নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে আকাশে যাবে জ্বলে, নক্ষত্র অনেক রাত আরও

এনামুল রেজা

আমাকে খোঁজনা তুমি বহুদিন, কতোদিন আমিও তোমাকে..

এনামুল রেজা › বিস্তারিত পোস্টঃ

সিনেমা আলাপ | রাঙ রাসিয়া, রঙের পানে যাত্রা

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩


শিল্পকে কি সিমানা নির্ধারণ করে দেওয়া উচিত? দাগ টেনে বলা উচিত, ওর ওপাশে গেলে শিল্প নিষিদ্ধ? শিল্পীর পায়ে শেকল পরিয়ে আদতে কি সত্যিকার শিল্পের চর্চা সম্ভব? কেতন মেহতার “রাঙ রাসিয়া” আমাদের নিয়ে যাবে এই প্রশ্নের জবাবের দিকে।
আধুনিক ইন্ডিয়ান পেইন্টিংস এর যুগস্রষ্টা ছিলেন রাজা রবি ভার্মা। আজ সারা ইন্ডিয়াজুড়ে যত দেবদেবির পেইন্টিংস দেখা যায়, ধারণা করা হয় এর অধিকাংশই তার আঁকা। ব্যাপারটা তার সময়ে প্রায় অসম্ভবই ছিল। কারণ, ধর্মের ধ্বজাধারীরা মনে করতেন দেব-দেবতা আর পৌরাণিক চরিত্রেরা ধর্মগ্রন্থে আর মন্দীরের মূর্তির বেশেই শোভা পান। এঁদের ছবি আঁকা ধর্মলঙ্ঘন। রবি ভার্মা ঠিক এই কাজটাই করেছিলেন। তার মনে হয়েছিলো- পৌরাণিক চরিত্রদের তার ছবিতে জীবন্ত করে তুলবেন তিনি।

এসবের মাঝেই সেলুলয়েডের পর্দায় এগিয়ে গেছে এ মহান শিল্পির শৈশব, যৌবন, বিয়ে। নিয়তির খেলায় গ্রাম থেক মুম্বাইয়ে চলে আসা। আর হঠাৎ খুজে পাওয়া সুগন্ধা নামের এক অদ্ভুত নারীকে। যে নারী দিনকে দিন হয়ে ওঠে তার প্রেম, তার আরাধ্য দেবীতে। তার পেইন্টিংসের দেবিমূর্তিগুলো আঁকতে থাকেন এই নারীর আদলেই।
একদিন রবি ভার্মা সুগন্ধাকে মডেল বানিয়ে এঁকে ফেলেন উর্বসি আর পুরুর্বার ট্র্যাজিক চিত্রটি। যেখানে উর্বসি আকাশের দিকে উড়ে যাচ্ছে। আর পুরুর্বা তার শাড়ির আঁচল ধরে টানতেই নগ্ন হয়ে যাচ্ছে স্বর্গের অপ্সরি উর্বশি! সে যুগের ইন্ডিয়ান সমাজের তুলনায় পেইন্টিংটা ছিল একটা বিদ্রোহ!

রাজা রবি ভার্মার বায়োপিক হিসেবে যথেষ্ট গতীময় আর টানটান গল্প ধারণ করেছে ছবিটা। এর সাথে পাওনা দুর্দান্ত সিনেম্যাটোগ্রাফি। অসাধারণ পরিচালনা। মূল চরিত্রে রন্দিপ হুদা ঠিক মাপা অভিনয় করেছন। সুগন্ধার চরিত্রে নন্দনা সেনও। সব মিলিয়ে ছবিটা একটা আবেশ তৈরী করে মনে।

একজন চিত্রকরের বিচিত্র জীবন, তার উত্থান কিংবা পতন, তার অমরত্ব সব মিলিয়েই রাঙ রাসিয়া আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। নিয়ে যাবে শিল্প কিংবা জীবনের গভীর বোধের দিকে। একটা ছবির কাছ থেকে এর বেশি আশা করা বোকামি।
শেষকথা, খুব অল্প বলিউডি ছবিই আপনাকে এতোটা দিতে পারবে।
----------

শিল্পি রাজা রবি ভার্মার নির্বাচিত চিত্রকর্ম

সিনেমাখোরদের আড্ডা

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন রিভিউ! খুব ভালো লেগেছে। ইন্টারেস্টিং কিছু তথ্যও জানতে পারলাম।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানবেন। আমিও ছবিটা দেখতে গিয়েই এই ইতিহাসের সাথে পরিচিত হয়েছিলাম।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: শিল্পের পায়ে শৃঙ্খল পড়িয়ে দিলে, তখন সেটা আর শিল্প থাকে না। তখন সেটা হয়ে যায় অর্ডারি পণ্য। রাঙ রাসিয়া সম্বন্ধে পড়ে মনে হল শিল্পের আগল ভেঙে ফেলার দুঃসাহস দেখিয়েছেন কেতন মেহতা। খুব ভালো লিখেছে রেজা। 'দ্যা পিয়ানিস্ট' সম্বন্ধে কিছুটা জানা ছিল বলে তোমার সাথে কিছু শেয়ার করতে পেড়েছিলাম। কিন্তু রাঙ রাসিয়া দেখি নাই। তাই কিছু শেয়ার করতে পাড়লাম না। তবে তোমার উচ্চাশা দেখে মনে হচ্ছে ভালো কোন মুভি হয়েছে এটা। লিংক খুঁজে পেলে দেখে নেয়ার ইচ্ছা।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

এনামুল রেজা বলেছেন: ছবিটা দেখে ফেলুন সুযোগ করে। চমৎকার কাজ.. শিল্পের আগল ভাঙ্গার দুঃসাহস করেছিলেন রাজা রবি ভার্মা। কেতন মেহতা সেটার যথার্থই পিকচারাইজেশন করেছেন।

ভালো থাকা হোক। শুভেচ্ছা।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী বাঙালি বলেছেন: শিল্পের আগল ভাঙ্গার দুঃসাহস করেছিলেন রাজা রবি ভার্মা। কেতন মেহতা সেটার যথার্থই পিকচারাইজেশন করেছেন।
হ্যাঁ, আগল ভেঙেছিলেন রাজা রবি ভার্মা। কেতন মেহতা শুধু পিকচারাইজেশন করেছেন। উপরে আমি আগল ভাঙার ক্ষেত্রে ভুলে কেতন মেহতার নাম লিখে ফেলেছি। :(
যাহোক, কোন অনলাইন লিংক আছে তোমার কাছে?

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

এনামুল রেজা বলেছেন: এটা ব্যাপার না। :D
ইউটিউবেই পাবেন। নাম লিখে খুজলেই হবে।

হ্যাপি ওয়াচিং ভাইজান।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

আমি অথবা অন্য কেউ বলেছেন: সুন্দর রিভিউ, ভালোলাগা রইলো

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ জানবেন।

শুভকামনা রইলো। :)

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

অন্ধবিন্দু বলেছেন:
একটি ভালো নির্মাণ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

এনামুল রেজা বলেছেন: সচরাচর এতোটা ভালো নির্মাণ হিন্দি সিনেমায় পাওয়া যায়না। একেবারে অন্যরকম একটা মুভি।

শুভেচ্ছা জানবেন অন্ধবিন্দু। :)

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: এনামুল রেজা ,




শেকল পড়ালে শিল্পের পাখিটি আর ওড়েনা । মুখ থুবড়ে পড়ে ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

এনামুল রেজা বলেছেন: হ্যাঁ, সেটাই শাশ্বত। শিল্পের জন্য, শিল্পির চাই মুক্ত আকাশ..

ধন্যবাদ আপনাকে।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: রং রসিয়ার কথা বা আলোচনা বেশ আগে প্রায় ৫/৬ বছর আগে শুনেছি কিন্তু দেখা হয়নি। যৌবনের দিনগুলোর মতো সিনেমা হলে গিয়ে আর দেখা হয়না। যাহোক রেজার লেখায় বেশ আগ্রহ জেগেছে, রেজা কি আমাদের গোত্রের কেউ?
অনেকেই রাজা রবি ভর্মার কথা শোনেনি । তাদের জন্য ওর ২৫ টা পেইন্টিঙের একটা সাইট দিলাম , এখানে রবি ভর্মার আকা ছবি দেখা যাবে।
http://webneel.com/25-best-oil-paintings-raja-ravi-varma-18th-century-indian-traditional-paintings

ধন্যবাদ এনামুল রেজাকে।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

এনামুল রেজা বলেছেন: যদ্দুর জানি, মুভিটা ২০০৮ এ মুক্তি পাওয়ার কথা ছিলো। নানা কারণে পায়নি, পেলো এ ২০১৪তে। সুযোগ করে দেখে ফেলুন শাহ আজিজ ভাই।
গোত্র ব্যাপারটাই বুঝি না আসলে। আমি মানুষ, মুসলিম, বাঙালি। লেখালেখি করতে ভালবাসি। এখন আপনি ঠিক করে নিন, আমি আপনাদের গোত্রের কিনা। :)

আপনার লিংকটা আগ্রহি যে কারও কাজে দেবে। পোস্টে এড করে দিচ্ছি।

আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা জানবেন।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

দর্পণ বলেছেন: দারুন!

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ। :)

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার।
+++

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

এনামুল রেজা বলেছেন: ধন্যবাদ জানবেন দিশেহারা রাজপুত্র। ভালো থাকা হোক। শুভেচ্ছা।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

ডি মুন বলেছেন:
দারুণ। আপনার লেখা পড়ে ছবিটা দেখার আগ্রহ জাগছে।
নাম শুনেছি আগেই তবে দেখা হয়ে ওঠেনি।

+++

অনেক ধন্যবাদ রিভিউ এর জন্যে
ভালো থাকুন :)

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

এনামুল রেজা বলেছেন: সময় করে দেখে ফেলুন ছবিটা ডি মুন ভাই। আশা করি ভালোই লাগবে।

শুভকামনা জানবেন। :)

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

তাসজিদ বলেছেন: ভাল লিখেছেন।

যদিও মুভি খোরদের আড্ডা তে আগেই পড়েছিলাম , মনেহয়।

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

এনামুল রেজা বলেছেন: হুম, সিনেমাখোরের সেই লিংকটাও পোস্টের সাথে এ্যাড করে দিয়েছি।

পাঠ ও প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানবেন।

শুভকামনা। :)

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: রিভিউতে ভালোলাগা

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

এনামুল রেজা বলেছেন: আপনার জন্যেও ভাললাগা অভি ভাই।

শুভকামনা। :)

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: মুভিটা দেখেছি।দেখার সময় এতটা ডিপলি ভাবি নাই।এর ইতিহাস জড়িত।রিভিউ ভালো হয়েছে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.