নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

জীবনে সুখী থাকার জন্য কি কি থাকা বাঞ্চনীয় ?

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০



সুখ কি ? এই বিষয়ে অনেক মতবাদ কিংবা ব্যাখ্যা ছে ,সে বিষয়ে আমি যাবনা । আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে লিখতে যাচ্ছি ।
সুখে থাকার জন্য আমরা প্রধানত দুইটা বিষয় এর দিকে খুব বেশি নজর দেই ।

১) অর্থ ।
২) প্রতিপত্তি বা ক্ষমতা ।

অর্থ আর প্রতিপত্তি থাকলেই কি আপনি সুখী হতে পারবেন ? অবশ্যই না । অর্থ আর প্রতিপত্তি যদি একমাত্র সুখের ফ্যাক্টর হত ,তাহলে
লিনকিন পার্কের বিখ্যাত গায়ক চেষ্টার বেনিংটন আত্মহত্যা করত না । তার অর্থ কিংবা খ্যাতি কোনটিরও অভাব ছিলনা ।শুধুমাত্র চেষ্টার কেনো , সেলিব্রেটিদের আত্মহত্যার খবর মাঝে মাঝেই আমরা শুনতে পাই ।

যুক্তরাষ্ট্র বিশ্বের ধনী দেশের মধ্যে অন্যতম একটা দেশ ।তাদের জীবন যাপন পদ্ধতি অনেক উন্নত । কিন্তু তারপরেও গত সতেরো বছরে আমেরিকায় আত্মহত্যার পরিমার বেড়েছে ৩০% । ২০১৬ সালে ৪৫ হাজার আত্মহতা করেছে । প্রতি লাক্ষে প্রায় ১৬ জন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমেরিকায় ।
লিংক ; https://www.bbc.com/bengali/news-44427788

অথচ আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে সবাই আমেরিকাতে গিয়ে সেটেল হওয়ার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখি ।

আমাদের জীবনের উন্নয়নের জন্য শিক্ষা নাকি শিক্ষার জন্য জীবন ? এখনকার সামাজিক অবস্থা এমন যেন , শিক্ষার জন্য আমাদের জীবন সৃষ্টি হয়েছে ।
ভারতে প্রায় প্রতি ঘণ্টায় একজন শিক্ষার্থী আত্মহত্যা করছে । ভারতে শিক্ষা এবং সামাজিক অবস্থা এতটাই খারাপ অবস্থায় দাঁড়িয়েছে যে শিক্ষার্থীরা উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে

। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৬ - এই তিন বছরে ২৬ হাজার পড়ুয়া আত্মহত্যা করেছে ভারতে। ২০১৬ সালে ১৩০০ ছাত্রছাত্রী মহারাষ্ট্রে আর পশ্চিমবঙ্গে ১১০০ ছাত্রছাত্রী নিজেদের জীবন শেষ করে দিয়েছে।
লিংক ; https://www.bbc.com/bengali/news-43488807


আমাদেরে দেশেও পাবলিক পরীক্ষার রেজাল্ট বেরোলে ছাত্র ছাত্রীদের পরীক্ষায় ফেইল করার জন্য আত্মহত্যার খবর শোনা যায় । নিজের পরিবার , আত্মীয়স্বজন ,বন্ধুবান্ধব,পাড়াপড়শিদের অপমানের ভয়ে কিংবা অপমানিত হয়ে তারা আত্মহত্যার পথে পা বাড়ায় ।
আমাদের সামাজিক ব্যবস্থাটাই এরকম ।

তাহলে দেখা যাচ্ছে , শিক্ষা একদিকে আমাদের খুব উন্নত করছে কিন্তু কেড়েও নিচ্ছে হাজার হাজার প্রাণ আমাদের অজান্তেই ।এর জন্য শিক্ষাকে দায়ী করা যাবেনা । শিক্ষা প্রণেতা ,আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি দায়ি ।

যা বলছিলাম , সুখী হওয়ার জন্য শুধুমাত্র অর্থ কিংবা প্রতিপত্তি যথেষ্ট নয় ,বরং এই দুটো আমাদের সুখ কেড়ে নিতে পারে ।

সুখী হওয়ার জন্য বেশ কয়েকটি বিষয়ের উপর সমান নজর দিতে হয় ;

১)অর্থ ।
২)স্বাস্থ্য ।
৩) পরিবার ও বন্ধু-বান্ধব ।
৪) সুশিক্ষা ও সততা ।
৫)আত্মতৃপ্তি ।
৬)প্রতিপত্তি /খ্যাতি । ( অত্যাবশকীয় নয় ) ।

পর্যাপ্ত পরিমান অর্থ কিংবা অর্থের সোর্স না থাকলে জীবন চালানো কঠিন হয়ে পড়বে ,অসম্ভবই বলা যায় এই যুগে । এজন্য অর্থের যোগান অবশ্যই লাগবে । অর্থের সাথে সাথে সুস্বাস্থ্য বজায় না থাকলে কিছুই ভাল লাগবেনা ,যার খারাপ প্রভাব পড়বে পরিবার ও বন্ধু-বান্ধব এবং চাকরি বা ব্যবসার সবকিছুরই উপর । ফলে অর্থের যোগানেও সমস্যা সৃষ্টি হবে । আমাদের দেশে এই সমস্যাটা প্রকট । নিজের স্বাস্থ্যের দিকে খুব কম মানুষই নজর দেই ।

পরিবার ,আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ভাল সম্পর্ক না থাকলে আপনি কখনই সুখী হতে পারবেন না ।

সুশিক্ষা না থাকলে জীবন সঠিক উপায়ে চালানো অনেক কঠিন হয়ে পড়বে । সুশিক্ষা বলতে শুধু একাডেমিক শিক্ষা না ,জীবন ও সমাজ সম্পর্কে বাস্তবিক ও পজিটিভ জ্ঞান থাকা বলতে বোঝায় । সাথে সাথে সৎ থাকাও জরুরী । হয়ত দুনাম্বারি করে অনেক টাকা কামালেন ,কিন্তু মনে শান্তি পাবেন না । পাছে মানুষ জেনে যায় আপনার কুকর্ম ,পুলিশের কাছে ধরা খাওয়ার ভয় ,যার সাথে দুনাম্বারি করছেন তার কাছে ধরা খাওয়ার ভয় এরকম নানা দুশ্চিন্তায় জীবন নরক হয়ে যাবে ,আত্মবিশ্বাস কমে যাবে ।

উপরের সবকিছু থাকার পর যদি ,আত্মতৃপ্তি না আসে ,তাহলে বুঝতে হবে আপনি একজন সুখী মানুষ নন । আপনি অনেক উচ্চাকাঙ্ক্ষী ,কখনই যা আছে তাই নিয়ে সুখী থাকতে পারেন না । আপনার অনেক অনেক ক্ষমতা বা প্রতিপত্তি দরকার । আপনাকে বলছি , অনেক অ অনেক ক্ষমতা পাওয়ার পরও আপনি আত্মতৃপ্তি পাবেন না , আরো ক্ষমতার লোভে বুভুক্ষ হয়ে থাকবেন । সেজন্য যা আছে বর্তমানে তাই নিয়ে আত্মতৃপ্তি থাকতে হবে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে হবে ।

উপরের ৫ টি ধাপ পূরন হলে তখন দেখা যায় ,খ্যাতি বা প্রতিপত্তি এর অভাব বোধ হয় । যদি মনে হয় ,আপনি প্রতিপত্তি হ্যান্ডেল করতে পারবেন বাকি ৫টি বিষয়ের সাথে সমান তালে তাহলে এই অভাব পূরণ করার জন্য এগুতে পারেন । এইখানে এসে অনেকেই খেই হারিয়ে ফেলে । এইজন্য এটাকে আমি অত্যাবশকীয় বলছি না ।



উপরের ১, ২ এবং ৬ নাম্বার আমার মধ্যে অনুপস্থিত । যেহেতু আমি ছাত্র ১ নম্বর টা বাদ দিলেও চলে ,তবে এর জন্য আমি কাজ করে যাচ্ছি । ২ নম্বরটা আমাকে বেশি ভোগাচ্ছে ,এর জন্য প্রতিনিয়ত আমাকে স্ট্রাগল করতে হচ্ছে । আর ৬ নম্বর নিয়ে আমি আপাতত ভাবছিনা । তবে ,আমার ভিতর আত্মতৃপ্তি আছে , আমি নিজের উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি । আমি এগুলো বিচারে সম্পূর্ন সুখী নই ,সুস্বাস্থ্য বাদ দিয়ে সুখ কল্পনা করা যায় না । তবে হ্যা আমি বলা যায় কিছুটা সুখী ।


ছবিসূত্রঃ ডেইলি সান ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

নীল আকাশ বলেছেন: যেই ছবি টানিয়ে রেখেছেন এটা দেখার পর কি কেউ আর অসুখী থাকে? ;) একে দেখলেই তো মন ভালো হয়ে যাবার কথা! :P
ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

শাহারিয়ার ইমন বলেছেন: আমি সুখী একজনের ছবি দিয়েছি , দেখে সুখ তো লাগবেই ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

তারেক ফাহিম বলেছেন: নীল আকাশ ভাই'র মন্তব্যে না হেসে পারলাম না।

ব্লগকে আকর্ষনীয় করার জন্য ছবি দেয়ার কৌশল আপনার কাছ থেকে শিখতে হবে :P

তবে আত্মতৃপ্তিতেই পরম সুখ, আমি বিশ্বাস করি।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

শাহারিয়ার ইমন বলেছেন: না খেয়ে কিংবা অসুস্থ থাকলে আত্মতৃপ্তি কি আসবে ?

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে কেউ সুখী হতে পারে না।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

শাহারিয়ার ইমন বলেছেন: এটা ভুল বলেছেন ,দরিদ্র দেশে না খেয়ে মারা গেলেও মানুষ আত্মহত্যার পথ বেঁচে নেয়না ,বস্তুগত অনেক অভাব থাকলেও মানুষিক দিক দিয়ে অনেকে সুখী হতে পারনে ।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

শিখা রহমান বলেছেন: ইমন খুব গুছিয়ে লিখেছেন। ভালো লাগলো।

সুখী হওয়া নিয়ে খুব বেশী চিন্তা করার সময় পাইনি তেমন। অর্থনীতির কারণে ও অন্যান্য প্রয়োজনে দৌড়ের ওপরেই ছিলাম ও থাকি।

তবে সুখ তো নিরবিচ্ছিন্ন কোন ব্যাপার নয়। আর সম্পূর্ণই একটি মানসিক অবস্থা তাই না? একেক জনের কাছে সুখের সংজ্ঞা একেক রকম।

শুভকামনা প্রিয় ব্লগার। সুখী থাকুন, ভালো থাকুন।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

শাহারিয়ার ইমন বলেছেন: মানুষিক না সম্পূর্ন রুপে । শরীরকে তো উপেক্ষা করারা সুযোগ নেই । এই যে আপনি অর্থের জন্য দৌড়াচ্ছেন ,সেটা কি জন্য ? প্রয়োজন মেটানোর জন্য ত অবশ্যই । আর প্রয়োজন মেটানোর পর সস্থি বা শান্তি পাবেন ,সেটাই তো সুখ ।নাকি সুখ না ?

অনেক অনেক ভাল থাকবেন ,সুখে থাকবেন ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

হাবিব বলেছেন: ভালো লিখেছেন। ১ নাম্বার মন্তব্য মজার :-B

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

শাহারিয়ার ইমন বলেছেন: অর্থকে উপেক্ষা করার সুযোগ নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.