নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

" ছ্যাকা কাব্য"

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কতটুকু জ্বালানী ঢেলে দিয়েছ বুকে?
তার কি কোন সঠিক হিসেব দিতে পারবে?
তার হিসেব না হয় বলতে না-ই পারলে,
অন্তত বলে দাও কোন প্রকারের দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আমাকে জ্বালাচ্ছ?
কবে নাগাদ তা জ্বলতে জ্বলতে শেষ হতে পারে?

জ্বালিয়ে পুড়িয়ে যদি ছাড়খাড়-ই করবে,
তবে কেন নাইট্রো-এর মতো উচ্চ দাহ্য ঢেলে দিয়ে করলে না কেন?
হয়তো যন্ত্রনাটা একটু বেশি হত,
কিন্তু তা হয়তো অল্প সময়ই অধিক শিখা সহিত জ্বলে এবং জ্বালিয়ে ছাড়খাড় করে ছাড়ত।

মোমের মতো ধোয়াহীন শিখায় জ্বালাচ্ছ?
কিন্তু মোম ও তো একটা সময় নিঃশেষ হয়ে যাবার কথা।
তবে এতদিনেও হচ্ছে না কেন?
নাকি সালফিউরিক এসিডের মতো তীব্র কোন এসিড ঢেলে দিয়েছ বুকের মধ্যখানে?
সর্বদা দহন করেই চলছে তো আমাকে।

নাকি সূর্যের মতো অপিরিসীম হিলিয়ামে পূর্ণ করে দিয়েছ সারাটিক্ষণ জ্বলার জন্য?
আমৃত্যু কি জ্বলেই যাব তাহলে?
ট্রাকের জ্বালানী ট্রাংকের মতোই তো
এখন বলতে ইচ্ছে হয় 'জম্ন থেকেই জ্বলছি।'
এবং এ জ্বলন জ্বলবেই, যতক্ষণ পর্যন্ত বুকের মধ্যে অক্সিজেন সরবরাহ চলবে।
ধুকে ধুকে এ যন্ত্রনা আর সহ্য করতে পারছি না,
ইচ্ছা করে সেচ্ছায় দহন প্রকৃিয়া বন্ধ করে দেই।
ফিরে চলে যাই না ফেরার দেশে।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

কালের সময় বলেছেন: ভালো লাগলো পড়ে কবিতা =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.