নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো মোরে ,হে বাংলাদেশ ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩



প্রায় দেড়মাস পর আবার সামুতে লিখতে বসছি । এতদিন পারিবারিক কিছু ব্যস্ততার কারনে ব্লগে আসা হয়নি । তবে মাঝে মাঝে সময় পেলে দুই একটা পোষ্ট পরা হয়েছিল ।

এই দেড়মাসে বগ্লের কি হাল হয়েছে জানিনা ,তবে দেশের গনতন্ত্রের যে একরম মৃত্যু হয়েছে সেটা কেউ টিনের চশমা না পড়ে থাকলে বুঝতে পেরেছে । নির্বাচনের নামে প্রহসন , সৈনাবাহিনীর পক্ষপাতমূলক আচরন । ২০১৮ এর মার্চ মাসে বিবিসি নিউজে বিশ্বের নতুন পাঁঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছিল । জার্মান এক সংস্থার জরিপে এই তথ্য উঠে আসে । তখন হয়ত অনেকেই এই নিউজকে উড়িয়ে দেন ভিত্তিহীন বলে , এই নির্বাচনে স্বৈরতান্ত্রিক সরকারের ব্যবহার আরো ফুটে উঠেছে ।
নিউজ লিংক ঃ বিশ্বের নতুন পাঁচ 'স্বৈরতান্ত্রিক দেশের তালিকায়' বাংলাদেশ ।

সিএনএন নিউজ-এ বাংলাদেশ নির্বাচন নিয়ে বলেছে - বিতর্কিত নির্বাচন এবং ভয়ংকর এক অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে । লিংকঃ- Click This Link

সবচেয়ে কষ্টের এবং লজ্জাজনক হল ধানের শীষে ভোট দেয়ায় এক মাকে গনধর্ষন এবং ধর্ষনকারীদের সুষ্ঠ বিচার না করা ।
লিংক ; [linhttpধানের শীষে ভোট দেয়ায় গণধর্ষণ': দায় নেবে না আওয়ামী লীগ ।ধানের শীষে ভোট দেওয়ায় ৪ সন্তানের মাকে ‘আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণ’

এর চেয়ে লজ্জার এবং ন্যক্কারজনক ঘটনা আর কি হতে পারে ,আমার জানা নেই ।

আমার এক কাছের বন্ধু ফ্যামালিগত ভাবে বিএনপি করে , সে নির্বাচনের আগে একদিন নির্বাচনি প্রচারনায় গেছিল ,সেজন্য তারপর থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত প্রায় এক সপ্তাহ বাড়ির বাইরে লুকিয়ে ছিল হাওড়ে । তাদের সাথের অনেককেই পুলিশ ধরে নিয়ে গিয়েছিল । তার ২০-২৫ জন হাওড়ে লুকিয়ে ছিল । হাওড়ে ছোট ছোট ঘর থাকে সেখানে ছিল ।

পশ্চিমা মিডয়াতে নির্বাচন নিয়ে সত্যিকারের নিউজ দিলেও ,পশ্চিমা রাজনীতিতে এই নিয়ে তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি , কেবলমাত্র উদ্বেগজনক বলেই খ্যামা দিয়েছেন তারা । বিদেশি পর্যবেক্ষকরাও তেমন শক্তপোক্ত ছিলনা ।


নতুন করে সরকার ,মন্ত্রিসভা শুরু হতে যাচ্ছে । এক্যফ্রন্ট যে কয়টা আসন পেয়েছে তারা সংসদে যাবেনা । বিরোধী দল কে হবে সেটা এখনো অস্পষ্ট । গনতন্ত্রের কংকালের উপর দাঁড়িয়ে স্বৈরতান্ত্রিক উপায়ে দেশ চলবে আরো ৫ টি বছর । এতক্ষন সরকারের বিরুদ্ধে কত বলছি তার মানে এই নয় যে , আমি বিএনপি পন্থী , বিএনপি ক্ষমতায় থাকলেও তারা হয়ত এরকম বা অন্য উপায়ে ক্ষমতায় থাকতে চেষ্টা করত । এর আগে তাদের ক্ষমতাকালীন সময়ে নির্বাচন নিয়ে তারাও নয় ছয় খেলা অনেক খেলেছে । কিন্তু সফল হতে পারেনি ।

মানুষ এখনো মুখবুজে আছে ,থাকবে যতদিন না তাদের দেয়াল পিঠ ঠেকে যায় । কিন্তু ততক্ষনে আর কিছু করার থাকবেনা , এখনো যদিও সাধারন মানুষের কিছু করার নাই । কেউ কিছু বলতে গেলেই জেলে ঢুকানো হচ্ছে । বাক স্বাধীনতা বলতে কিছু নেই । ভয়ে আছি ,এই পোষ্টের জন্য আমার আবার কিছু হয় নাকি ।

আমি দেশের দূর ভবিষ্যৎ খুব অন্ধকার দেখতে পাচ্ছি । না জানি কবে স গৃহযুদ্ধ লেগে যায় ক্ষমতার জন্য ।স্বৈরতান্ত্রিক সরকারের এই একটা বড় ভয় । যখন রাজনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হয় ,তখন সশস্ত্র হামলা শুরু হয় । তখন আমাদের মত আমজনতার আর জানমালের নিরাপত্তা থাকবেনা ,কখন গুলি খেয়ে রাস্তায় পরে থাকব কে জানে । বাংলাদেশ হয়ত হয়ে যাবে তখন কংগো কিংবা সিরিয়ার মত ।

বাংলাদেশ নিয়ে আমি খুবই শংকিত । আমি নিজে নিজেকে নিয়ে খুবই লজ্জিত । কিছুই করতে পারছিনা ,এই লজ্জা লুকাবো কোথায়? পরবর্তী প্রজন্মকে কি উত্তর দিব ?




মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: এসব নিয়ে ভেবে কি লাভ?

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: ঐ যে বললাম ,দেয়ালে পিঠ ঠেকে গেলে সবাই ভাববে তখন ।কিন্তু কিছু করার থাকবেনা

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

প্রবালরক বলেছেন: ১৯৮৮ সনের স্বৈরাচার এরশাদের অধীনে ৪র্থ সংসদ নির্বাচনকে বিশ্ব মিডিয়া "a mockery of an election বলেছিল। ৩০ বছর পর ২০১৮ সনে্র ইলেকশন সন্মন্ধেও একই বিশেষন প্রজোয্য । শেখ হাসিনা জনগনে ভোটে জিতে আসেননি এই আতংক তাঁকে গত ৫ বছর তাড়া করে ফিরেছে এবারে তা আরো বাড়বে। তাই নিরন্তর দমন-পীড়ন আর রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া শেখ হাসিনার চলার উপায় নাই। রাষ্ট্রের শীর্ষের নিয়ন্ত্রনের রাজনীতির-গনতন্ত্রের অংশ বিলীয়মান। সে যায়গা দখল করে নিচ্ছে ধনতন্ত্র ও সংঘবদ্ধ অপরাধ চক্র – যারা এবার শেখ হাসিনাকে নির্বাচন-নির্বাচন খেলার ভান করে ক্ষমতায় বসিয়ে দিল।
এসব ভাবতে হয়। কারন আগামী দিনে রা্ষ্ট্রের, রাষ্ট্রের নীতির গতিপথের সম্ভাব্যতা আলোচনা হওয়া দরকার। প্রচুর আলাপ-আলোচনা হওয়া দরকার। তরুনদের মতামত, মধ্যবয়স্কদের, বয়স্কদের মতামত, সাধারনের, বিজ্গজনদের, ভিন্নমতধারীদের, বিপরীত মতধারীদের মতাতম, আলোচনা-সমালোচনা-প্রতিসমালোচনা, প্রস্তাবনা, চিন্তাধারা তা যত ক্ষুদ্রই হৌক – সবকিছুই প্রকাশের জন্য উঠে আসা উচিত। আমাদের পূরবসুরীদের অনেকেই চুপ মেরে গেছেন বা অনেককে চুপ করিয়ে দেয়া হয়েছে।
কথা না বললে একসময় আমাদেরকে চেয়ে চেয়ে দেখতে হবে বুলবুলিতে ধান খেয়ে উড়ে যাচ্ছে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

শাহারিয়ার ইমন বলেছেন: দারুন বলেছেন ভ্রাতা

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

নজসু বলেছেন:



আমরা হতাশ।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

শাহারিয়ার ইমন বলেছেন: হতাশা থেকে বের হয়ে আসতে হবে

৪| ০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৩

খায়রুল আহসান বলেছেন: এ সব সবাই জানে, কিন্তু কেউ বলে না। আপনি সাহস করে বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। বাঘের পিঠ থেকে একদিন না একদিন নামতেই হয়। তখন হয় বাঘ নিজেই খেয়ে ফেলে, নয়তো অন্য কোন হিংস্র পশু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.