নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

"ভালোবাসার_টাকি_মাছ_আর_ছাই_নীতি"

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

দুইজন নর-নারীর অন্তস্থপ্রনয় বা ভালোবাসার সম্পর্ক অনেকটাই 'টাকি' মাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেখানে নর-নারীর যেকোন একজন সর্বদা 'টাকি মাছ' হবে। আর অপরজন হবে 'ছাই'। বেশীরভাগ ক্ষেত্রে মেয়েরাই টাকি মাছের ভূমিকায় অবতরন করে। তবে অনেক ক্ষেত্রেই এর ব্যাতিক্রমটাও ঘটে। একটা প্রনয় যতদিন পর্যন্ত গভীরতায় পৌছায় না, ততদিন সাধারনত যে কোন একজনের গা ছাড়া দেয়া ভাব পর্যবেক্ষিত হয়। এক্ষেত্রে যদি মেয়েটি সম্পর্কের শুরুতে টাকি মাছের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে সম্পর্কের গভীর পর্যায়ে ছেলেটি টাকি মাছে রুপান্তরিত হবে এবং তখন মেয়েটি ছেলেটির ভূমিকায় অবতীর্ণ হবে। সেই অর্থেই হয়তো জনৈক মহাজ্ঞানী বলেছিলেন "পিরিতি কাঠালের আঠা, লাগলে পারে ছাড়ে না।" একটি সম্পর্ক একবার শুরু হলে তার ইতি টানা কখনোই সম্ভব হয় না। তা যুগে যুগে, কালে কালে আবর্তিত হয়। বিচ্ছেদের মাধ্যমে এর অবসান কখনোই সম্ভব নয়। বিষয়টা আত্মিত। আর আত্মার সাথে কোন কিছুই বিচ্ছেদ করা সম্ভবপর নয়। বিচ্ছেদ শব্দটি শুধু মাত্র ভুলে থাকার একটা অপপ্রচেষ্টা।।

(একান্তই ব্যাক্তিগত ধারনা বা মতামত। সুতরাং মতের ভিন্নতা আসতেই পারে। এর জন্য ইমু দায়ী নয়। ) B-) :P :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.