নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় অজানাকে জানার চেষ্টা করি, আর লেখালেখি থেকে পড়তেই বেশী পছন্দ করি

ইমদাদুল্লাহ

আমি মুসলমান, মুসলিম হিসেবে আমি গর্বিত

ইমদাদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সদকাতুল ফিতরা নিয়ে সমাজে একশ্রেণীর ফেতনাবাজ

০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:১৫


আমাদের সমাজে সব সময় এমন একশ্রেণীর লোক রয়েছে যারা হর-হামেশা দু-চার কথা কিছু জেনে বা না জেনে কিছু বুঝে বা না বুঝে বিসৃঙ্খলা সৃষ্টি করে, ফেতনা ছড়ানো ই এদের একমাত্র লক্ষ্য-উদ্দেশ্য, এছাড়া এদের আর কোন কাজ-কর্ম নেই, সারাক্ষণ শুধু এই ধান্ধা নিয়ে থাকে কি ভাবে সমাজে ফেতনা ছড়ানো যায়,
আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ফেতনাবাজ থেকে হেফাজত করুন আর সবাইকে দ্বীনের সমঝ দান করুন,
এখন মূল প্রসঙ্গে আসি, উপরোক্ত ছবিতে দেখা যাচ্ছে যে সদকাতুল ফিতর খাদ্য-দ্রব্য ছাড়া অন্য কিছু দ্বারা জায়েজ নেই, টাকা দ্বারা ও আদায় করা যাবে না, অথচ আমাদের সমাজের বিঙ্ঘ আলেম সমাজের ফতোয়া হল টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে, যার কারণে প্রতি বছর একটা নির্ধারিত টাকার অঙ্ক ধরে আমরা সদকাতুল ফিতরা আদায় করে থাকি, যাতে গরীব-দুঃখীরা অধিক লাভবান হয়,
আচ্ছা যারা বলে যে টাকা দ্বারা ফিতর আদায় করলে আদায় হবে না তারা গলা ফাটিয়ে বলিতেছে যে হাদীসে কোথাও টাকার কথা নেই, হাদীসে আছে খাদ্য দ্রব্যের কথা, খেজুর, গম,কিশমিশ যকার কথা, দলিল হিসেবে ইবনে উমরে হাদীস পেশ করেন,
এখন কথা হল ওরা যে হাদীস দিয়ে দলিল শুধুমাত্র সে হাদীস কেন? অন্য কোন হাদীসে কি ও তারা এ কথা দেখাতে পারবে যে রাসুল সাঃ খাদ্যদ্রব্যের কথা বলেছেন, শুধু বোখারী -মুসলিম নয় যে হাদীসের কিতাব হোক তবে সহীহ হতে হবে,
খাদ্য-দ্রব্যের কথাও তো কোন হাদীসে নাই,পারলে একটা হাদীস দেখাও
তাহলে কেন এত লফালাফালা আর ফালাফালি, কার কাছে এই পাঠ নিয়েছ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৫

নতুন বলেছেন: মনে হয় একই বলা হয়ে অল্প বিদ্যা ভয়ংকর

২| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৬

ইমদাদুল্লাহ বলেছেন: নতুন @ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.