নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় অজানাকে জানার চেষ্টা করি, আর লেখালেখি থেকে পড়তেই বেশী পছন্দ করি

ইমদাদুল্লাহ

আমি মুসলমান, মুসলিম হিসেবে আমি গর্বিত

ইমদাদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

পাঁচ লাখেই রফাদফা আর কেল্লা ফতেহ

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯

রাত অনেক হয়েছে , ঘুমোতে যাব শুয়েছি সবেমাত্র, চোখের পাতা বুজে আসছে, হঠাৎ কে যেন মৃদু স্বরে আমায় ডেকে বলছে কিরে আমাকে তোরা এত তাড়াতাড়ি ভূলে গেলি, ভূলবেই তো তোরা যে মর্ত্যের অধিবাসী, সব কিছুকেই খুব সহজেই ভূলে যেতে পারিস, আমার মত এভাবেই হয়তো সীমান্তে ফালানিরা ভারতীয় বর্বর জানোয়ার দের হাতে নির্মম -নিষ্ঠুরভাবে গুলি খেয়ে পাখির মত কাটাঁতারের উপর ঘন্টার পর ঘন্টা ঝুলে থাকবে, আর দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে, অমিয় ঘোষের মত আন্তর্জাতিক খুনিরা পার পেয়ে যাবে, আর মানবাধিকারের ধোঁয়া তুলে যারা কিবা যে সব সংস্থার হর্তা-কর্তারা সমাজে হাঁকডাক ছাড়ে তারা পাঁচ লাখ রুপীর দিয়ে সব রফাদফা করে কেল্লা ফতেহ করার ন্যায় নৈতিকতা আর মানবিকতাকে গলা টিপে হত্যা করে,

সে তার মত করে বলেই চলছে, আর আমি যেন মন্ত্রমুগ্ধের ন্যায় চুপচাপ শুনে যাচ্ছি, কি বলতে চেয়ে বলতে পারছি না, কি ব্যাপার আমাকে আবার এত রাতে কে ডাকে, একি ঘুমের ঘোরে নাকি বাস্তবে কিছুই বুঝতে পারছি না, তবে যাই হোক হয়তো ফালানিরা একদিন এভাবে ই আমাদের স্মৃতির অতল গহব্বরে হারিয়ে যাবে,

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


বিষয়টার উপর লজিক্যাল ভেবে লেখা সম্ভব; এত ঘুমের ঘোরের দরকার কেন? ভাবনা ও প্রকাশে সমস্যা?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

ইমদাদুল্লাহ বলেছেন: নেশার ঘোরে সব কিছু ভূলে যাওয়াই যে আমাদের আদত, লজিক্যাল ভাবে তো সবাই কলমবাজি করে আমি না হয় একটু - --------, ধন্যবাদ চাঁদগাজী

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:

ফেলানীর ব্যাপারটা আমাদের সবার মনের উপর চাপ ফেলে, তাই সঠিকভাবে লেখা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.