নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের শেষে ভোর আসিবে সেই আশাতেই রই, দিনের শেষে খুঁজে ফিরি শান্তি গেল কৈ?

মোহাম্মদ ইমরান হোসাইন

অসামাজিক মানব

মোহাম্মদ ইমরান হোসাইন › বিস্তারিত পোস্টঃ

নারীর সম্মান কোথায়?

৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:২৭

¤¤ যখন কিছুই লোকানোর থাকেনা
তখন অনেক কিছুই
থাকে দুনিয়াকে দেখাবার।¤¤
Sunslik এর এই বিজ্ঞাপন টি দেখেন
নি এমন মানুষ
খুব বেশি নেই। কিন্তু বিজ্ঞাপনের
উপরুক্ত
কথাটির মাধ্যমে ওরা কি বুঝাল?
নারীর মাঝে যা আছে সবই কি দুনিয়াকে
দেখাবার জন্য!!! উদের কথার
মর্মার্থ টা এমন,
"নারীরা যখন সুন্দর হয় তখন তারা
নিজেকে সবার
সামনে মেলে ধরতে পারে। আর এতেই
নারীর
সম্মান বৃদ্ধি পায়!"
.
হায়! কি অদ্ভুত চিন্তা আর কি
অদ্ভুত বিজ্ঞাপন।
এই বহুজাতিক কম্পানি গুলি আমাদের
দেশেই
ব্যাবসা করছে। আর তার পন্য কিনছি
আমরাই।
কিন্তু কথা হল, ব্যাবসার উদ্দেশ্যে
বিজ্ঞাপনের
নামে এসব ব্যাহায়াপনা কেন? এটা কি
এদেশের সংস্কিতির অংশ হতে পারে?
.
প্রাচিন কাল থেকেই প্রচলিত একটা
প্রবাদ আছে 'লজ্জাই নারীর ভূষণ।'
মনোবিজ্ঞানের ভাষায় -
লজ্জা মানুষের সেই অনুভূতির নাম যার
কারণে
ব্যাক্তি নিজেকে উপস্থাপন করতে
দ্বিধায়
ভোগে। এই উপস্থাপন হতে পারে
ব্যাক্তিত্বের,
বাহ্যিকতার কিংবা চারিত্রিক
বৈশিষ্টের।
তাহলে এই বিজ্ঞাপন, শুধু এটা নয়
এমন অসংখ্য
বিজ্ঞাপন বা কথা মিডিয়া আমাদের
মাঝে
প্রচার করছে এসবের উদ্দেশ্য কী?
নারীদের
খুলামেলা ভাবে উপস্থাপনের মাধ্যমে
কি
তাঁদের সম্মান বাড়ে? আরে যার মাঝে
লজ্জাবোধ না থাকে তার আবার
কিসের
সম্মান?
কিন্তু পুঁজিবাদী সমাজ তাদের নিজের
স্বার্থে
সমাজে এমন একটা বিষাক্ত বীজ
বপনের চেষ্টা
করছে যে, খুলামেলা ভাবে নিজেকে
উপস্থাপন
করার মধ্যেই নারীর সম্মান।
আর আজ আমাদের নারী সমাজ ঐ
স্বার্থবাদীদের
রোপন করা বীজের চারা হয়ে উত্থিত হচ্ছে।
নারীরা
প্রতিযোগীতায় নামছে কে কতটা
নিজেকে
প্রকাশ করতে পারে। নিজেকে প্রকাশ
করতে
পারাটাই যেন উদের চরম তৃপ্তি।
.
একটা কথা সবায় জানে এবং জানা
দরকায় যে,
সমাজে যখন নারীরা অশ্নিল হয়
পুরুষরা তখন
স্বাভাবতই চরিত্র হারায়।
আর এভাবেই পশ্চিমা সমাজ অতি
সূক্ষ ভাবে
আমাদের সমাজ ও সংস্কৃতিকে ধ্বংস
করে চলছে।
আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে
আমাদের
লজ্জা আর চরিত্র নামের অমূল্য
সম্পদ সমূহ।
.
শেষ একটা কথা বলে শেষ করছি.
নারীরা
প্রায়সই বলে আমরা তাদের নিয়ে এত
মাথা
ঘামাই কেন?
উত্তর টা হচ্ছে, কারণ
পরোক্ষ ভাবে
আপনাদের উপরেই সমাজ টা
নির্ভরশীল। একজন
নারী যখন চায়, তখন সে তৈরি করতে
পারে
একজন চরিত্রবান স্বামী। একজন মা
চাইলে তৈরি
করতে পারে একজন সুসন্তান।
পুরুষ জাতি নারী হীনা অচল। নারী
আমাদের
মা. বোন, প্রিয়তমা; আমাদের
উত্সাহের মূল স্তম্ভ।
আর তাই নারী যেদিকে মোর নেয়
পুরুষরাও বাধ্য
হয়ে সেদিকে চলতে হয়। নারী যখন
লজ্জাশীল হয়
পুরুষরা তার চরিত্র নষ্টের সুযোগ
পায় না। কিন্তু
নারি যখন নির্লজ্জ হয়, নিজেকে
প্রকাশ করতে
পছন্দ করে তখন পুরুষের চরিত্র ঠিক
রাখা অনেক
বেশিই অসম্ভব হয়ে যায়।
.
লজ্জাশীল নারী আর চরিত্রবান
পুরুষের সৃষ্টির
মাধ্যমে সুন্দর হোক আমাদের প্রিয়
সমাজটা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৬

হৃদয়হীন মানব বলেছেন: ধন্যবাদ ভাই অনকে সুন্দর লিখেছেন।

২| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:১৫

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর একটা বিষয় আলোকপাত করেছেন।
“লজ্জাশীল নারী আর চরিত্রবান
পুরুষের সৃষ্টির
মাধ্যমে সুন্দর হোক আমাদের প্রিয়
সমাজটা।” .....অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ ইমরান হোসাইন ভাই।

৩| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:১৭

মোহাম্মদ ইমরান হোসাইন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.