নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের শেষে ভোর আসিবে সেই আশাতেই রই, দিনের শেষে খুঁজে ফিরি শান্তি গেল কৈ?

মোহাম্মদ ইমরান হোসাইন

অসামাজিক মানব

মোহাম্মদ ইমরান হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বড্ড বোকা সে!

৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:২২

খ্যাত টাইপের ছেলে শাওন, নিপা
মেয়েটাকে মন থেকে ভালোবাসলেও
মেয়েটা বরাবরই তাকে এড়িয়ে চলতো।
যদিও তারা একই ক্লাসে পড়ে।
কারণ মেয়েটার নজর ছিল তারই
ক্লাসমেট, বড়লোক বাবার সুদর্শন
ছেলে নিহান এর দিকে।
খুব অল্প দিনেই নিহান আর নিপার
প্রেম প্রেম খেলা বেশ জমে উঠেছে।
খুব কাছ থেকেই সব দেখতে পেত শাওন।
তার মনেতে ছিল বুক ফাটা কষ্ট, মুখে
ছিল কৃত্তিম হাসি। সে ভালোবাসায়
পরাজিত দেবদাশ হয়ে ঘোরে-বেড়াতে
পারে না। কারণ শাওন জানে, মাস শেষে
অনেক কষ্টেই তার লেখাপড়ার খরচ টা
বাবা ঠিক পাঠিয়ে দেন। স্বার্থপর
ভালোবাসার জন্য সাওন কখনো তার
বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসার
বুকে ছুড়ি দিতে পারে না। সব সয়ে সে
এগিয়ে চলে।
.
নিহান: জান, আমাকে কতটা ভালোবাস
গো?
নিপা: আমার সব টা দিয়ে ভালোবাসি
তোমায়।
: সত্যি গো জান? উচ্ছাসিত নিহান।
: হুম গো। নিপাও খুশি।
: তাহলে আর কিসের অপেক্ষা গো?
চলো ভালোবাসার টানে এক হয়ে যাই।
কথাটা বলে এগিয়ে আসে নিহান। নিপা
তার লজ্জায় আরক্ত মাথাটা নিচু করে
অপেক্ষা করে ভালোবাসার ছুঁয়া পেতে।
সে অপেক্ষা করে নিজেকে এই ছেলেটার
কাছে বিলিয়ে দিতে। ধীরে এক হয়ে
আসে দু'জন। রোমাঞ্চ, আনন্দ, সুখের
সাগরে ভেসে যায় দু'জন।
.
বন্ধুদের পাশে নিশ্চুপ হয়ে বিষণ্ন মুখে
বসে থাকে শাওন। তার বুকে প্রচন্ড
ব্যথা অনুভব করছে সে। যে ব্যথা
সারাবার মত কোনো ডাক্তার নেই
পৃথিবীতে।
পাশেই হৈ-হল্লরে মেতে থাকে বন্ধু
মহলের সবাই। নিহান আসতেই সবাই
চেচিয়ে উঠে।
: দুস্ত, পার্টি কিসের রে?
: নতুন জানুর সাথে লিভ টুগেদার এর
উদ্ভধনের।
আবারও আনন্দ চিত্কার করে মেতে
উঠে সবাই। শাওন এর কলিজা টা
শুকিয়ে কাঠ হয়ে গেছে। বুক ফেঁটে হচ্ছে
তার রক্তখরণ। অন্তরআত্নাও যেন
বের হতে ছট-ফট করছে।
ক্যান্টিনে বন্ধুদের আড্ডা থেকে
অসহ্য যন্ত্রনা নিয়ে বিষণ্ন মনে
বেড়িয়ে আসে সে।
পাশ দিয়ে ছুটে চলা বাস-ট্রাক কিছু
একটাকে নিজের জীবনের পরিসমাপ্তির
জন্য বেছে নিতে চায় ও। কিন্তু বাবার
ঘর্মাক্ত মুখ, মায়ের ময়লা কাপড়ের
আঁচল ওর পথ আটকে দেয়। নিজেকে
স্থির করে ও।
তবে মনেতে যন্ত্রনা কাজ করে ঐ
বোকা মেয়েটার জন্য। যে কিনা একটা
সময় তার চেয়ে হাজার গুন বেশি
যন্ত্রনা সহ্য করতে হবে। মনেতে শুধু
আফসোস। বড্ড বোকা সে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৮

আর. এন. রাজু বলেছেন: সুন্দর হয়েছে।

২| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫২

মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: ধুর কি লিখছেন এগুলা।

৪| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:১৩

মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: এটা লেখার কিছু না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.