহলে মিস করব তো

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

স্রাঞ্জি সে বলেছেন:

আপনার কাব্যের জন্য মুখিয়ে আছি আমরা..... ল্যাব পরীক্ষা শেষ করে আমাদের কবিতা উপহার দিন।

অনিঃশেষ শুভকামনা।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৪

শাহারিয়ার ইমন বলেছেন: জি ভাই । অনেক দিন পর কথা হল ।কেমন চলছে দিনকাল ?

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি? এখন কি মনে হয়, ব্লগে সিন্ডিকেট আছে???;)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

শাহারিয়ার ইমন বলেছেন: আছে তো ,নাহলে মায়া জন্মাত কিভাবে ? তারপর কেমন আছেন ?

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগের প্রতি তাহলে এতদিনে মায়া জন্মেছে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

শাহারিয়ার ইমন বলেছেন: হ্যা ঠিক ধরেছেন

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: আমরা সবাই ভালো আছি।
আপনি সুন্দরভাবে আগে পরীক্ষা শেষ করুন।
আগে লেখা পড়া তারপর ব্লগিং।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

শাহারিয়ার ইমন বলেছেন: অবশ্যই ।

১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

সুমন কর বলেছেন: আগে পড়াশুনা এবং তার ফাঁকে বাকি সব কিছু.....

১৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: শাহারিয়ার ইমন,



ব্লগ যে আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তার ছাপ রেখে গেলেন ।
পরীক্ষা দিয়ে হাত-পা ঝাড়া হোন তারপরে আসুন । পরীক্ষায় কাঙ্খিত সফলতা যেন আসে , সে প্রার্থনা রইলো ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.