নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় অজানাকে জানার চেষ্টা করি, আর লেখালেখি থেকে পড়তেই বেশী পছন্দ করি

ইমদাদুল্লাহ

আমি মুসলমান, মুসলিম হিসেবে আমি গর্বিত

ইমদাদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মানুষ অভ্যাসের দাস, মানুষের অসাধ্য কিছুই নেই

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮

পরশু দুপুরবেলা -কোরআন তেলায়ত করছি , এমন সময় ১০ -১১ বছরের একটি ছেলে এসে মসজিদের ইমাম সাহেব কে বলছে হুজুর আমি নূরানী -কোরআন শরীফ পড়তে পারব না। আমার জন্য অমুকের মত একটা -কোরআন শরীফ আনবেন। তেলায়ত সাময়িকের জন্য বন্দ রেখে ছেলেটির দিকে মনোনিবেশ করলাম ।প্রকাশ থাকে যে ছাপা ভিন্নতার কারণে আমাদের দেশে দু-ধরনের কোরআন শরীফ ছাপা হয়ে থাকে, এক কলিকাতা ছাপা যা সাধারণত আম-জনতা পড়ে থাকে, এর নাম নূরানী কোরান আর দ্বিতীয় টি হল এরাবিক ছাপা, যা সাধারণত হেফজখানার শিক্ষার্থীরা পড়ে থাকে, এর নাম হল নূরানী হাফেজী কোরআন শরীফ,
নূরানী হাফেজী -কোরআন শরীফ পড়তে পারবে না তো কোনটা পারবে মসজিদে রাখা কত গুলো কোরআন দেখিয়ে বললাম ওখান থেকে খুজে নিয়ে এসো। সে বড় সাইজের উচ্চারণ সহ বঙ্গানুবাদ একটি কোরআন নিয়ে এলো। জিঙ্গাসা করলাম নূরানীতে সমস্যা কোথায় ? উত্তরে সে বলল এতে ছোট ছোট লেখা। তাকে বুঝালাম যে তুমি তো এর আগে কখনো কোরআন শরীফ পড়নি, সবে মাত্র সবক শুরু করতে যাচ্ছ দু -চার দিন নূরানী টা পড়লে ঠিক হয়ে যাবে। তখন আর লেখাগুলো ছোট মনে হবে না। এরপর দু নুসাখার ই ভাল -মন্দ দিক গুলো তুলে ধরলাম ।এখন সে নুরানীটা পড়তে সম্মত হল। আচ্ছা তোমার নাম কী? রানা
এছাড়া কি আর কোন নাম আছে ?
জানি না
স্কুলে তোমার নাম কী ? রানা ই
আচ্ছা বাড়ীতে গিয়ে তোমার আম্মুকে জিঙ্গেস করো। কোন ক্লাসে পড় ?
ফাইভে। তোমার রোল কত ? ১৪
তোমাদের ক্লাসের ১রোল কার ? অমুকের (একটি মেয়ের নাম)
আর ২রোল কার? এবারো একটি মেয়ের নাম।
একি তোমাদের ক্লাসের সব যে মেয়েরা দখল করে নিল!
আচ্ছা ৩রোল কার ? এবার একটি ছেলের নাম।
আচ্ছা যাও তোমাদের সম্মান কিছুটা রক্ষা পেল।
তোমাদের ক্লাসে মোট ছাত্র -ছাত্রীর সংখ্যা কত ?
৫২জন , এর মধ্যে ছেলে ১৪ জন আর বাকিরা সবাই মেয়ে।
তাহলে তো ঠিকই আছে , মেয়েরা তোমাদের থেকে সব দিক দিয়ে আগে রয়েছে।
সংখ্যায় তারা তোমাদের ৩গুণ , মেধাতে ওতারা তোমাদের ৩গুণ ।
তাকে বিদায় দিয়ে আমি আবারো তেলায়তে মগ্ন হলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.