নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমু হবার ইচ্ছে আমার নেই, ইমু হয়েই না হয় থাকলাম।হরহামেসা খরচ হওয়া বড় নোটটগুলি না হয় হতে পারলাম না, হৃদয় নামক মাটির ব্যাংকে না হয় জমা হলাম কিছু খুচরো পয়সা হয়ে।

ন্যানো ব্লগার ইমু

ঘর পোড়া গরু হয়েও সিঁদুরে মেঘকেই ভালবাসি।।

ন্যানো ব্লগার ইমু › বিস্তারিত পোস্টঃ

"ভাইয়া ভাইরাস"

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

#ভাইয়া_ভাইরাস

বর্তমান যুগের আধুনিকাদের মাঝে যে সংক্রামনটির প্রাধুর্ভাব বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে তা ভাইয়া ভাইরাস নামে অভিহিত করা যায়। সংক্রামনটির প্রাধুর্ভাব আজকাল এতোই লক্ষণীয় হয়ে উঠেছে যে, তা দিন দিন বেশীর ভাগ অবিবাহিত নারীর মাঝে বহুল প্রচলিত একটা স্বাভাবিক ব্যাধিতে পরিনিত হয়েছে। অনেকটাই এই ব্যাধিকে মাথা ব্যাথা বা চোখে কম দেখার মতো রোগগুলোর সাথে তুলনা করা যায়।

নিজের ভাই থাকা সত্ত্বেও দেখা যায় কমপক্ষে একটা সাবসিডিয়ারি ভাইয়া থাকা মেয়েদের থাকা এখন একটা রীতি বা প্রথা হয়ে দাড়িয়েছে। ক্ষেত্র বিশেষে, এই ভাইয়া ডাকটি 'ভায়া', 'ভাইয়য়য়য়া', এমনকি 'ভাইয়া রে' তে বিবর্তিত হতে দেখা যায়। বিপরীতে ভাইয়াগুলোও 'আপুনি', 'আপি', 'আপ্পি' এর মতো সুন্দর সুন্দর ডাকে আপুদের মন ভরিয়ে তুলে।

ভাইয়াদের বিশেষ কিছু সাদৃশ্যিক বৈশিষ্ট্যঃ-

* ভাইয়ারা অনেক বেশী শেয়ারিং, কেয়ারিং হয়ে থাকে। যা নিজের মায়ের পেটের ভাইও পারে না। (মায়ের চেয়ে মাসির দরদ বেশি)

* ভাইয়ারা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে।

* অনেক বেশী রোমান্টিক ও আবেগী হয়ে থাকে।

* যে কোন প্রকার সমস্যায় এরা অগ্রগামি। নিজের বাবা-মা কিংবা বয়ফ্রেন্ডের সাথে শেয়ারের পূর্বে ভাইয়া-ই অগ্রাধিকার পায়।

* ভাইয়া হতে হলে স্মার্ট, গুড লুকিং এবং হ্যান্ডসাম, নূন্যতম অর্থবিত্ত, আর বিশেষত ক্ষমতার জোর থাকা আবশ্যক।

উপরোল্লিখিত বৈশিষ্ট্যগুলি ছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য প্রতীয়মান। যেগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে সেগুলো উহ্য রাখলাম। কারন অনেকেই বলতে পারেন সব ভাইয়া এক রকম না। তবে এটা বলতে চাই ভাই এবং ভাইয়া কখনো এক হতে পারে না। মনের ভুলেও ভাইয়াকে ভাই ভাবা উচিৎ নয়, ভাবলে তা হবে মহাপাপ। তাই এবার বিশ্ব ভালোবাসা দিবসের প্রতিপাদ্য হোক "ভাইয়া সম্পর্ক, প্রকৃত স্পর্কের অন্তরায়। অবৈধ সম্পর্ক নয়, সুষ্ঠু সম্পর্ক চাই।"


(ব্যাক্তিগত মতামতঃ সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে কখনো কোন ভাইয়া ভাইরাস আক্রান্ত কাউকে বিয়ে করবো না। মেয়ে দেখতে গেলে এটাই হবে আমার পূর্বশর্ত এবং মেয়ের প্রতি একমাত্র জিজ্ঞাসা। মেয়ের পূর্বে রিলেশন থাকলে কিংবা অন্য জায়গায় বিয়ে হয়ে থাকলেও আমার কোন সমস্যা নেই, আমি তাকে নিয়ে সংসার করতে রাজি। তবে কোন ভাইয়া সারাজীবন মগজ ধোলাই করুক কিংবা নাক গলাক সেটা মোনে নিতে পারবো না। আর যদি এ রকম কাউকে খুজে না পাওয়া যায় তবে সারাজীবন চিরকুমার থেকে যাবো সেই সিদ্ধান্তে দৃঢ়সংকল্পবদ্ধ।)

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

নূসরাত তানজীন লুবনা বলেছেন: গুড ডিসিশন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০

ন্যানো ব্লগার ইমু বলেছেন: একটা মানুষ সারাজীবন বিয়ে করতে পারবে না, সেটাকে আপনি গুড ডিসিসন বলছেন? :( আপনার মনে কি কোন দয়া মায়া নেই? :(

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!!!!!!!!!!!!!!

ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!

এই ভাইরাস তো অনেক আগেই আমাকে ধরেছে........

আমার থেকে এখন প্রায় সবার ধরেছে ভাইয়ামনিটা!!!!!!!!!!!!!!!!!


এখন কি হবে!!!!!!:(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

ন্যানো ব্লগার ইমু বলেছেন: কস্কি মমিনা!!! খাইছে রে!!!

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

শায়মা বলেছেন: এই পোস্ট প্রিয়তে রেখে দিচ্ছি ভাইয়ামনি!!


আর নীচের সারাংশ পড়িয়া এই মর্মে উপনীত হইলাম যে তোমার আর ইহজীবনে বিয়ে করা হচ্ছে না ভাইয়া!!!:(

আহারে ভাইয়াটা!!!!!!!!:( :( :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫

ন্যানো ব্লগার ইমু বলেছেন: এভাবে আশাহত করবেন না। :( মারা পড়বো তাহলে।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:

মানুষ মানুষের সাথে থাকতে চায়, আপনার সমস্যা কোথায়?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

ন্যানো ব্লগার ইমু বলেছেন: ভাই সমস্যাটা হয় তখনি যখন এই ভাইয়াটা কিংবা আপুনিটা ১৪ ফেব্রুয়ারিতে রিক্সায় ঘুরতে বেরোয়। আবার কেউ কেউ চক্ষুলজ্জা ভেঙ্গে গোপন অভিসার করতে দেখা যায়।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: ঐ ভাইয়া আমি মোমিনা না!

আমি তোমার এত্তা আপুনি!:)

:P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

ন্যানো ব্লগার ইমু বলেছেন: আমি কারো ভাইয়য়য়য়য়য়া হতে চাই না। আমার কোন আপুনি দরকার নেই। আমার নিজেরই ছোট একখান বোইন আছে। ওর দেখাশুনাই ঠিক মতো করতে পারি না।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

শায়মা বলেছেন: আমি তো ছোটবোন না ভাইয়া!!!!!!!!!! আমি তো বড় বোন আমার দেখা শোনার দরকার নেই ( মনে মনে এক নাম্বারের দায়িত্ব হীন ভাই বুঝাই যাচ্ছে)


:) :) :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

ন্যানো ব্লগার ইমু বলেছেন: আপনি বড় বোন হলে কোন সমস্যা নেই, কিন্তু বড় আপুনি কিংবা আপি হইলে কিঞ্চিৎ সমস্যা রয়েছে ;) ;)

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

জুন বলেছেন: তবে কোন ভাইয়া সারাজীবন মগজ ধোলাই করুক কিংবা নাক গলাক সেটা মোনে নিতে পারবো না। আর যদি এ রকম কাউকে খুজে না পাওয়া যায় তবে সারাজীবন চিরকুমার থেকে যাবো সেই সিদ্ধান্তে দৃঢ়সংকল্পবদ্ধ।)
=p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

ন্যানো ব্লগার ইমু বলেছেন: কতটুকু দুঃখ মনে জন্মাইলে মানুষ এই রকম সংকল্প করতে বাধ্য হয় তা নিশ্চয় বুঝতে পারছেন :( :(

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: জুন আপু ইমু ভাইয়ার ভবিষ্যৎ ঝরঝরা তাইনা !!!!!!!!!!! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.