নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় অজানাকে জানার চেষ্টা করি, আর লেখালেখি থেকে পড়তেই বেশী পছন্দ করি

ইমদাদুল্লাহ

আমি মুসলমান, মুসলিম হিসেবে আমি গর্বিত

ইমদাদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আহ্!!! ইচ্ছে করলেই কি ভূলা যায় সবকুছ

১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৫

ক্ষনিকের এই জীবনে চলার পথে কত মানুষের সাথে পরিচয় হয়।
অতি অল্প সময়ে কত সহজে মানুষ মানুষকে আপন করে কাছে টেনে নেয়, অনুভব করাই মুশকিল। তেমনি করে গত রমজানে কতক মানুষ আমাকে কাছে টেনে আপন করে নিয়েছিল। যেন আমি তাদের ই একজন। মনে হয় একেই বলা হয় হৃদ্যতা আর বন্ধুত্ব।
নূর মুহাম্মদ, সোহেল, বকুল ভাই, দেলোয়ার ভাই, সাদিক ভাই, সোহাগ ভাই, মিযান ভাই, নূরে আলম, হিরা,শামীম, আঃ মান্নান, নাঈম, রতন সহ আরো অনেকে তোমাদের খুব মিস করেছি পুরো মাসব্যাপী।
সেই ব্রিজ, মাচান, ঈদগাহ মাঠ, কুড়ের পাড় কিছুই ভূলিনি, এখনো যেন প্রতিদিন বিকেলে ঘুরে-ফিরি সেসব জায়গায়।বিকেল হলেই ভাবি এখন হয়তো অমুক কি-বা তমুকের সাথে এখানে না -হয় সেখানে যেতাম। আর বড়জোর কাউকে না পেলে বাচ্চা -পোলাপান তো ছিলই।
ওহ্ ভূলেই গিয়েছি নদীর কথা, নদীতে গোসল করার কথা।
আহ্!!! ইচ্ছে করলেই কি ভূলা যায় সব কিছু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.