নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে আকাশে যাবে জ্বলে, নক্ষত্র অনেক রাত আরও

এনামুল রেজা

আমাকে খোঁজনা তুমি বহুদিন, কতোদিন আমিও তোমাকে..

এনামুল রেজা › বিস্তারিত পোস্টঃ

দুটি অ্যান্টি-প্যারাবল

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

ইবলিশ

ঢাকার অদুরেই হচ্ছিলো ওয়াজমাহফিলটা। ধার্মিক বক্তা সাহেব গুরু গম্ভির কন্ঠে নারীদের অবণতির বয়ান দিচ্ছিলেন। রগরগে অশ্লীল বর্ণনা (মেয়েরা বেহায়া হয়ে গেছে, রাস্তায় নামলে অনেকে মাথায় হিজাব দেয়, বুকে ওড়না থাকেনা, শাড়ি পড়লে নাভী দেখা যায় ইত্যাদি)।

লোকজন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে (সবার মনে তার রগরগে বর্ণনার পিকচারাইজেশনও হচ্ছে)।

হঠাৎ করেই সেই ধর্মসভায় (নামেই) শয়তান নেমে এলো। সাক্ষাৎ ইবলিশ। সবার আগে ভয় পেয়ে মাওলানা সাহেব দৌড় লাগালেন নিকটবর্তি মসজিদের দিকে। ইবলিশের ভয়ার্ত চেহারা দেখে লোকজনও ইমামের পিছু পিছু দৌড়ুতে লাগলো। জান বাঁচানো ফরজ বিধায়, সামনের জনকে ধাক্কা মেরে, দু একজন মাটিতে উলটে পড়েছে- তাদের মাড়িয়েই সবাই ছুটতে লাগলো ইমামের পিছে পিছে। মসজিদের দিকে।

ইবলিশ আনন্দে আটখানা হয়ে তার চেহারা আর আকৃতিকে আরও বিকট এবং ভয়ংকর করে তুললো। কিন্তু অবাক হয়ে সে লক্ষ করলো ওয়াজ ছেড়ে সবাই দৌড় মেরেছে জান বাঁচানোর জন্য, কিন্তু মাঠের মাঝখানে এক অতি বৃদ্ধ লোক শান্ত হয়ে বসে আছে। শয়তান রাগে গর্জন করতে করতে বুড়োটার দিকে এগিয়ে গেল।

-ওই বুড়ো, তুই কি জানিশ না আমি কে?

-জানি। তুই শয়তান। ইবলিশ।

-তাহলে দৌড়ে পালাচ্ছিশনা কেনো?

-পালাচ্ছিনা, আমার ইচ্ছা।

শয়তান বিস্মিত কন্ঠে শেষ প্রশ্নটা করলো- আমাকে কেন ভয় পাচ্ছিশ না তুই? চেয়ে দেখ, আমার ভয়ে পুরো এলাকা খালি হয়ে গেছে!

বৃদ্ধটির কন্ঠ হঠাৎ করুণ শোনালো। -তোকে আর কি ভয় পাবো? তোর বোনের সাথে সংসারই করছি ৪৮ বছর ধরে।

-------------------

বিদেশি গল্পটা খানিক দেশি করে নিয়ে বলা গেলো। না বুঝলে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই। নিকটবর্তি বিবাহিত লোকজনেরা একে অন্যের সাথে পরামর্শ করতে পারেন। জরিপে দেখা গেছে শতকরা ৬০ ভাগ দম্পতি মনে মনে একে অন্যকে ইবলিশের বোন বা ভাই ভাবেন।



কনফেশন

খ্রিষ্টান ধর্মে সরাসরি কনফেশন এবং পাপমোচনের রীতি আছে। অপরাধ করার পর অনুতপ্ত ব্যাক্তি পাপ স্বীকার করলে যিশু সব পাপ শুষে নেন, এমনি তাদের ধর্ম বিশ্বাস। ব্যাপারটা নিয়ে পশ্চিমা দেশগুলোতে বেশ চমৎকার কিছু গল্প লোকের মুখে মুখে ঘোরে। এই গল্পটা পড়ে আমি আর কোন নির্দিষ্ট ধর্মের বেরিকেডে থাকতে পারলাম না।

এক লোক চার্চে এসে ফাদারের কাছে স্বীকার করলো- সে ব্যাভিচার করেছে পরনারীর সাথে। এখন গ্লানী বোধ করছে। পাপমোচন করতে চায়।

ফাদার আকাশ থেকে পড়লেন। কারণ তার নিজেরই গোপন সম্পর্ক ছিলো শহরের নামকরা সুন্দরী কিছু নারীর সাথে। কন্ঠে শংকা নিয়ে তিনি জানতে চাইলেন- তুমি কি লর্ড জিমের স্ত্রী ম্যারি ব্রাউনের সাথে ব্যাভিচার করেছো?

লোকটা বলল- না। কিন্তু কার সাথে করেছি, আপনাকে আমি বলবোনা ফাদার।

ভালো। তুমি কি তাহলে ঠিকাদার ক্যারনের মেয়ে সিলভিয়া স্মিথ এর সাথে ঘুমিয়েছো?

না। কিন্তু কার সাথে শুয়েছি, আমি বলতে বাধ্য নই ফাদার। আমি শুধু প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে রক্ষা করুন।

ফাদার হাঁপ ছেড়ে বললেন- অবশ্যই তুমি ক্ষমা পাবে বৎস। যেহেতু তুমি ইশ্বরের সামনে পাপ স্বীকার করেছো, তিনি তোমার সমস্ত পাপ শুষে নেবেন।

চার্চ থেকে খুশি মনে বেরুতেই লোকটাকে তার বন্ধু জিজ্ঞেস করলো- তুই কি ক্ষমা পেয়েছিস?

লোকটা একগাল হেসে বলল- ক্ষমা? ওটা তো পেয়েছিই। সাথে দুই সুন্দরী নারীর সন্ধানও পেয়েছি!



এনামুল রেজার গল্প

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬

মামুন রশিদ বলেছেন: বেশ লেগেছে ।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ রইলো। :)

২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা বেশ মজা পেলাম :)

ভালো থাকবেন ভ্রাতা :)

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

এনামুল রেজা বলেছেন: মজা পেলে আমারও মজাই লাগে।
শুভকামনা রইলো রায়হান ভাই। :)

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দু’টি লেখাই মজার।

এনামুল রেজাকে নিয়মিত দেখতে চাই.......



//এই গল্পটা পড়ে আমি আর কোন নির্দিষ্ট ধর্মের বেরিকেডে থাকতে পারলাম না।// -হাহাহা!

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

এনামুল রেজা বলেছেন: নিয়মিত হবার চেষ্টা চলছে মইনুল ভাই।

ইন্ডিকেইটেড লাইনটা নিয়ে ফেবুতে তর্কাতর্কিও হইসে বিস্তর। :)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৩

সকাল হাসান বলেছেন: হাহহাহা! এই কনফেশনের লাভ কি? :P

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২১

এনামুল রেজা বলেছেন: লাভ আদতে কিছুই না। লোক দেখানো হলো, যে অনুতপ্ত আমি.. নিজের আত্মার কাছে বেশির ভাগ মানুষ অপরাধী হলেও, সমাজের কাছে নিজেকে পবিত্র করে তুলে ধরতে যেকোনো কিছুই সে করতে পারে। :)

৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। এ্যান্টি প্যারাবল মানে কী?

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮

এনামুল রেজা বলেছেন: প্যারাবল হচ্ছে নীতিমূলক অনূগল্প।
যদিও আমার মনে হয়, লেখক নিজস্ব দর্শন এখানে প্রবেশ করাতে পারেন, সেক্ষেত্রে গল্পগুলো একান্ত তার স্টাইল হিসেবে বিবেচিত হবে।

নৈতিকতার পোশাকে অনৈতিকতার চর্চাটা পুরোনো। অ্যাান্টি প্যারাবল বলতে- নৈতিকতার ছদ্মবেশে কি করে বেশিরভাগ মানুষ, সেই গল্পই তুলে ধরতে চেষ্টা করেছি মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.