নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

‪#‎ফেসবুকীয়_কাব্য

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

হেলাল হাফিজ- এর 'প্রস্থান' কবিতা অবলম্বনে-

"নোটিফিকেশন"
-ইমু

এখন তুমি কোথায় আছ, কেমন আছো? ফেসবুকেতে স্ট্যাটাস দিয়ো।
এক বিকেল মেলায় গিয়ে জোরপূর্বক কেনা নীল শাড়িটা
বিকেল বেলায় তোমার গায়ে কেমন লাগে, সেই ফটোটা আপলোড দিয়ো।
ফেসবুকের কোন পেজটা আমার মতো খুব ব্যাথিত
শকুন চোখে তাকিয়ে থাকে লাইকের দিকে, স্ট্যাটাস দিয়ো।
কোন কমেন্টটা অষ্টপ্রহর খোঁচা মারে মনের ভাজে
কোন ফটোটা আভাস দেয় সাঈদী সাহেব চাঁদের মাঝে
স্ট্যাটাস দিয়ো, স্ট্যাটাস দিয়ো।

আর না হলে আনফ্রেন্ড অথবা ব্লক করিও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে ফ্রেন্ড লিস্ট কমে, কার কী তাতে?
আমি না হয় ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে ভুল করেছি, ভুল করেছি
ফেইক আইডি-কে মুচুয়াল ফ্রেন্ড ভেবে চ্যাটিং করে
রাত দুপুরে ঘুমটাকে খুন করেছি, কী আসে যায়?

এক পোষ্টে-তে কতটা আর ট্যাগ হবে,
এক মানবী কতটা আর পোক দেবে।।

:P:P:P:P

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:২২

তাশমিন নূর বলেছেন: হাসতেই আছি। খুব ভালো হয়েছে প্যারোডি। :D :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.