নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে আকাশে যাবে জ্বলে, নক্ষত্র অনেক রাত আরও

এনামুল রেজা

আমাকে খোঁজনা তুমি বহুদিন, কতোদিন আমিও তোমাকে..

এনামুল রেজা › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্পসকল

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০৩

একজন গ্রু’র কথা

একদা শহরের শেষ প্রান্তে যে বিখ্যাত তরুণটির বাসা ছিল, আজ তিনি বৃদ্ধ। অবিবাহিত অবস্থায় বৃদ্ধটি একদিন মারা গেলেন। পত্রিকায় নিউজ হলো- “লাভ গ্রু মারা গেছেন। মরে গিয়ে গ্রু প্রমাণ করলেন- ভালুবাসলেই ঘর বাঁধা যায়না।”



দু’ভাই



লোকটার সাথে আমার পুরানো বিরোধ। বছর পাঁচেক আগের এক ভর দুপুরের কথা বলি। সরকারি দলের অতিমাত্রার চাটুকারিতায় মত্ত হবার কালে তাকে আমি একটা থাপ্পড় মেরেছিলাম।



লোকটা পাঁচ বছর আগে আমায় থাপ্পড় মেরেছিলো। পুরোনো বিরোধ। আজ আবার থাপ্পড় মারলো! অথচ এবার আমি সরকারি দলের বদনামে মত্ত ছিলাম।



সাধু

লোকটা মরবার পর সবাই বলতে লাগলো, আহা বড় সাধু লোক ছিলো।

কিংবদন্তি দাঁড়িয়েছে, স্থানীয় লোকজনেরা সাধু লোকটির কবর থেকে প্রায়ই অট্টহাসির আওয়াজ পায়।



পিতা-পুত্র

ছেলে বলল- বাবা, আমি নতুন আরেকটা চাকরি পেয়েছি।

বাবা জবাব দিলেন- আচ্ছা। পুত্র, আমি আরেকটি বিয়ে করতে চাই।



ভালবাসা

যৌবনের সবচেয়ে কঠিন দিনটার মুখোমুখি হলো আনোয়ার। প্রেমিকার মনোবিদ বাবা জিজ্ঞেস করলেন- আমার মেয়েকে যে ভালোবাসো, তার একটা মনস্তাত্বিক উদাহরণ দাও।

আনোয়ার একটা ঢোঁক গিলে বললো- পকেটে পেঁচিয়ে থাকা হেডফোনের একটা তার আরেকটা তারকে যেমন ভালবাসে, আমাদের ভালবাসাও তেমন।



জ্ঞান

কোর্স টিচার কেশে গলা পরিষ্কার করলেন। প্রতি দশমার্ক ১০০০ টাকা।

ছাত্রের মুখে ফুটে উঠলো অমলীন হাসি।



বাতি

আমি কখনও অন্ধ হবো। রাত নামলে আমার ঘরে তবু তুমি বাতি জ্বালাবে। ঘুমুবার আগে আবার ঠিক বাতি নিভিয়েও দেবে।

এইখানটাতে ভাবার বিষয় আছে। ভাবো।

---------------------



এনামুল রেজার গল্প

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই। :)

২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার +

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা আমিনুর ভাই।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন:
পকেটে পেঁচিয়ে থাকা হেডফোনের একটা তার আরেকটা তারকে যেমন ভালবাসে, আমাদের ভালবাসাও তেমন।

ভালো লাগলো!

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

এনামুল রেজা বলেছেন: ভালো থাকুন, শুভকামনা রইলো। :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই । তবে তেমন যুতসই লাগলো না এবারের গল্পগুলো ।

শুভকামনা অনেক :)

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

এনামুল রেজা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। সামনে নিশ্চয়ই দু একটা গল্প আবার যুতসই লেগে যাবে, সেই অপেক্ষায় রইলাম রায়হান ভাই। :)

৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো ।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ জানবেন। :)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

মহান অতন্দ্র বলেছেন: ভালই লাগল।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

এনামুল রেজা বলেছেন: থ্যাংকু। :)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

দীপংকর চন্দ বলেছেন: ভিন্ন স্বাদের লেখা।

ভালো লাগলো ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ এবং ভাললাগা রইলো আপনার জন্যেও।
ভালো থাকা হোক দিপংকর দা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.