নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের শেষে ভোর আসিবে সেই আশাতেই রই, দিনের শেষে খুঁজে ফিরি শান্তি গেল কৈ?

মোহাম্মদ ইমরান হোসাইন

অসামাজিক মানব

মোহাম্মদ ইমরান হোসাইন › বিস্তারিত পোস্টঃ

রম্য কবিতা: আহারে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

গাড়ি করে বাড়ি যাচ্ছি,
রাস্তায় অনেক জ্যাম।
পাশেতে বসা রমনী এক,
গায়ের বর্ণ শ্যাম।
.
মিষ্টি করে দিত হাসি,
সে আমার দিকে চেয়ে।
আমি তো মহা খুশি,
পাশে এমন একজন পেয়ে।
.
আকা-বাকা পথ দিয়ে,
চলে যাচ্ছে বাস।
মাইয়াটা মোরে দিল ফাকি,
দিয়া এক্ষান বাঁশ।
.
পকেট থেকে মানিব্যাগ খান,
কখন যে দিল মেরে।
দুঃখে আমি কাইন্দা মরি,
সবাই কয়, 'আহারে'!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার হে কবি।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: ধন্যবাদ। তবে আমি কবি নই।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

দুখু বাঙাল বলেছেন: পৃথিবীর সব মানুষ কবি।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

রাজ বিদ বলেছেন: অপরিচিত মেয়ে,তার উপর মিষ্টি হাসি। বাঁশ তো অবশ্যম্ভাবী ছিল :)

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: তাও অবশ্য ঠিক। সবার মনেই এক ধরণের কবিত্ব থাকে। *বাঙাল

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: এই বুঝ টা যদি আগে বুঝতাম! *রাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.