নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় অজানাকে জানার চেষ্টা করি, আর লেখালেখি থেকে পড়তেই বেশী পছন্দ করি

ইমদাদুল্লাহ

আমি মুসলমান, মুসলিম হিসেবে আমি গর্বিত

ইমদাদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

এ সময়ে আলেম হওয়া অনেক সহজ

০৫ ই জুলাই, ২০১৫ রাত ২:২৮

অনেক টেনশনে আছি, ভাবতাছি কি করলাম এতটা বছর মাদ্রাসায় পড়ালেখা করে, কোন কূলকিনারা পাইতেছি না, হায় হায় একি করলাম আমি, না জেনে না বুঝে এতগুলো বছর মাদ্রাসার চৌহদ্দীর ভিতরই কাটিয়ে দিলাম, পড়াশোনায় এতই ব্যতিব্যস্ত ছিলাম যে বাহির দুনিয়ার কোন খোঁজ-খবরই আমার নেই, কি করলাম আমি সারাটা জীবন এত কষ্টকরে, আলেম হওয়া তো দূরের কথা এলেমের আইন ও শিখতে পারিনি, অথচ আমার জানা -শোনা পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেকই স্কুল-কলেজে পড়াশুনা করেও অনেক বড় বড় ডাক্তার, ইনজিনিয়ার, প্রফেসার হওয়ার পাশা-পাশি আল্লামাতু দাহার আর বাহার বনে গেছেন, আফসোস শত আফসোস আমার জীবনের উপর, মাদ্রাসার জীবনের উপর, আলেম হওয়া যে এত্তো সহজ আগে জানতোম না, জানলে কি আর এত্তো বড় ভূল আমি করতাম, বাংলাবাজার, কাটাবন, মগবাজার আর বায়তুল মোকাররম থেকে কিছু বাংলা কোরান -হাদীস, বোখারী -মুসলিম, তাফসীর কিনে পড়তাম, আর এরচেয়ে বেশি কিছু জানার থাকলে ফেইসবুক, টুইটার ও ইন্টারনেট তো হাতের নাগালেই আছে, হায় হায় জীবনে কি ভূলটাই না করলাম আমি, তাই ভাবতাছি ভূল জীবনে যা করছি তো করছি ই আর ভূল করুম না, এতদিন কষ্ট করছি তো কি হয়েছে আর কষ্ট স্বীকার করুম না, সামনে বছর আর দারুল হাদীসে ভর্তি হমু না, বোখারী -মুসলিম ও সিহাহ সিত্তা পড়ুম না, বুন্ধুরা কি বল তোমরা? তোমাদের সু-চিন্তিত অভিমত চাই,

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৩

লিংকন১১৫ বলেছেন: :) :D

২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪০

অবিবাহিত জাহিদ বলেছেন: Kichu komuna :p

৩| ০৫ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০৩

শূন্য মানব বলেছেন: রাসুল (সঃ) আর তার সাহাবীরা কি সব আপনার মত মাদ্রাসা পাস আলেম ছিলেন কিনা ?

এইটার জবার আগে দেন, তারপর আপনার সব জবাব দিবনে ?

৪| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:২৪

তানভীর্‌ বলেছেন: @শূন্য মানব : রাসুল (সঃ) আর তার সাহাবীরা মাদ্রাসা পাস আলেম হতে যাবেন কোন দুঃখে? তারা সবাই ছিলেন স্কুল পাশ আলেম এবং কবি।

৫| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯

ইমদাদুল্লাহ বলেছেন: অবিবাহিত @শুধু শুধু মুচকি হেসে লাভ কি??????

৬| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩

ইমদাদুল্লাহ বলেছেন: শূন্য #আল্লাহর রাসূল সাঃ ও তাঁর সাহাবী আমাদের মত প্রচলিত মাদ্রাসায় পড়বেন কোথা হতে সে যুগে তো ছিলই না, তবে এতটুকু বলতে পারি যে, রাসূলুল্লাহ্ সাঃ ও তাঁর সাহাবীরা কোন এক শিক্ষকের নিকট হতে শিক্ষা গ্রহণ করেছেন, আর তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ্ সাঃ শিখেছেন জিব্রাইল আমীন হতে আর জিব্রাইল আমীন শিখেছেন মহান রাব্বুল আলামিন হতে, আর সকল সাহাবারা শিক্ষা গ্রহণ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাঃ থেকে, তবে যাই বল না কেন শূন্য @আমি কিন্তু ভীষণ টেনশনে আছি

৭| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৪

ইমদাদুল্লাহ বলেছেন: তানবীর @ধন্যবাদ

৮| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০২

হানিফঢাকা বলেছেন: What have you learned in Madrasha?

৯| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭

ইমদাদুল্লাহ বলেছেন: হানিফ @কওমী মাদ্রাসা, লালবাগ ঢাকা

১০| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৮

মাঘের নীল আকাশ বলেছেন: কোন কিছুই সহজ নয়...আর "আলেম" বলতে আপনি কী এবং কাদের বোঝাচ্ছেন সেটাও বিবেচ্য বিষয়!

১১| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

ইমদাদুল্লাহ বলেছেন: মাঘের নীল আকাশ @ধন্যবাদ, কোরআন-হাদীসের পরিভাষায় যাকে আলেম বলা হয়, তা ই আমি বুঝাতে চেয়েছি, আর উদ্দেশ্যে তাদের নিয়েছি যারা আমার মত এ কথা মনে প্রাণে বিশ্বাস করে যে কোন দিন মেডিকেল কলেজে পড়ালেখা তো দূর কি বাত হ্যাঁয় মেডিকেল কলেজের চৌহদ্দীও মাড়ায়নি কিন্তু মার্কেট হতে কিছু অনুবাদকৃত ডাক্তারী বইপত্র কিনে মনে মনে আমি অনেক বড় এম বি বি এস ডাক্তার হয়ে গেছি আর অভিঙ্ঘ বিঙ্ঘ ডাক্তারদের সাথে তুলকালাম শুরু করে দিয়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.