নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

"ফেসবুকীয় কাব্য"

২৮ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৮

নির্মলেন্দু গুন- এর 'তোমার চোখ এত লাল কেন?' অবলম্বনে-

'এত রাতে অনলাইনে কেন?'
-ইমরান

আমি বলছি না ফ্রেন্ডলিস্টে রাখতেই হবে,
আমি চাই কেউ একজন আমার প্রোফাইলটা দেখুক,
শুধু টাইমলাইনে ঢুকে পোষ্টগুলি দেখবার জন্য।
স্ট্যাটাস আপডেট দিতে দিতে আমি ক্লান্ত।

আমি বলছি না ফ্রেন্ডলিস্টে রাখতেই হবে,
আমি চাই কেউ আমার প্রোফাইল পিকচারে লাইক দিক।
আমি কিপ্যাড হাতে নিয়ে কাউকে আমার স্ট্যাটাসে কমেন্ট করার জন্য অপেক্ষা করতে বলছি না।
আমি জানি এই কাট কপি পেস্টের যুগ
ফেসবুক ইউজারদের মুক্তি দিয়েছে স্ট্যাটাস লেখার দায় থেকে।

আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুকঃ
আমার স্ট্যাটাস শেয়ার করা যাবে কি না, ট্যাগ করা যাবে কি না,
প্রফাইলে এবাউট মি- তে আরো কিছু তথ্য যোগ করতে হবে কি না।
নিউজ ফিড, নোটিফিকেশন আমি নিজেই পড়তে পারি।

আমি বলছি না ফ্রেন্ডলিস্টে রাখতেই হবে, আমি চাই কেউ আমার প্রফাইলটা দেখুক।
কেউ আমাকে পোক দিক।
রাতভর চ্যাটিংয়ের সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুকঃ 'এত রাতে তুমি অনলাইনে কেন?'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৬

শাহরীয়ার সুজন বলেছেন: হুম ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.