নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে আকাশে যাবে জ্বলে, নক্ষত্র অনেক রাত আরও

এনামুল রেজা

আমাকে খোঁজনা তুমি বহুদিন, কতোদিন আমিও তোমাকে..

এনামুল রেজা › বিস্তারিত পোস্টঃ

দস্তেভয়েস্কির নোটস ফ্রম দি আন্ডারগ্রাউন্ডঃ আমাদের ভূগর্ভবাসের বয়ান

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৬

নিরন্তর অস্তিত্ব সংকটে ভুগছে, এই ধরণের মানুষ আমাদের চারপাশে মেলা আছে।

দোকানে সদাই কিনতে গেলে যে লোকটার মনে হয়, দোকানি তাকে গুরুত্ব না দিয়ে অন্য ক্রেতাকে গুরুত্ব দিচ্ছে। কিংবা রাস্তায় হাঁটার সময় মনে একটা শংকা কাজ করে, “সবাই কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে, নিশ্চয়ই বাজে দেখাচ্ছে আমাকে!”

সবচেয়ে বড় সংকট হয় জমজমাট কোন আড্ডায়। ওই লোকটা ভাবে, তার কথা কেউ তেমন শুনছেনা, তার দিকে কেউ খেয়াল করছেনা!

মানব চরিত্রের বড় জটিল কিন্তু স্বাভাবিক একটা দিক হচ্ছে এই অস্তিত্ব সংকটে ভোগা। মজার বিষয় সমাজের নিম্ন স্তরের মানুষ কিন্তু এ ধরণের কোন ঝামেলায় পড়েনা। উচ্চবিত্তও না। এ সমস্যার মূল ভুক্তভোগী হল মধ্যবিত্ত কিংবা সমাজের নিম্ন মধ্যবিত্তরা।



হঠাৎ এইসব নিয়ে কেন লিখছি? লিখছি কারণ লিখতে বাধ্য হচ্ছি। ফিওদর দস্তেভয়েস্কির “নোটস ফ্রম দি আন্ডারগ্রাউন্ড” পড়া শেষ করে কিভাবে বসে থাকা যায়? দুকলম যে লিখতে শিখেছে, সে লিখবেই। যে লিখতে পারছেনা, সে থম মেরে বসে থাকবে পর পর দুদিন!



নিয়তির সন্তান মানুষ মাঝে মাঝে নিজ হাতে নিজের সর্বনাশ ডেকে আনে। আপন দুর্ভাগ্য সে খাল কেটে কুমির আনার মতো নিজের জীবনে ডেকে আনে, সর্বনাশা মনের বিচিত্র সব অনুভবে জর্জরিত হয়েই। তাহলে দুঃখে জর্জরিত মানুষ শেষ পর্যন্ত অভিযোগের আঙুল কার দিকে তুলবে? নিজের দিকে কি আঙুল তোলা যায়?

ব্যক্তিত্বের দ্বন্দে ভুগতে ভুগতে তখন সে নিজেকে ভাবতে থাকে অন্ধকার গর্তে বাস করা ইঁদুরের মতো। নিজের গল্পগুলো তখন সে বলতে থাকে ওই গর্তে বসে বসেই!



বইটা দুটো ভাগে ভাগ করা। প্রথম পর্ব “ভূগর্ভবাস” এ নামহীন এক সরকারি কর্মচারি নিজের মনের ভিতর চলতে থাকা চিন্তা ভাবনা আপনার সামনে উগরে দেবে। ছোট্ট একটা উদাহরণ দেয়া যেতে পারে। নিজের বক্তব্য সম্পর্কে তার মতামত হলো, আপনার দাঁতে ব্যাথা হলে প্রথমে আপনি অসম্ভব যন্ত্রণা টের পাবেন, পেতে পেতে এক পর্যায়ে কিন্তু আপনি ওই অসম্ভব যন্ত্রণা থেকেই আনন্দ খুঁজে পাবেন!

বইয়ের দ্বিতীয়াংশ হলো “তুষারপাতের গল্প”। সেই সময়ের গল্প যখন এ গল্পের নামহীন নায়কের বয়স ২৪। ওই যে দাঁতে ব্যাথার উদাহরণ দিলাম, গল্পটা দাঁড়িয়ে যাবে ওই উদাহরণের উপরেই। কি সেই বিচিত্র নিয়তির গল্প?

জানতে পড়ে ফেলা যেতে পারে ফিওদর দস্তেভয়েস্কির “নোটস ফ্রম দি আন্ডারফ্রাউন্ড”। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বইটার চমৎকার অনুবাদ বেরিয়েছে “অজ্ঞাতবাসের পত্র” শিরোনামে। সাবলিল আর সুপাঠ্য অনুবাদ করেছেন খন্দকার মাজহারুল করিম। অনেকের মতেই অস্তিত্ববাদের উপর লেখা প্রথম উপন্যাস এটিই।

আর দস্তেভয়েস্কি সম্পর্কে নতুন করে কি বলবো? রাশিয়ার এই মহান ঔপন্যাসিক সম্পর্কে আমাদের গল্পের যাদুকর হুমায়ুন আহমেদ বলেছিলেন, “পৃথিবীর তাবৎ ঔপন্যাসিক যে লোকটির কোটের পকেট থেকে বেরিয়েছেন, তিনি হলেন ফিওদর দস্তেভয়েস্কি!”

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৮

সচেতনহ্যাপী বলেছেন: সত্যিই এর আনন্দ অনেক। রাত নিঃশ্চিন্তে একঘূমে পার করা।।
প্রবাসে থাকার কারনে বইটি (আরো অনেক বই, খবর দৃষ্টির বাহিরে থেকে যায়) পড়া হয় নি। একই কারনে লেখকের অনেক লেখাই আমার কাছে অপরিচিত।।ধন্যবাদ নুতন একদিক খুলে দেওয়ার জন্য।।

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

এনামুল রেজা বলেছেন: পড়া শুরু করতেই দেখবেন পরিচয় অনেক গাঢ়ো হয়ে গিয়েছে।
ধন্যবাদ আপনাকেও।

২| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


বই নিয়ে বিশ্লেষণ ভাল লাগল।

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ জানবেন। :)

৩| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২১

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো ব্যাখ্য্ ।



প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

সময়ের ডানায় বলেছেন: সুন্দর বিশ্লেষন।++++

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ রইলো..

৫| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লিখছেন।

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

এনামুল রেজা বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:২৭

ডি মুন বলেছেন: এর আগেও একদিন একটা লেখায় পড়েছি বইটার কথা। আজ আপনার পোস্টটা পড়ে আবারো জানলাম এ সম্বন্ধে।

বইটা এখনো পড়া হয়নি। :( আশা করছি খুব শীঘ্রই পড়া হবে।

এমন সুন্দর বিশ্লেষণধর্মী পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

এনামুল রেজা বলেছেন: সময় করে পড়ে ফেলুন।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৩২

খুলনার শের বলেছেন: খুব সুন্দর বিশ্লেষন্ধর্মী পোস্ট।

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

এনামুল রেজা বলেছেন: আপনার নামটিও খুব সুন্দর। খুলননার শের.. আমি নিজেও খুলনার...

৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৫৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: উড়ে! খাইসে পৃথিবীর তাবৎ ঔপন্যাসিক যে লোকটির কোটের পকেট থেকে বেরিয়েছেন .... !??!
ভয় ই পাইলেম!
উনার উপন্যাস পাওয়া যাবে কোথায় অনলাইনে??
সোর্স দেবেন প্লীজ??

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

এনামুল রেজা বলেছেন: অনলাইনে ইবুক পেতে পারেন ইংরেজী ভার্সনটা। তবে বাংলা অনুবাদ ইবুকের সন্ধান আমার জানা নেই.. রকমারি থেকে কিনে ফেলুন, আর ঢাকায় থাকলে বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে পেয়ে যাবেন...

৯| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৫৫

এইচ তালুকদার বলেছেন: নোটস ফ্রম আণ্ডারগ্রাউণ্ড এই সেমিষ্টারে আমার পাঠ্য,সত্যি বলতে কি এই উপন্যাস বা এক্সিজটেনশিয়ালিজম কিছুই এখনো বুঝে উঠতে পারি নি। :|

২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৯

এনামুল রেজা বলেছেন: তাই? এতো চমৎকার বই পাঠ্য হলে সেটা আনন্দময় হবে, চিন্তা করবেন না একদম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.